মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন উত্তর 2024 PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় West Bengal Board Madhyamik Geography Model Questions & Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন উত্তর 2024 PDF.
নিচে West Bengal Board Madhyamik Geography Model Questions & Answers PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন উত্তর 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন উত্তর 2024 | West Bengal Board Madhyamik Geography Model Questions & Answers
১) আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে?
Ans: পর্যায়ন।
২) দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে?
Ans: দোয়াব।
৩) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?
Ans: ব্যারোমিটার।
৪) বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
Ans: আয়ন মন্ডল।
৫) সোমালি স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
Ans: ভারত মহাসাগর।
৬) দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?
Ans: 24 ঘন্টা 52 মিনিট।
৭) বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি?
Ans: রেনগজ।
৮) ভারত ও বাংলাদেশের সীমারেখার নাম কী
Ans: তিন বিঘা করিডর।
৯) দক্ষিণ ভারতের কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি জল সেচ করা হয়?
Ans: জলাশয় পদ্ধতিতে।
১০) রেগুর মৃত্তিকা কাকে বলে?
Ans: কৃষ্ণ মৃত্তিকা।
১১) ভারতে বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
Ans: রাজস্থান।
১২) একটি শিকড় আলগা শিল্পের নাম লেখ।
Ans: কার্পাস বয়ন শিল্প।
১৩) ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্যের নাম কি?
Ans: অরুণাচল প্রদেশ।
১৪) কোন রঙের সাহায্যে সমোন্নতি রেখা আঁকা হয়?
Ans: বাদামি।
১৫) মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলে?
Ans: ইনসেলবার্জ।
১৬) পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?
Ans: অনুবাত ঢালে।
১৭) কোন কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করে?
Ans: মরা কোটাল।
১৮) ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
Ans: গডউইন অস্টিন।
১৯) ভারতের শীতকালে বৃষ্টিপাতের প্রধান কারণ কি?
Ans: পশ্চিমী ঝঞ্ঝা।
২০) উদীয়মান শিল্প কাকে বলা হয়?
Ans: পেট্রো রাসায়নিক শিল্প।
২১) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
Ans: আর্যভট্ট।
২২) ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়?
Ans: চেন্নাই।
২৩) জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে কি বলে?
Ans: প্রপাত কূপ।
২৪) হিমবাহ বাহিত টিলা সঞ্চয়ের ফলে যে উল্টানো নৌকা বা চামচের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কি বলে?
Ans: ড্রামলিন।
২৫) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত কে কি বলে?
Ans: হ্যারিকেন।
২৬) পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ কত গুণ বেশি?
Ans: ২.২ গুন।
২৭) ল্যান্ডফিল থেকে কোন গ্যাস উৎপন্ন হয়?
Ans: মিথেন।
২৮) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans: আনাইমুদি।
২৯) 10 লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলে?
Ans: মহানগর।
৩০) শিলাময় মরুভূমিকে সাহারায় কি বলে?
Ans: হামাদা।
৩১) সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?
Ans: ১০০%।
৩২) আল্পস পর্বতের দক্ষিণ ঢালে ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল বায়ু নাম কি?
Ans: মিস্ট্রাল।
৩৩) আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
Ans: উত্তর প্রদেশ।
৩৪) ভারতের প্রাচীনতম ব্যস্ততম জাতীয় সড়ক পথ কোনটি?
Ans: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (NH-2).
৩৫) ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি?
Ans: ISRO.
৩৬) গোলাপি শহর কাকে বলে?
Ans: জয়পুর।
৩৭) চিনুক শব্দের অর্থ কি?
Ans: তুষার ভক্ষক।
৩৮) দক্ষিণ ভারতের প্রধান কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ans: কোয়েম্বাটুর।
৩৯) ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?
Ans: শতদ্রু।
৪০) কোন বৃহৎ শিল্পের চারপাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে কি বলে?
Ans: অনুসারী শিল্প।
Please do not share any spam link in the comment box