দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 15th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gk Current Affairs 15th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 15th ফেব্রুয়ারি 2024 | Gk Current Affairs 15th February 2024
1.Kaji Nemu (Citrus limon) কে রাজ্যফলের (State Fruit) মর্যাদা দিলো আসাম সরকার।
2.গুজরাটের আহমেদাবাদে গান্ধীনগর প্রিমিয়ার লীগের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
3.আ্যাগ্রোফরেস্ট্রি ডেভেলপমেন্ট এর জন্য GROW ইনিশিয়েটিভের উন্মোচন করলো নীতি আয়োগ।
4.ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) এর প্রেসিডেন্ট পদে রঞ্জিত কুমার আগারওয়ালকে নিযুক্ত করা হলো।
5.নতুন দিল্লীতে APAAR: One Nation One Student ID Card এর উপর ন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
6.ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 এ বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা লঞ্চ করলো দুবাই।
7.Shamar Joseph (পুরুষ) এবং Amy Hunter (মহিলা) কে আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর জানুয়ারি 2024 সম্মানে সম্মানিত করা হলো।
8.দেশের প্রবীণতম টেস্ট খেলোয়াড় Dattajirao Gaekwad 95 বছর বয়সে প্রয়াত হলেন।
9.ইউনিয়ন ওয়াটার মিনিস্ট্রি নয়ডা কে 'Water Warrior' শহর সম্মানে সম্মানিত করলো।
10.থার্মাল ক্যামেরা টেকনোলজির জন্য Prama India এবং C-DAC জোটবদ্ধ হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box