উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF: প্রতিবছর বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS History Suggestion 2024 (WBCHSE) PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF.
নিচে HS History Suggestion 2024 (WBCHSE) PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | HS History Suggestion 2024 PDF Download (WBCHSE)
১) ইজরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: ড: ওয়াইজম্যান।
২) আরব লীগে যোগদান কারী রাষ্ট্রগুলির নাম লেখ?
Ans: মিশর, লেবানন, ট্রান্স জর্ডন, ইরাক, সৌদি আরব, সিরিয়া ও উত্তর ইয়েমেন।
৩) চীনের লং মার্চের যাত্রা শুরু হয় কোন প্রদেশ থেকে?
Ans: জিয়াংসি প্রদেশ থেকে।
৪) ভারতের সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়?
Ans: সুপ্রিম কোর্ট।
৫) ঘানার রাজধানীর নাম কি?
Ans: আক্রা।
৬) কোন দেশের আইনসভার নাম জাতীয় সংসদ?
Ans: বাংলাদেশ।
৭) তাইপিং শব্দের অর্থ কি?
Ans: স্বর্গীয় শান্তি।
৮) ওয়াল্টার লিপম্যান কে ছিলেন?
Ans: মার্কিন সাংবাদিক। তিনি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন।
৯) হো-চি-মিন কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন?
Ans: ভিয়েতনাম।
১০) মার্শাল টিটো কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন?
Ans: যুগোস্লাভিয়া।
১১) ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন?
Ans: কিউবা।
১২) হুইটলি কমিশন কবে গঠিত হয়?
Ans: 1929 খ্রিস্টাব্দে।
১৩) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans: নেপালের কাঠমান্ডুতে।
১৪) ব্যালফুর কোন দেশের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন?
Ans: ব্রিটেন।
১৫)কোন শব্দ থেকে ‘কলোনি’ শব্দের উৎপত্তি হয়েছে?
Ans: লাতিন শব্দ ‘কলোনিয়া’ শব্দ থেকে।
১৬) উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?
Ans: জন কে।
১৭) তিয়েনসিনের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1858 খ্রিস্টাব্দে, ইংল্যান্ড ও ফ্রান্সের মিলিত বাহিনীর সঙ্গে চীনের।
১৮) মাদ্রাজের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1769 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মহীশুরের শাসক হায়দার আলী।
১৯)এলাহাবাদের প্রথম সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1765 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা।
২০) আলেকজান্ডার ডাফ কে ছিলেন?
Ans: একজন স্কটিশ মিশনারি ও স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা।
২১)এশিয়াটিক সোসাইটি কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1784 খ্রিস্টাব্দে, স্যার উইলিয়াম জোন্স।
২২) প্রথম গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
Ans: 1930 খ্রিস্টাব্দে।
২৩) গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল?
Ans: 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর।
২৪) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়?
Ans: 1947 খ্রিস্টাব্দের 3রা জুন।
২৫) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: ড: সুকর্ণ।
২৬) আলজেরিয়া কবে কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
Ans: 1962 খ্রিস্টাব্দের 5ই জুলাই, ফ্রান্সের কাছ থেকে।
২৭) সার্ক কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1985 খ্রিস্টাব্দে।
২৮) “Partition was tragedy for India"-উক্তিটি কার?
Ans: মৌলানা আবুল কালাম আজাদ।
২৯)UNRRA এর সম্পূর্ণ রূপ কি?
Ans: United Nations Relief and Rehabilitation Administration.
৩০) মুক্তদ্বার নীতি কে এবং কবে ঘোষণা করে?
Ans: জন হে, 1899 খ্রিস্টাব্দে।
Please do not share any spam link in the comment box