উচ্চ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্ন উত্তর 2024 PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় West Bengal Board HS History Model Questions & Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্ন উত্তর 2024 PDF.
নিচে West Bengal Board HS History Model Questions & Answers 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্ন উত্তর 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
উচ্চ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্ন উত্তর 2024 | West Bengal Board HS History Model Questions & Answers
১)দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: নেলসন ম্যান্ডেলা।
২)আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি।
৩)পাঞ্জাবকে কে এবং কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
Ans: 1849 খ্রিস্টাব্দে, লর্ড ডালহৌসি।
৪)বেনবেল্লা কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন?
Ans: আলজেরিয়ার।
৫)দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans: হিদেকি তোজো।
৬)স্যাডলার কমিশন কে এবং কবে গঠন করে?
Ans: 1917 খ্রিস্টাব্দে, লর্ড চেমসফোর্ড।
৭)ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
Ans: এই কমিশনের ৭জন সদস্যের মধ্যে কোন ভারতীয় সদস্য ছিলেন না।
৮) মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?
Ans: 1909 খ্রিস্টাব্দে।
৯) মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী কে ছিলেন?
Ans: স্বামী বিবেকানন্দ।
১০) Imperialism:A Study গ্রন্থটি কে রচনা করেন?
Ans: জে.এ. হবসন।
১১)আমেরিকা মহাদেশের নামকরণ কে করেন?
Ans: আমেরিগো ভেসপুচি।
১২) ‘হোমরুল’ শব্দের অর্থ কি?
Ans: স্বায়ত্তশাসন।
১৩) ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল?
Ans: গোয়া, মুম্বাই সলসেট, বেসিন, হুগলি।
১৪)মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখ।
Ans: বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।
১৫) উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনীর নাম কি?
Ans: ভিয়েতমিন।
১৬) 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কুঠি স্থাপিত হয়?
Ans: সুরাট।
১৭)কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল?
Ans: ইংল্যান্ড।
১৮) বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল?
Ans: ক্যান্টন ও ম্যাকাও।
১৯)কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানাস্বত্ব দিয়েছিল?
Ans: চিরস্থায়ী বন্দোবস্ত।
২০) কোন গভর্নর জেনারেল প্রাচ্য-পাশ্চাত্য বিতর্কের অবসান ঘটান?
Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
২১)কেরালায় অস্পৃশ্যতার বিরুদ্ধে কে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন?
Ans: শ্রী নারায়ণ গুরু।
২২) চীনে কোন বছর 4ঠা মে আন্দোলন হয়েছিল?
Ans: 1919 খ্রিস্টাব্দে।
২৩)লখনৌ চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1916 খ্রিস্টাব্দে, কংগ্রেস ও মুসলিম লীগ।
২৪) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ?
Ans: স্যার প্যাথিক লরেন্স, এ.ভি. আলেকজান্ডার এবং স্যার স্টাফোর্ড ক্রিপস।
২৫)ভিয়েতনাম কবে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
Ans: 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর।
২৬) পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন?
Ans: জুলফিকার আলী ভুট্টো।
২৭) ওয়ারশ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: 1955 খ্রিস্টাব্দের 14 ই মে।
২৮) মেইজি পুনরুত্থান ঘটনাটি কোন দেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত?
Ans: জাপান।
২৯) সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়?
Ans: স্বামী বিবেকানন্দ।
৩০) কাওটাও প্রথা কোন দেশে চালু ছিল?
Ans: চীন।
Please do not share any spam link in the comment box