HS History Suggestion 2024 PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি HS History Suggestion 2024 PDF.
নিচে উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। HS History Suggestion 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
HS History Suggestion 2024 | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪
১) "নিউ ইন্ডিয়া" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: অ্যানি বেসান্ত।
২) রাওলাট কমিশনের অপর নাম কি ছিল?
Ans: সিডিশন কমিশন।
৩) 1943 খ্রিষ্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
Ans: লর্ড ওয়াভেল।
৪)তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
Ans: সতীশচন্দ্র সামন্ত।
৫)রোম-বার্লিন-টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: 1937 খ্রিস্টাব্দে।
৬) পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়?
Ans: রাসবিহারী বসু।
৭) উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO) কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans: 1949 খ্রিস্টাব্দে, ওয়াশিংটনে।
৮)দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে কোন দেশ ধণতান্ত্রিক ও গণতান্ত্রিক জোটের নেতৃত্ব দিয়েছিল?
Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।
৯) জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন?
Ans: ওয়াইজম্যান।
১০)ন্যাটোর (NATO) সদর কার্যালয় কোথায় অবস্থিত?
Ans: ব্রাসেলস।
১১) আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল?
Ans: ফরাসিদের।
১২) বাংলাদেশে কবে বিজয় দিবস পালন করা হয়?
Ans: 16 ই ডিসেম্বর।
১৩) ভারতের পরিকল্পনা কমিশনের প্রধান রূপকার কে ছিলেন?
Ans: জওহরলাল নেহেরু।
১৪)"Planned Economy for India" গ্রন্থটির লেখক কে?
Ans: এম.বিশ্বেশ্বরাইয়া।
১৫) ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?
Ans: 1664 খ্রিস্টাব্দে।
১৬) গন্ডমার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1879 খ্রিস্টাব্দে আফগানিস্তানের আমির ইয়াকুব খাঁ র সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
১৭)ভারতের প্রথম কাপড় কে কল প্রতিষ্ঠা করেছিলেন?
Ans: কাওয়াসাজি নানাভাই।
১৮) আলেকজান্ডার ডাফ কে ছিলেন?
Ans: আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি এবং জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা।
১৯)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
Ans: জেমস উইলিয়াম কলেজ।
২০) ‘নব তারুণ্য’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: চেন-তু-শিউ।
২১)আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্ট কার নেতৃত্বে গঠিত হয়?
Ans: লক্ষ্মী স্বামীনাথন।
২২)ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1945 খ্রিস্টাব্দের ২রা সেপ্টেম্বর।
২৩) ইংরেজি ‘Museum' শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
Ans: Museion থেকে।
২৪) মান্না দে রচিত ‘জীবনের জলসাঘরে’ কি ধরনের রচনা?
Ans: স্মৃতিকথামূলক রচনা।
২৫) মার্কিন সেনাপতি পেরি কোন দেশে আগমন করেন?
Ans: জাপান।
২৬) নানকিং এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: 1842 খ্রিস্টাব্দে।
২৭) দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
Ans: বিরসা লিঙ্গম পান্ডালু।
২৮) "নবান্ন" নাটকের রচয়িতা কে?
Ans: বিজন ভট্টাচার্য।
২৯) "অশনি সংকেত" গ্রন্থের রচয়িতা কে?
Ans: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
৩০) "আকালের সন্ধানে" চলচ্চিত্রটির পরিচালক কে?
Ans: মৃণাল সেন।
৩১)“The Diary of Madman” গ্রন্থটির লেখক কে?
Ans: লু-সুন।
Please do not share any spam link in the comment box