অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জানুয়ারি 2024 | Latest Current Affairs 18th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Latest Current Affairs 18th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জানুয়ারি 2024 | Latest Current Affairs 18th January 2024

নিচে Latest Current Affairs 18th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 18th জানুয়ারি 2024 | Latest Current Affairs 18th January 2024


1.তিনদিন ব্যাপী তামিলনাড়ুতে জালিকাত্তু উৎসব উদযাপন শুরু হলো।

2.Chitra Banerjee Divakaruni এর নতুন একটি বই প্রকাশিত হলো যার শিরোনাম 'An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy'.

3.ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করলো, থিম - 'Science and Technology Public Outreach in Amrit Kaal'.

4.SBI কে অতিক্রম LIC ভারতের সবথেকে দামি PSU এর তকমা পেলো।

5.তামিলনাড়ু সরকারের সাথে IndoSpace 2000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো।

6.হায়দ্রাবাদে C4IR স্থাপনের জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং তেলেঙ্গানা সরকার জোটবদ্ধ হলো।

7.ব্যাঙ্গালুরুতে স্টেট-অফ-দি-আর্ট স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি MegaPixxel -এর উদ্বোধন করলো Pixxel.

8.গ্লোবাল ফায়ারপাওয়ার এর মিলিটারি স্ট্রেন্থ 2024 সূচীতে ভারত চতুর্থ স্থান অধিকার করলো, শীর্ষে US.

9.ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমীতে কম্যান্ডেন্ট পদের দায়িত্ব নিলেন ভাইস-অ্যাডমিরাল Vineet McCarty.

10.অন্ধ্রপ্রদেশে ন্যাশনাল অ্যাকাডেমী অফ কাস্টমস, ইন্ডাইরেক্ট ট্যাক্সেস এন্ড নারকোটিক্স (NACIN) ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.