মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Madhyamik Geography Question Answer

মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় Madhyamik Geography Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF.

নিচে Madhyamik Geography Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Madhyamik Geography Question Answer

মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Madhyamik Geography Question Answer


১) পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ দেখা যায় এমন একটি নদীর নাম লেখ।


Ans: মিসিসিপি মিসৌরি।


২) ভিসহর্ণ পিরামিড চূড়া কোথায় অবস্থিত?


Ans: সুইজারল্যান্ড।


৩)বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত?


Ans: ০.০৩৩%।


৪) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত?


Ans: ১০১৩.২৫ মিলিবার।


৫) কোন মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে?


Ans: আটলান্টিক মহাসাগরে।


৬) কোন তিথিতে প্রতিযোগ হয়?


Ans: পূর্ণিমা তিথিতে।


৭) একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখ?


Ans: ইঞ্জেকশনের সিরিঞ্জ।


৮) ভারত ও চীনের সীমারেখার নাম কি?


Ans: ম্যাকমোহন লাইন।


৯) ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?


Ans: ভেম্বানাদ।


১০) ভারতের সর্বাধিক লবণাক্ত জলের হ্রদের নাম কি?


Ans: রাজস্থানের সম্বর হ্রদ।


১১) ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কোথায় অবস্থিত?


Ans: উত্তরাঞ্চলের দেরাদুন।


১২) কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?


Ans: পেট্রো রাসায়নিক শিল্প।


১৩) ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত?


Ans: কর্নাটকের বেঙ্গালুরুতে।


১৪) হিমশৈলের কত অংশ জলের উপর জেগে থাকে?


Ans: ১/৯ অংশ।


১৫) ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথের নাম কি?


Ans: NH-2.


১৬) কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না?


Ans: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।


১৭) একটি শীতল সমুদ্র স্রোতের নাম লেখ?


Ans: বেরিং স্রোত।


১৮) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি?


Ans: NH-44


১৯) ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?


Ans: ছত্রিশগড়ের ভিলাই।


২০) ভারতের কোন পরিবহন ব্যবস্থায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়?


Ans: নলপথ পরিবহন।


২১) বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস দায়ী?


Ans: কার্বন ডাই অক্সাইড।


২২) বর্জ্যের পরিমাণ কমানোর একটি পদ্ধতির নাম লেখ।


Ans: বর্জ্যের পুনর্ব্যবহার।


 ২৩) ভারতের একটি হিমবাহ সৃষ্ট হ্রদের নাম লেখ?


Ans: উলার হ্রদ।


২৪) ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর এর নাম লেখ?


Ans: কলকাতা বন্দর।


২৫) ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?


Ans: আর্যভট্ট।


২৬) অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কে কি বলে?


Ans: বার্খান।


২৭) সমুদ্র বায়ু সর্বাধিক কখন প্রবাহিত হয়?


Ans: দিনের বেলায়।


২৮) পৃথিবী ও চাঁদের মধ্যে সবচেয়ে কম দূরত্বকে কি বলে?


পেরিজি।


২৯) পৃথিবী ও চাঁদের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব কে কি বলে?


Ans: অ্যাপোজি।


৩০) কৃষিজাত বর্জ্য কি ধরনের বর্জ্য?


Ans: জৈব ভঙ্গুর বর্জ্য।


৩১) বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি?


Ans: ৯টি।


৩২) ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়েছিল?


Ans: কলকাতা।


৩৩) ব্রহ্মপুত্র নদীর বুকে গড়ে ওঠা দ্বীপটির নাম কি?


Ans: মাজুলি দ্বীপ।


৩৪) পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়?


Ans: অনুবাত ঢালে।


৩৫) সিজিগি কাকে বলে?


Ans: পৃথিবী, চাঁদ ও সূর্যের সরলরৈখিককে অবস্থানকে সিজিগি বলে।


৩৬) দুটি ই বর্জ্যের নাম লেখ?


Ans: ভাঙা টিভি, ভাঙ্গা কম্পিউটার।


৩৭) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?


Ans: চন্ডিগড় (পাঞ্জাব ও হরিয়ানা রাজধানী)


৩৮) ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?


Ans: অসমের জোরহাট।


৩৯) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে?


Ans: কোয়েম্বাটুর।


৪০) SPOT কী?


Ans: ফ্রান্সের ভূ-সমলয় কৃত্রিম উপগ্রহ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.