অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জানুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 28th January 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 28th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জানুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 28th January 2024

নিচে Daily Current Affairs in Bengali 28th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 28th জানুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 28th January 2024


1.প্রখ্যাত অভিনেতা David Gail সম্প্রতি 58 বছর বয়সে প্রয়াত হলেন।

2.উৎপাদন বাড়াতে CSIR সম্প্রতি টেকনোলজি-চালিত ইনিশিয়েটিভ লঞ্চ করলো।

3.কুচিপুরী নৃত্যশিল্পী Pendyala Lakshmi Priya সম্প্রতি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন।

4.আসাম রাইফেলের জন্য সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টারের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

5.প্রতিবছর 27 শে জানুয়ারি জাতীয় জিওগ্রাফিক দিবস পালন করা হয়, এছাড়া গত 26 শে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হলো, এবছরের থিম - 'Customs Engaging Traditional and New Partners with Purpose'.

6.HDFC ব্যাংকে LIC এর 9.99% এর মালিকানার মান্যতা দিলো RBI.

7.63 তম সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ড মিটিং ভোপালে অনুষ্ঠিত হলো।

8.43 বছর বয়সে ছেলেদের ডাবলসে বিশ্বের নম্বর 1 প্লেয়ার হিসেবে ইতিহাস গড়লেন ভারতের রোহান বোপান্না।

9.কয়লা গ্যাসিফিকেশনের জন্য 8500 কোটি টাকার Viability Gap ফান্ডিং স্কীমের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

10.ভারতের ACME এবং IHI এর মধ্যে ঐতিহাসিক গ্রীন অ্যামোনিয়া সাপ্লাই চুক্তি স্বাক্ষরিত হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.