অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 14th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 14th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 14th January 2024

নিচে Gksolves Daily Current Affairs 14th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 14th জানুয়ারি 2024 | Gksolves Daily Current Affairs 14th January 2024


1.তিনদিন ব্যাপী আন্তর্জাতিক উট উৎসব রাজস্থানের বিকানের এ শুরু হলো।

2.চাকরিহীন যুবদের জন্য কর্ণাটকের Shivamogga এ 'যুব নিধি' স্কীম লঞ্চ করা হলো।

3.Experian India এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর পদে মনিশ জৈনকে নিযুক্ত করা হলো।

4.কিয়েভে ইউক্রেন এবং ব্রিটেনের মধ্যে সিকিউরিটি চুক্তি স্বাক্ষরিত হলো।

5.শ্রীলঙ্কার Kandy তে নতুন ক্যাম্পাস স্থাপন করতে চলেছে আইআইটি মাদ্রাস।

6.ব্যাংকিং নীতি লঙ্ঘনের জন্য Dhanlaxmi Bank, Punjab and Sind ব্যাংক এবং ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক এর উপর ফাইন চাপালো RBI.

7.Mitsubishi হেভি ইন্ডাস্ট্রিজ জাপানের Information-Gathering স্যাটেলাইট 'Optical-8' সহ H-IIA রকেট লঞ্চ করলো।

8.টি20 আন্তর্জাতিকে প্রথম বোলার হিসেবে 150 টি উইকেট নিলেন নিউজিল্যান্ডের Tim Southee.

9.নিউ জেনারেশন AKASH (AKASH-NG) মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করলো DRDO.

10.5100 কোটি টাকার বিনিময়ে Capital Food এর 100% মালিকানা কিনলো টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড (TCPL).


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.