অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 5th February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 5th February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 5th February 2024

নিচে Daily Current Affairs in Bengali 5th February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 5th ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 5th February 2024

1.অযোধ্যায় সেন্ট্রালাইজড GIS ডেটা সেন্টার স্থাপন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।

2.লাইফ ইন্সুরেন্স প্রদান করতে ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক এবং Edelweiss Tokio লাইফ ইন্সুরেন্স জোটবদ্ধ হলো।

3.জয়সলমীরের নিকটে অনুশীলন বায়ু শক্তি - 2024 এর আয়োজন করতে চলেছে ভারতীয় এয়ার ফোর্স।

4.গোয়া শিপইয়ার্ডের পাবলিক রিলেশনস অফিসার Nikhil Mukund Wagh কে মহা গৌরব 2024 সম্মানে সম্মানিত করা হলো।

5.প্রতিবছর 4 ই ফেব্রুয়ারি International Day of Human Fraternity পালন করা হয়।

6.ভারত এবং ইউএস এর মধ্যে $4 বিলিয়নের MQ-9B Armed ড্রোন চুক্তি সম্পন্ন হলো।

7.বিখ্যাত তামিল অভিনেতা বিজয় তার নতুন রাজনৈতিক দল 'Tamilaga Vettri Kazhagam' এর ঘোষণা করলেন।

8.রেস্পন্সিবল গেমিং এনভায়রনমেন্ট এর জন্য Digital Detox ইনিশিয়েটিভ এর সূচনা করলো কর্ণাটক।

9.প্রতিবছর 1 - 7 ই ফেব্রুয়ারি World Interfaith Harmony সপ্তাহ পালন করা হয়।

10.দ্বিতীয়বারের জন্য ভুটানের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন Tshering Tobgay.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.