অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | WB Madhyamik Geography Model Paper 2024

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর দশম শ্রেণীর পরীক্ষায় WB Madhyamik Geography Model Paper 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর PDF.

নিচে WB Madhyamik Geography Model Paper 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | WB Madhyamik Geography Model Paper 2024

দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর | WB Madhyamik Geography Model Paper 2024


১) পর্যায়ন কাকে বলে?


Ans: যে প্রক্রিয়ায় অসমতল বা বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয় এর মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হয়, তাকে পর্যায়ন বলে।


২) কোন নদীর মোহনায় কাসপেট বদ্বীপ দেখা যায়?


Ans: ইতালির তাইবার ও স্পেনের এব্রো নদীতে।


৩) সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে কি বলে?


Ans: ফিয়র্ড।


৪) প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়ি কে কি বলা হয়?


Ans: অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।


৫) কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসর দেখা যায়?


Ans: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।


৬) জায়র কী?


Ans: সকল মহাসাগরের মাঝ বরাবর কোরিওলিস বলের প্রভাবে সমুদ্রস্রোত বেঁকে গিয়ে ও মিলিত হয়ে যে জলাবর্ত সৃষ্টি হয়, তাকে জায়র বলে।


৭) জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন কে কি বলে?


Ans: কম্পোস্টিং।


৮) ভারতের পূর্বতম স্থান এর নাম কি?


Ans: কিবুথু।


৯) আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে কী বলে।


Ans: বাগার।


১০) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে কোন হ্রদ অবস্থিত?


Ans: কোলেরু হ্রদ।


১১) ভারতের মরু অঞ্চলের শুষ্ক বা প্রায় শুষ্ক মৃত্তিকাকে কি বলে?


Ans: সিরোজেম।


১২) ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পটির নাম কি?


Ans: কার্পাস বয়ন শিল্প।


১৩) ভারত থেকে প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখ।


Ans: IRS.


১৪) জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে?


Ans: যে অঞ্চলগুলোতে জীব বৈচিত্র্যের প্রাচুর্য সর্বাধিক, সে অঞ্চলগুলিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে।


১৫) বার্খান কাকে বলে?


Ans: মরু অঞ্চলে বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়ি ভাবে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি সৃষ্টি হয়, তাকে বার্খান বলে।।


১৬) কোন কোন তিথিতে ভরা কোটাল হয় তাকে?


Ans: অমাবস্যা ও পূর্ণিমা।


১৭) জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো?


Ans: যেসকল বর্জ্য জীবাণু ও ব্যাকটেরিয়া দ্বারা বিভাজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায়, সেগুলিকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন-কাগজ।


১৮) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?


Ans: সুন্দরবন।


১৯) ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্যটির নাম কি?


Ans: বিহার।


২০) উপগ্রহ চিত্রে শস্যক্ষেত্রকে কোন রঙে দেখানো হয়?


Ans: হালকা লাল।


২১) আরোহনের বিপরীত প্রক্রিয়াটি কি?


Ans: অবরোরণ।


২২)হিমবাহ অধ্যুষিত অঞ্চলের বরফ মুক্ত পর্বত চূড়া কে কি বলে?


Ans: নুনাটাকস।


২৩) পার্বত্য বায়ুপ্রবাহ আর কি নামে পরিচিত?


Ans: ক্যাটাবেটিক বায়ু প্রবাহ।


২৪) কোন কোন নদীর মিলিত প্রবাহকে ব্রহ্মপুত্র বলে?


Ans: ডিহং, ডিবং ও লোহিত।


২৫) কর্ণাটকের প্রাক্ মৌসুমী কালীন বৃষ্টিপাতকে কি বলে?


Ans: Cherry Blossoms.


২৬) ভারতের আল্পীয় অরণ্যে কি কি গাছ জন্মায়?


Ans: জুনিপার, রডোড্রেনডন ও বিভিন্ন ধরনের ঘাস।


২৭) বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলিকে কি বলে?


Ans: শেকড় আলগা শিল্প।


২৮) কোন ক্ষয় প্রক্রিয়াটি নদী, বায়ু ও হিমবাহ তিনটি বহির্জাত মাধ্যমেই দেখতে পাওয়া যায়?


Ans: অবঘর্ষ।


২৯) ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়?


Ans: ডবসন।


৩০) মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলা হয়?


Ans: সমুদ্রস্রোতকে।


৩১) ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে কি বলে?


Ans: লিচেট।


৩২) ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?


Ans: তামিলনাড়ু।


৩৩) ভাঙ্গর অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত?


Ans: ধায়া।


৩৪) ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?


Ans: ছত্রিশগড়।


৩৫)মেরু থেকে মেরুতে কোন ধরনের স্যাটেলাইট প্রদক্ষিণ করে?


Ans: সূর্য তুলনাকারী উপগ্রহ (Sun-synchronus Satellite)


৩৬) ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি?


Ans: ইন্দিরা খাল।


৩৭) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কি?


Ans: মেদিনীপুর খাল।


৩৮) ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়?


Ans: চেন্নাই।


৩৯) ভারতের একটি Tech City এর নাম লেখ?


Ans: পুণে।


৪০) জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?


Ans: মহারাষ্ট্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.