বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Important Current Affairs 20th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Important Current Affairs 20th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 20th জানুয়ারি 2024 | Important Current Affairs 20th January 2024
1.ব্যাঙ্গালুরুর নিকটে Boeing এর গ্লোবাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সেন্টার ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2.ইজিপটিয়ান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সোলার পাওয়ার স্টেশনের উদ্বোধন করা হলো।
3.পাপুয়া নিউ গিনির বনচ্ছেদন, ফুড সিকিউরিটি এবং ক্লাইমেট চেঞ্জের জন্য UNDP এবং EU $420,000+ বরাদ্দ করলো।
4.47 তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, থিম দেশ - ইউকে।
5.চতুর্থবারের জন্য 61 বছর বয়সে Dakar Rally 2024 জিতে ইতিহাস গড়লেন Carlos Sainz.
6.মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান (MMUA) নামক আর্থিক সহায়তা স্কীম লঞ্চ করলো আসাম সরকার।
7.ইউক্রেনে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) এবং ডেনমার্ক 'গ্রীন রুম' লঞ্চ করলো।
8.সশস্ত্র সীমা বল (SSB) এর ডিরেক্টর জেনারেল পদে আইপিএস দলজিত সিং চৌধুরীকে নিযুক্ত করা হলো।
9.প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কে 'Assam Baibhav' সম্মানে সম্মানিত করতে চলেছে আসাম সরকার।
10.ফিফা প্রেসিডেন্ট Gianni Infantino কে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অফ দি ইয়ার আওয়ার্ড এ সম্মানিত করা হলো।
Also Read:
Please do not share any spam link in the comment box