Class 10th ভূগোল সাজেশন 2024 | Madhyamik Geography Suggestion Book PDF

Class 10th ভূগোল সাজেশন 2024 PDF: প্রতিবছর Class 10th পরীক্ষায় Madhyamik Geography Suggestion Book PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Class 10th ভূগোল সাজেশন 2024 PDF.

নিচে Madhyamik Geography Suggestion Book PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Class 10th ভূগোল সাজেশন 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

Class 10th ভূগোল সাজেশন 2024 | Madhyamik Geography Suggestion Book PDF

Class 10th ভূগোল সাজেশন 2024 | Madhyamik Geography Suggestion Book PDF


১)বহির্জাত প্রক্রিয়াগুলিকে কে পর্যায়ন বলে অভিহিত করেন?


Ans: গিলবার্ট।


২)মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে?


Ans: ওয়াদি।


৩)ওজোন ধ্বংসকারী গ্যাসটির নাম কি?


Ans: ক্লোরোফ্লোরো কার্বন।


৪)দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?


Ans: 24 ঘন্টা 52 মিনিট।


৫)বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?


Ans: হাইগ্রোমিটার।


৬)ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি?


Ans: রাজস্থান।


৭)একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখ?


Ans: ইঞ্জেকশনের সিরিঞ্জ।


৮)আম্র বৃষ্টি কোথায় দেখা যায়?


Ans: দক্ষিণ ভারতে।


৯)ভারতের প্রধান কেন্দ্রীয় কৃষি গবেষণাগারটি কোথায় অবস্থিত?


Ans: দিল্লির পুসা।


১০)কোন অঞ্চলে সিরোজেম মৃত্তিকা দেখা যায়?


Ans: মরু অঞ্চলে।


১১)ভারতের হীরক চতুর্ভুজ প্রকল্প কি ধরনের পরিবহনের সঙ্গে সংযুক্ত?


Ans: রেল পরিবহন।


১২)ভারতের রূঢ় কাকে বলা হয়?


Ans: দুর্গাপুর।


১৩)মেসা শব্দের অর্থ কি?


Ans: টেবিল।


১৪)উপগ্রহ চিত্রে অরণ্য কি ধরনের রং দ্বারা চিহ্নিত করা হয়?


Ans: লাল।


১৫)কোন নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়?


Ans: মিসিসিপি-মিসৌরি।


১৬)কী ধরনের জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না?


Ans: নিরক্ষীয় জলবায়ু।


১৭)স্থলভাগের বিধ্বংসী ঝড়ের নাম কি?


Ans: টর্নেডো।


১৮)ভারতের বৃহত্তম মহানগরটির নাম কি?


Ans: মুম্বাই।


১৯) পিক্সেল কি?


Ans: উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে।


২০)ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি?


Ans: দিল্লি।


২১)2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্যের নাম কি?


Ans: বিহার।


২২)বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি গঠিত হয়, তাকে কি বলে?


Ans: বার্খান।


২৩)নদীর মোহনার আকৃতি কেমন হলে বান ডাকা তীব্রতা প্রকট হয়?


Ans: ফানেল আকৃতির।


২৪)তরল বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি লেখ।


Ans: নিকাশী নিষ্কাশন।


২৫)ভারতের কোন শহরে প্রথম মেট্রোরেল চালু হয়?


Ans: কলকাতা।


২৬)ভারতে কোন পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয়?


Ans: কূপ ও নলকূপ।


২৭)ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি?


Ans: কন্যাকুমারিকা অন্তরীপ।


২৮)কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়?


Ans: তামিলনাড়ুর কোয়েম্বাটুর।


২৯)সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?


Ans: ১০১৩.২৫ মিলিবার।


৩০)কোন পদার্থের বিষক্রিয়ায় ব্ল্যাক ফুট রোগ হয়?


Ans: আর্সেনিক।


৩১)পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া নাম কি?


Ans: গ্র্যান্ড ব্যাংক।


৩২)পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চলটি কোথায় গড়ে উঠেছে?


Ans: সল্টলেকের সেক্টর ফাইভ।


৩৩)ভারতের সর্বেক্ষণ বিভাগ কবে স্থাপিত হয়?


Ans: 1767 খ্রিস্টাব্দে।


৩৪)ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?


Ans: কাঞ্চনজঙ্ঘা।


৩৫)ক্ষুদ্রাকৃতির ইনসেলবার্জ কে কি বলে?


Ans: টর।


৩৬)পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি?


Ans: নরওয়ের সোজনে ফিয়র্ড।


৩৭)উত্তর-পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কী?


Ans: ঝুম চাষ।


৩৮)বেরিং স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়?


Ans: প্রশান্ত মহাসাগর।


৩৯)তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত প্রধান বায়ুদূষকটির নাম কি?


Ans: ফ্লাই অ্যাশ।


৪০)ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি?


Ans: ইসরো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.