বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs in Bengali 13th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Daily Current Affairs in Bengali 13th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 13th জানুয়ারি 2024 | Daily Current Affairs in Bengali 13th January 2024
1.প্রতি বছর 12 ই জানুয়ারি জাতীয় যুব দিবস (National Youth Day) পালন করা হয়।
2.ভারতে ইথিক্যাল এডুকেশনের জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) Mulya Pravah 2.0 এর সূচনা করলো।
3.ডিপার্টমেন্ট অফ পেনশন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার (DoPPW)ANUBHAV আওয়ার্ড স্কীম শুরু করলো।
4.কসমিক টারবুলেন্স মনিটর করতে চীন সম্প্রতি পদ্ম আকৃতির 'Einstein Probe' নামক স্যাটেলাইট লঞ্চ করলো।
5.CISF এর প্রাক্তন ডিরেক্টর-জেনারেল Sheel Vardhan Singh সম্প্রতি UPSC র সদস্য পদের দায়িত্ব নিলেন।
6.Equestrian স্পোর্টস এর জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন আওয়ার্ড জিতলেন Divyakriti Singh.
7.10 - 18 ই জানুয়ারির মধ্যে স্টার্টআপ ইন্ডিয়া ইনোভেশন সপ্তাহের আয়োজন করলো DPIIT.
8.প্রথমবার ভারতে তৈরি দীর্ঘ ক্ষমতাশীল Drishti 10 স্টারলাইনার ড্রোন পেলো ভারতীয় নেভী।
9.বিভিন্ন রকমের সহযোগিতার জন্য চীন এবং মালদ্বীপের মধ্যে 20 টি চুক্তি স্বাক্ষরিত হলো।
10.ইউনাইটেড কাপে জার্মানির Alexander Zverev, পোল্যান্ডের Iga Swiatek কে হারিয়ে দিলো।
Also Read:
Please do not share any spam link in the comment box