বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs In Bengali 9th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Gksolves Current Affairs In Bengali 9th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জানুয়ারি 2024 | Gksolves Current Affairs In Bengali 9th January 2024
1.তুষার চিতাবাঘকে নিজেদের জাতীয় চিহ্ন হিসেবে ঘোষণা করলো কিরগিস্তান।
2.81 তম গোল্ডেন গ্লোব পুরষ্কারে শ্রেষ্ঠ সিনেমা হল Oppenheimer, শ্রেষ্ঠ অভিনেতা - Paul Giamatti, শ্রেষ্ঠ অভিনেত্রী - Lily Gladstone.
3.হাইড্রোকার্বন সেক্টর সহযোগিতার জন্য ভারত-গুয়ানা চুক্তির মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।
4.গাছেদের বৃদ্ধি ত্বরান্বিত করতে e-soil আবিষ্কার করলো সুইডিশ বিজ্ঞানীরা।
5.প্রতিবছর 8 ই জানুয়ারি Earth's Rotation Day পালন করা হয়।
6.বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত করা হলো।
7.দিল্লীতে NCC রিপাবলিক ডে ক্যাম্প 2024 এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধানকার।
8.আদানি পোর্টস এন্ড স্পেশ্যাল ইকোনমিক জোনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অশ্বিনী গুপ্তকে নিযুক্ত করা হলো।
9.মধ্যপ্রদেশের উজজয়িনীতে দেশের প্রথম Healthy & Hygenic ফুড স্ট্রিট 'PRASADAM' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
10.সোলার এবং উইন্ড ইউনিট তৈরির জন্য তামিলনাড়ুতে 70,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা পাওয়ার কোম্পানি।
Also Read:
Please do not share any spam link in the comment box