বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জানুয়ারি 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Career Power Current Affairs 25th January 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জানুয়ারি 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিচে Career Power Current Affairs 25th January 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 25th জানুয়ারি 2024 | Career Power Current Affairs 25th January 2024
1.ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে AU স্মল ফাইন্যান্স ব্যাংকের সংযুক্তিকরণ CCI এর অনুমোদন পেলো।
2.ONGC এর গ্রীন এনার্জি ইউনিটের অনুমোদন দিলো মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস।
3.হংকং-এ অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 এ সোনা জিতলেন মান সিং।
4.এক্সসারসাইজ সাইক্লোন'স স্পেশ্যাল অপারেশনের জন্য ভারত এবং ইজিপ্টের সৈন্যবাহিনী জোটবদ্ধ হলো।
5.আইসিসি আওয়ার্ড 2023 এ রোহিত শর্মাকে আইসিসি ODI টিম অফ দি ইয়ারের অধিনায়ক সম্মানে সম্মানিত করা হলো।
6.প্রতি বছর 24 শে জানুয়ারি National Girl Child দিবস পালন করা হয়।
7.Locust ভয়ের বিরুদ্ধে লড়তে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন সাহায্য পাঠালো ভারত।
8.ফেব্রুয়ারি মাসে Gruha Jyothi স্কীমের সূচনা করতে চলেছে তেলেঙ্গানা সরকার।
9.ভবিষ্যতের বিভিন্ন রোগের বিরুদ্ধে দ্রুত লড়াই করতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং CEPI জোটবদ্ধ হলো।
10.বহুভাষী শিক্ষার জন্য 'Anuvadini' অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার।
Also Read:
Please do not share any spam link in the comment box