অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 17th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 17th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 17th January 2024

নিচে Gksolves Daily Current Affairs 17th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 17th January 2024


1.কেরল ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট সম্প্রতি অপারেশন AMRITH লঞ্চ করলো।

2.আইসিসি প্লেয়ার অফ দি মান্থ ফর ডিসেম্বর হলেন Pat Cummins (পুরুষ দল) এবং Deepti Sharma (মহিলা দল)।

3.মিস আমেরিকা 2024 এর প্রথম Active-Duty Winner হলেন ইউএস এয়ারফোর্স অফিসার Madison Marsh.

4.গবেষণা ভিত্তিক সহযোগিতা বাড়াতে IISC ব্যাঙ্গালুরুতে 'Samavesha' লঞ্চ করতে চলেছে I-STEM.

5.মেঘালয় গেমসের পঞ্চম সংস্করণের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

6.ডিজিটাল সাপ্লাই চেন ফাইন্যান্স এর জন্য SmartFin এর সূচনা করলো Yes Bank.

7.Emmy আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ ড্রামা সিরিজ - Succession, সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) - Kieran Culkin এবং সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) - Sarah Snook.

8.প্রখ্যাত মালয়ালাম মিউজিক ডিরেক্টর K J Joy 77 বছর বয়সে প্রয়াত হলেন।

9.প্রতি বছর 16 ই জানুয়ারি ন্যাশনাল স্টার্টআপ দিবস পালন করা হয়।

10.Guatemala এর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন Bernardo Arévalo.


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.