অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


দশম শ্রেণীর ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion 2024

দশম শ্রেণীর ভূগোল সাজেশন PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Madhyamik Geography Suggestion 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোল সাজেশন PDF.

নিচে Madhyamik Geography Suggestion 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দশম শ্রেণীর ভূগোল সাজেশন PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

দশম শ্রেণীর ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion 2024

দশম শ্রেণীর ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion 2024


১) ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?


Ans: J.W.Powel.


২) কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়?


Ans: মিসিসিপি মিসৌরি।


৩) কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়?


Ans: ভূমধ্যসাগরীয় জলবায়ু।


৪) বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?


Ans: হাইগ্রোমিটার।


৫) জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম কি?


Ans: কুরোশিও স্রোত।


৬) জাপানের পাশ দিয়ে প্রবাহিত একটি শীতল স্রোতটির নাম লেখ।


Ans: ওয়াশিয়ো স্রোত।


৭) কোথায় এল নিনোর সর্বাধিক প্রভাব দেখা যায়?


Ans: পেরু উপকূলে।


৮) জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে কি বলে?


Ans: কম্পোস্টিং।


৯) ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি?


Ans: লাক্ষাদ্বীপ।


১০) ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি?


Ans: গুজরাট।


১১) ভারতে কোন মাটি সর্বাধিক ক্ষেত্রমান জুড়ে অবস্থিত?


Ans: পলি মৃত্তিকা।


১২) গমের একটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখ?


Ans: সোনালিকা।


১৩) উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে?


Ans: কানপুর।


১৪) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?


Ans: হায়দ্রাবাদ।


১৫) উপগ্রহ মানচিত্রের প্রাপ্ত ছবিতে বনভূমি রং কেমন?


Ans: লাল।


১৬) একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও।


Ans: বদ্রীনাথের নীলকন্ঠ।


১৭) চরম আর্দ্রতার একক কি?


Ans: গ্রাম/ঘনসেমি।


১৮) বিশেষ আদ্রর্তার একক কি?


Ans: -গ্রাম/কেজি।


১৯) আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা?


Ans: শতকরা।


২০) কোন তিথিতে সংযোগ অবস্থান লক্ষ্য করা যায়?


Ans: অমাবস্যা।


২১) কোন তিথিতে প্রতিযোগ অবস্থান লক্ষ্য?


Ans: পূর্ণিমা।


২২) গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতির নাম লেখ।


Ans: স্ক্রাবার।


২৩) ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়?


Ans: বেঙ্গালুরু।


২৪) ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম লেখ।


Ans: অরুনাচল প্রদেশ।


২৫) উপগ্রহ চিত্রে কি ধরনের রং ব্যবহার করা হয়?


Ans: ছদ্ম রং।


২৬) মেঘাচ্ছন্নতা কোন একক দ্বারা প্রকাশ করা হয়?


Ans: অক্টা।


২৭) সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি?


Ans: নিয়ত বায়ুপ্রবাহ।


২৮) কোন ধরনের ঘূর্ণবাতের অক্লুসান সৃষ্টি হয়?


Ans: নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত।


২৯) ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে কি বলে?


Ans: লিচেট।


৩০) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?


Ans: ধূপগড়।


৩১) 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?


Ans: 74.04%


৩২) ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?


Ans: মধ্যপ্রদেশ।


৩৩) বায়ুমন্ডলের কোন স্তরে শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ (Nacreous Cloud/Mother of Pearl) দেখা যায়?


Ans: স্ট্র্যাটোস্ফিয়ার।


৩৪) বায়ুমন্ডলের কোন স্তরে নৈশদ্যুতি মেঘ দেখা যায়?


Ans: মেসোস্ফিয়ার।


৩৫) হিমবাহ ও পর্বতের মধ্যে সৃষ্ট ফাটল কে কি বলে?


Ans: বার্গস্রুন্ড।


৩৬) ভারত মহাসাগরের সমুদ্র স্রোত কোন বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়?


Ans: মৌসুমী বায়ু।


৩৭) ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?


Ans: মধ্যপ্রদেশের ভোপাল।


৩৮) ভারতের গভীরতম বন্দরের নাম কি?


Ans: বিশাখাপত্তনম।


৩৯) পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতের নাম কি?


Ans: উপসাগরীয় স্রোত।


৪০) রাজস্থানের মরু অঞ্চলে ধূলিঝড় কে কি বলে?


Ans: আঁধি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.