অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


Madhyamik Geography Suggestion 2024 | দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৪

Madhyamik Geography Suggestion 2024 PDF: প্রতিবছর দশম শ্রেণির পরীক্ষায় দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৪ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Madhyamik Geography Suggestion 2024 PDF.

নিচে দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৪ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Madhyamik Geography Suggestion 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Madhyamik Geography Suggestion 2024 | দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৪

Madhyamik Geography Suggestion 2024 | দশম শ্রেণির ভূগোল সাজেশন ২০২৪


১)প্রশস্ত নদীর মোহনাকে কি বলে?


Ans: খাঁড়ি।


২)মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে?


Ans: ওয়াদি।


৩) দুটি করির বিভাজিকাকে কি বলে?


Ans: এরিটি।


৪) পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকা দেখা যায়?


Ans: হুগলি নদী।


৫)ওয়াশিয়ো স্রোত কোন মহাসাগরে দেখা যায়?


Ans: প্রশান্ত মহাসাগরে।


৬)পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ সরলরেখায় অবস্থান করলে তাকে কি বলে?


Ans: সংযোগ।


৭)জৈব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করাকে কি বলা হয়?


Ans: কম্পোস্টিং।


৮)ভারত ও চীনের সীমারেখার নাম কি?


Ans: ম্যাকমোহন লাইন।


৯)ভারতের ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত?


Ans: কুমায়ুন হিমালয় (উত্তরাখণ্ড)।


১০) বসুধার ধবল শীর্ষ কাকে বলা হয়?


Ans: কারাকোরাম পর্বত।


১১)আম্র বৃষ্টি কোথায় দেখা যায়?


Ans: দক্ষিণ ভারতে।


১২)একটি জিওস্টেশনারি উপগ্রহের নাম লেখ।


Ans: INSAT.


১৩)গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রে জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে কি বলে?


Ans: শিপিং লেন।


১৪)সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে অবস্থিত?


Ans: নর্মদা নদীতে।


১৫)মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলে?


Ans: ইনসেলবার্জ।


১৬)নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?


Ans: 64 গুন।


১৭)অন্তঃস্রোত কাকে বলে?


Ans: গভীর সমুদ্র স্তর দিয়ে যে স্রোত প্রবাহিত হয়, তাকে অন্তঃস্রোত বলে। অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়।


১৮)কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয়?


Ans: চিনুক।


১৯)অ্যাডভেকশন কাকে বলে?


Ans: ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে অ্যাডভেকশন বলে।


২০)উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে?


Ans: পিক্সেল।


২১)কোন রেলপথকে ইস্পাত রেলপথ বলা হয়?


Ans: দক্ষিণ পূর্ব রেল পথ।


২২)বর্জ্য পদার্থের পচনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?


Ans: মিথেন।


২৩)ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়ের নাম কি?


Ans: পরেশনাথ।


২৪)নদী উপত্যকার পুরাতন ও নতুন ঢালের মিলন বিন্দুকে কি বলে?


Ans: নিক বিন্দু।


২৫)পেনগঙ্গা কোন নদীর উপনদী?


Ans: গোদাবরী


২৬)বিশুদ্ধ কাঁচামালের বস্তু সূচক কত?


Ans: ১.


২৭)RF এর সম্পূর্ণ রূপ কি?


Ans: Representative Fraction.


২৮)সোনালি চতুর্ভূজ সংযোগকারী ক্ষুদ্রতম বাহুর মহানগর দুটির নাম কি কি?


Ans: মুম্বাই ও চেন্নাই।


২৯)নদীর জলপ্রবাহ মাপার এককগুলির নাম লেখ।


Ans: কিউসেক ও কিউমেক।


৩০)পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?


Ans: 34%.


৩১)বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়?


Ans: মিলিবার।


৩২)ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি?


Ans: ডিব্রুগড়-কন্যাকুমারী রেলপথ।


৩৩)ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত?


Ans: কর্নাটকের বেঙ্গালুরু।


৩৪)ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?


Ans: ছত্রিশগড়।


৩৫)বর্জ্য ব্যবস্থাপনার 3R কী?


Ans: Reduce, Reuse, Recycle.


৩৬)উত্তর ভারতের একটি দ্বৈত রাজধানী শহরের নাম লেখ?


Ans: চন্ডিগড়।


৩৭)ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়?


Ans: চেন্নাইকে।


৩৮)কোন কোন নদীর মিলিত প্রবাহকে ব্রহ্মপুত্র বলে?


Ans: দিহং,দিবং ও লোহিত।


৩৯)আরব সাগরের রানী কাকে বলা হয়?


Ans: কোচি।


৪০)জোয়ার ,বাজরা, রাগী ইত্যাদি নিকৃষ্টমানের দানাশস্যকে একত্রে কি বলা হয়?


Ans: মিলেট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.