অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জানুয়ারি 2024 | Gk Current Affairs 10th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gk Current Affairs 10th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জানুয়ারি 2024 | Gk Current Affairs 10th January 2024

নিচে Gk Current Affairs 10th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 10th জানুয়ারি 2024 | Gk Current Affairs 10th January 2024

1.হায়দ্রাবাদের Begumpet এয়ারপোর্টে উইংস ইন্ডিয়া 2024 অনুষ্ঠিত হতে চলেছে।

2.গুজরাটের EV প্লান্টের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করলো Gensol ইঞ্জিনিয়ারিং।

3.গ্রেটার নয়ডায় Indus Food 2024 এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল।

4.GIFT শহরে IFSC ফাইন্যান্স কোম্পানির জন্য RBI এর মান্যতা পেলো পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন।

5.ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন Gabriel Attal.

6.Sea Dragon 24 অনুশীলনের জন্য ভারতীয় নৌবাহিনীর P-8I Aircraft Guam এ পৌঁছালো।

7.প্রতিরক্ষা মন্ত্রকে অ্যাডিশনাল সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল (Acquisition) এর দায়িত্ব নিলেন সমীর কুমার সিনহা।

8.ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব এবং 46 তম সেশন হোস্ট করতে চলেছে ভারত।

9.ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এবং Viacom18 চার বছরের জন্য মিডিয়া রাইটস চুক্তি স্বাক্ষর করলো।

10.ওড়িশার ময়ূরভঞ্জ জেলার Red Ant Chutney সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.