অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জানুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 6th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 6th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জানুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 6th January 2024

নিচে Today Current Affairs In Bengali 6th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th জানুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 6th January 2024


1.4800 কোটি টাকা অর্থের PRITHVI VIGYAN স্কীম লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2.মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এন্ড লিটারেসি PRERANA প্রোগ্রাম লঞ্চ করলো।

3.পরবর্তী 10 বছরে নেপাল ভারতে 10,000 MW শক্তি এক্সপোর্ট করতে চলেছে।

4.চীনের বাইরে তামিলনাড়ুতে প্রথম এশিয়ান GCC গড়ে তুলতে চলেছে Adidas.

5.বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় 2023 Kuvempu রাষ্ট্রীয় পুরস্কার পেলেন।

6.ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির (NARCL) এর ম্যানেজিং ডিরেক্টর পদে P Santhosh কে নিযুক্ত করা হলো।

7.কৃষকদের জন্য Tur Dal Procurement পোর্টাল লঞ্চ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

8.ভাইস এডমিরাল দীনেশ ত্রিপাঠিকে নৌসেনার ভাইস-চিফ পদে নিযুক্ত করা হলো।

9.অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (AIRA) নতুন প্রেসিডেন্ট পদে শশী সিংকে নিযুক্ত করা হলো।

10.ওয়াটার ম্যানেজমেন্ট এর জন্য CII ন্যাশনাল আওয়ার্ড ফর এক্সেলেন্স জিতলো Hero MotoCorp.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.