বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 7th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Daily Current Affairs 7th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 7th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 7th January 2024
1.Google Deepmind সম্প্রতি মোবাইল ALOHA হিউম্যানয়েড টেকনোলজির সূচনা করলো।
2.স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের জয়পুরে 58 তম DGsP/IGsP কনফারেন্স 2023 এর উদ্বোধন করলেন।
3.পশ্চিমবঙ্গের সুন্দরবনের মধু Mouban, Prince of Rice এবং Tangail, Gorod, and Kadiyal শাড়ি সম্প্রতি GI ট্যাগ পেলো।
4.ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে রঘুরাম আইয়ার পদে নিযুক্ত করা হলো।
5.ভারত মোবালিটি গ্লোবাল এক্সপো 2024 এর জন্য লোগো এবং বুকলেট এর উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।
6.অযোধ্যা এয়ারপোর্ট যার নতুন নামকরণ হয়েছে মহাঋষি বাল্মীকি এয়ারপোর্ট, আন্তর্জাতিক স্ট্যাটাস অর্জন করলো।
7.ন্যাশনাল ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড (NIIFL) এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর পদে সঞ্জীব আগারওয়ালকে নিযুক্ত করা হলো।
8.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (ADB) এক্সিকিউটিভ ডিরেক্টর পদে সিনিয়র আইএএস অফিসার বিকাশ শীলকে নিযুক্ত করা হলো।
9.রেলওয়ের নেট-জিরো ইমিশন লক্ষ্যের জন্য India-USAID এর চুক্তির মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
10.মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হলেন রেশমী শুক্লা।
Also Read:
Please do not share any spam link in the comment box