দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন PDF: প্রতিবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় HS History Suggestion 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন PDF.
নিচে HS History Suggestion 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন | HS History Suggestion 2024
১)"ক্ষুধার্ত বাংলা-১৯৪৩ খ্রীঃ নভেম্বরে মেদিনীপুর জেলায় ভ্রমণ” গ্রন্থটির রচয়িতা কে?
Ans: চিত্তপ্রসাদ ভট্টাচার্য।
২) "এশিয়া এশিয়াবাসীদের জন্য" স্লোগান তুলেছিল কোন দেশ?
Ans: জাপান।
৩)1949 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া বিরোধী যে সামরিক চুক্তি জোট গঠিত হয়েছিল তার নাম কি?
Ans: ন্যাটো।
৪)SAARC এর সম্পূর্ণ নাম কি?
Ans: South Asian Association for Regional Cooperation.
৫) পর্তুগিজরা কোন মশলাকে ব্ল্যাক গোল্ড বলতো?
Ans: গোলমরিচ।
৬) ভারতের কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত হয়?
Ans: মহারাষ্ট্র।(১৮৫৩ খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে)
৭) হিন্দু কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার।
৮) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল?
Ans: 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল।
৯) রাশিয়া কোথায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল?
Ans: কিউবা।
১০)ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের রাজনৈতিক সংগঠন?
Ans: আলজেরিয়া।
১১) কোন জাহাজে নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল?
Ans: তলোয়ার জাহাজ।
১২) ইতিহাসের জনক কাকে বলা হয়?
Ans: হেরোডোটাস।
১৩) নতুন বিশ্ব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Ans: আমেরিগো ভেসপুচি।
১৪) "দস্তক" শব্দের অর্থ কি?
Ans: বাণিজ্যিক ছাড়পত্র।
১৫)কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেছিলেন?
Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
১৬)কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে কে আন্দোলন করেছিলেন?
Ans: বি. আর. আম্বেদকর।
১৭)Mr.X ছদ্মনামটি কে ব্যবহার করতেন?
Ans: জর্জ কেন্নান।
১৮) সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়?
Ans: 1956 খ্রিস্টাব্দে।
১৯) কোন দেশে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল?
Ans: বাংলাদেশ।
২০)দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতির নাম কি?
Ans: নেলসন ম্যান্ডেলা।
২১)সিমলা সাক্ষাৎকারে বা সিমলা ডেপুটেশনে মুসলমান প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন?
Ans: আগা খান।
২২) INA -সম্পূর্ণ নাম কি।
Ans: Indian National Army.
২৩) চীনের দুটি বাণিজ্যিক বন্দরের নাম লেখ?
Ans: ক্যান্টন বন্দর ও ম্যাকাও বন্দর।
২৪) আলিগড় কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1875 খ্রিস্টাব্দে, স্যার সৈয়দ আহমেদ খান।
২৫) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন কমিউনিস্ট সদস্যের নাম লেখ?
Ans: মোজাফ্ফর আহমেদ, পি সি যোশী, এস. এ.ডাঙ্গে ।
২৬) অ্যাজটেক সভ্যতা কে ধ্বংস করেন?
Ans: হার্মান্দো কোর্টেজ।
২৭) ফালটন বক্তৃতা কে প্রদান করেন?
Ans: ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
২৮) সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ?
Ans: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্থান।
২৯) লখনৌ চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে।
৩০) ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়?
Ans: লর্ড কর্নওয়ালিস।
Please do not share any spam link in the comment box