দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1st ফেব্রুয়ারি 2024 | Current Affairs 1st February 2024

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1st ফেব্রুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Current Affairs 1st February 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1st ফেব্রুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1st ফেব্রুয়ারি 2024 | Current Affairs 1st February 2024

নিচে Current Affairs 1st February 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 1st ফেব্রুয়ারি 2024 | Current Affairs 1st February 2024


1.সড়ক দুর্ঘটনায় মৃত্যু এড়াতে পাঞ্জাব সরকার 'Sadak Surakhya Force’ (SSF) লঞ্চ করলো।

2.ISSF বিশ্বকাপের 10m এয়ার রাইফেল ইভেন্টে Divyansh Singh Panwar গোল্ড মেডেল জিতলেন।

3.বর্তমান অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 6.7% নির্ধারণ করলো IMF.

4.রাজ্যসভার সদস্য হিসেবে শ্রী সাতনাম সিং সান্ধুকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

5.16 তম অর্থ কমিশনের সদস্য হিসেবে Ajay Narayan Jha, Annie George Mathew, Dr. Niranjan Rajadhyaksha এবং Dr. Soumya Kanti Ghosh কে নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার।

6.লাদাখে অনুষ্ঠিত হতে চলা খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2024 এর জন্য ম্যাস্কট 'Sheen-e She' -এর উন্মোচন করা হলো।

7.ওড়িশা সরকার সম্প্রতি উপজাতি সম্প্রদায়ের সশক্তিকরণের জন্য LABHA নামক 100% স্টেট-ফান্ডেড MSP স্কীম লঞ্চ করলো।

8.ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রখ্যাত ঐতিহাসিক R. Champakalakshmi সম্প্রতি প্রয়াত হলেন।

9.প্রজাতন্ত্র দিবস 2024 এর প্যারেডে শ্রেষ্ঠ ট্যাবলোর সম্মান পেলো ওড়িশার 'Woman Empowerment in Viksit Bharat' থিমের ট্যাবলো।

10.করাপশন ইনডেক্স 2023 এ 180 টি দেশের মধ্যে ভারত 93 তম স্থান অধিকার করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.