অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 23rd February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 23rd February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 23rd February 2024

নিচে Daily Current Affairs in Bengali 23rd February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 23rd ফেব্রুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 23rd February 2024


1.অশ্বিন প্রভু নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Sculpted Stones: Mysteries of Mamallapuram'.

2.প্রতি বছর 22 শে ফেব্রুয়ারি World Thinking Day পালিত হয়, এবছরের থিম - 'Our World, Our Thriving Future'.

3.SBM ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Ashish Vijayakar কে নিযুক্ত করা হলো।

4.মাইক্রোসফট এবং iCreate জোটবদ্ধ হয়ে iMPEL-AI (iCreate-Microsoft program for Emerging Leaders in Artificial Intelligence) প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে।

5.রায়পুরে 211 PM SHRI স্কুলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

6.টি-20 ক্রিকেটে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে 10,000 রান সম্পূর্ণ করলেন বাবর আজম।

7.সম্প্রতি তেলেঙ্গানায় উপজাতি উৎসব 'Sammakka Saralamma Jatara’ শুরু হলো।

8.সাইবারক্রাইম রিপোর্ট 2023 অনুযায়ী ভারত বিশ্বজুড়ে 80 তম স্থান অধিকার করলো।

9.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.5% নির্ধারণ করলো Morgan Stanley.

10.স্থানীয় অর্থনীতিকে শক্তি প্রদান করতে উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি 'Himalayan Basket' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.