অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জানুয়ারি 2024 | Gksolves Current Affairs 4th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 4th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জানুয়ারি 2024 | Gksolves Current Affairs 4th January 2024

নিচে Gksolves Current Affairs 4th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th জানুয়ারি 2024 | Gksolves Current Affairs 4th January 2024

1.প্রথম ভারতীয় ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি হিসেবে PLI Nod পেলো ওলা ইলেকট্রিক।

2.আবুধাবির প্রথম হিন্দু মন্দির BAPS Hindu Mandir এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

3.রাশিয়ার BRICS 2024 চেয়ারম্যানশিপের শুভসূচনা করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

4.দূষণ রুখতে গুয়াহাটিতে 200 টি ইকো-বাস লঞ্চ করলেন আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

5.AMRUT মিশন ফাইন্যান্সিং এর জন্য ফ্রান্স এবং জার্মানি 100 মিলিয়ন ইউরো প্রদান করতে চলেছে।

6.ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা Binny Banshal সম্প্রতি 'OppDoor' লঞ্চ করলেন।

7.Gwanggu Lee কে নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত করলো Kia India.

8.প্রয়াগরাজে উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

9.প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে PM বিশ্বকর্মা যোজনার বাস্তবায়ন করলো জম্মু-কাশ্মীর।

10.মেডিক্যাল ডিভাইস ইমপোর্ট সরলীকরণ করতে TCS এর ডিজাইন করা 'ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম' এর উন্মোচন করলো ভারত।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.