বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 29th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Today Current Affairs In Bengali 29th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জানুয়ারি 2024 | Today Current Affairs In Bengali 29th January 2024
1.তিরুবনন্তপুরম আন্তর্জাতিক এয়ারপোর্টকে সম্মানীয় এক্সেলেন্স আওয়ার্ড এ সম্মানিত করলো কোয়ালিটি সার্কেল ফোরাম অফ ইন্ডিয়া।
2.উত্তরপ্রদেশে 100 টি নতুন বায়োগ্যাস প্লান্ট স্থাপনের ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হারদ্বীপ সিং পুরী।
3.ইন্ডিয়ান রিনিউইবেল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (IREDA) সম্প্রতি ভিজিল্যান্স জার্নাল 'পাহাল' প্রকাশ করলো।
4.ভারত এবং সৌদি আরবের যৌথ মিলিটারি অনুশীলন SADA TANSEEQ রাজস্থানে শুরু হতে চলেছে।
5.সুরক্ষা নীতি লঙ্ঘনের জন্য এয়ার ইন্ডিয়াকে 1.1 কোটি টাকা জরিমানা করলো DGCA.
6.ভারতের প্রথম AI ইউনিকর্ন হলো Ola ফাউন্ডারের AI স্টার্টআপ Krutrim.
7.অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে RBI এর মান্যতা পেলো Zomato পেমেন্ট প্রাইভেট লিমিটেড।
8.6 টি কীর্তিচক্র এবং 16 টি শৌর্যচক্র সহ মোট 80 টি বীর পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
9.পদ্ম বিভূষণ 2024 সম্মানে Ms. Vyjayantimala Bali, Shri Konidela Chiranjeevi, Shri M Venkaiah Naidu, Shri Bindeshwar Pathak এবং Ms. Padma Subrahmanyam কে সম্মানিত করা হলো।
10.Cipla এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারপার্সন Samina Hamied তার পদ থেকে সরে দাঁড়ালেন।
Also Read:
Please do not share any spam link in the comment box