অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | HS History Suggestion Book PDF

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS History Suggestion Book PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF.

নিচে HS History Suggestion Book PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | HS History Suggestion Book PDF

উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | HS History Suggestion Book PDF


১) ভাস্কো-ডা-গামা কবে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন?


Ans: 1498 খ্রিস্টাব্দে।


২) নব্য বঙ্গ দলের মুখপত্রের নাম কি ছিল?


Ans: পার্থেনন।


৩)স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন?


Ans: ড: সুকর্ণ।


৪) বুলগানিন কে ছিলেন?


Ans: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।


৫) স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়?


Ans: মুজিবর রহমান।


৬) পেরেস্ত্রৈকার প্রবর্তক কে?


Ans: গর্বাচেভ।


৭) 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?


Ans: লর্ড ওয়াভেল।


৮) "ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও না কমও নয়"- উক্তিটি কার?


Ans: বিউরি।


৯)"বোর্ড অফ রেভিনিউ" কে গঠন করেন?


Ans: লর্ড ওয়ারেন হেস্টিংস।


১০) শিমনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1895 খ্রিস্টাব্দে, চীন ও জাপানের মধ্যে।


১১) সত্যশোধক সভা কে প্রতিষ্ঠা করেন?


Ans: জ্যোতিবা ফুলে।


১২)Poverty and UnBritish Rule in India"গ্রন্থটি কে রচনা করেন?


Ans: দাদাভাই নওরোজি।


১৩)নানকিং-এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?


Ans: 1842 খ্রিস্টাব্দে, চীন ও ইংরেজদের মধ্যে।


১৪) বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে?


Ans: 1971 খিস্টাব্দে 16ই ডিসেম্বর।


১৫)ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?


Ans: হোমি জাহাঙ্গীর ভাবা।


১৬) জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন?


Ans: ওয়াইজম্যান।


১৭) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?


Ans: লর্ড মাউন্টব্যাটেন।


১৮)রামমোহন রায়কে "রাজা" উপাধি কে দিয়েছিলেন?


Ans: মোগল সম্রাট দ্বিতীয় আকবর।


১৯) ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়?


Ans: 1717 খ্রিস্টাব্দে।


২০) পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?


Ans: 1784 খ্রিস্টাব্দে।


২১) রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?


Ans: 1773 খ্রিস্টাব্দে।


২২)ইংরেজরা কবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?


Ans: 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে।


২৩)"নিয়ন্ত্রিত গণতন্ত্র' ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?


Ans: ড: সুকর্ণ।


২৪) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?


Ans: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।


২৫) "কুয়ো-মিন-টাং" দলের প্রতিষ্ঠাতা কে?


Ans: সান ইয়াৎ সেন।


২৬) "দক্ষিণী বিদ্যাসাগর" কাকে বলা হয়?


Ans: বিরসা লিঙ্গম পান্ডালু।


২৭) "নতুন বিশ্ব" শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: আমেরিগো ভেসপুচি।


২৮) "Now or Never" পুস্তিকাটি কার লেখা?


Ans: চৌধুরী রহমত আলী।


২৯)প্যাট্রিক লুমুম্বা কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন?


Ans: কঙ্গো।


৩০) ভারতের প্রথম আই.আই.টি কবে এবং কোথায় স্থাপিত হয়?


Ans: খড়গপুরে, 1951 সালে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.