দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ফেব্রুয়ারি 2024 | Current Affairs In Bengali 2nd February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs In Bengali 2nd February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ফেব্রুয়ারি 2024 | Current Affairs In Bengali 2nd February 2024

নিচে Current Affairs In Bengali 2nd February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2nd ফেব্রুয়ারি 2024 | Current Affairs In Bengali 2nd February 2024


1.লন্ডনে তিনজন ভারতীয় বিজ্ঞানী Rahul R Nair, Mehul Malik এবং Tanmay Bharat কে Blavatnik আওয়ার্ডে সম্মানিত করা হবে।

2.ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার হলেন প্রীতি রাজাক।

3.আইআইটি ইন্দোরের উজ্জ্যয়িন স্যাটেলাইট সেন্টার কেন্দ্রীয় সরকারের মান্যতা পেলো।

4.BRICS গ্রুপের নতুন সদস্য হলো সৌদি আরব, ইজিপ্ট, UAE, ইরান এবং ইথিওপিয়া।

5.গ্রীন হাইড্রোজেনের জন্য মহারাষ্ট্র সরকারের সাথে NTPC গ্রীন এনার্জি লিমিটেড (NGEL) 80,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো।

6.কায়রো অনুষ্ঠিত ISSF শ্যুটিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতলেন Rhythm Sangwan এবং Ujjwal Malik.

7.পৃথিবীর কনিষ্ঠতম হিসেবে এভারেস্টের বেসে পৌঁছে রেকর্ড গড়লো 2 বছরের স্কটল্যান্ডের Carter Dallas.

8.মহিলা Wushu এথলিট অফ দি ইয়ার হলেন মণিপুরের গর্ব Naorem Roshibina Devi.

9.অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে INSAT - 3DS স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO).

10.প্রতিবছর 1 লা ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড দিবস পালন করা হয়, এছাড়া গত 31 শে জানুয়ারি আন্তর্জাতিক জেব্রা দিবস পালন করা হয়।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.