অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ | HS History Suggestion 2024 PDF Download

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ PDF: প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় HS History Suggestion 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ PDF.

নিচে HS History Suggestion 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ | HS History Suggestion 2024 PDF Download

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪ | HS History Suggestion 2024 PDF Download


১) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: জ্যোতিবা ফুলে।


২) মহাত্মা গান্ধী প্রবর্তিত ‘হরিজন’ শব্দের অর্থ কি?


Ans: ঈশ্বরের সন্তান।


৩) ভারতে প্রথম বিভাজন ও শাসন নীতি কে কার্যকরী করেন?


Ans: স্যার জন লরেন্স।


৪) ডঃ বি আর আম্বেদকর কোন সম্প্রদায় জন্মগ্রহণ করেন?


Ans: মাহার সম্প্রদায়।


৫) মিরাট ষড়যন্ত্র মামলায় কয়েকজন অভিযুক্তর নাম লেখ?


Ans: মুজাফফর আহমেদ, এস. এ.ডাঙ্গে, বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্রাট প্রমূখ। 


৬) প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন?


Ans: মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নাহ।


৭) ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেন?


Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল।


৮) কবে স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয়?


Ans: 1949 খ্রিস্টাব্দে।


৯) কার নেতৃত্বে চীনের লং মার্চ সংঘটিত হয়েছিল?


Ans: মাও সে-তুং।


১০) মাই লাই ঘটনা কোথায় ঘটেছিল?


Ans: ভিয়েতনাম।


১১) সুয়েজ খাল কে জাতীয়করণ করেন?


Ans: গামাল আবদেল নাসের।


১২) প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরাক।


১৩) অব উপনিবেশীকরন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: মরিৎস জুলিয়াস বন।


১৪) আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?


Ans: আহমেদ বেন বেল্লা।


১৫) বাংলাদেশে কবে বিজয় দিবস পালিত হয়?


Ans: 16ই ডিসেম্বর।


১৬)ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা কে করেন?


Ans: মনমোহন সিং।


১৭)ভাস্কো ডা গামা ভারতের কোথায় উপস্থিত হয়েছিলেন?


Ans: কালিকট বন্দরে।(১৪৯৮ খ্রিস্টাব্দে)


১৮) আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1757 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে।


১৯) কিম ইল সুং কে ছিলেন?


Ans: উত্তর কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি।


২০)মুজিবুর রহমান কোন দলের সদস্য ছিলেন?


Ans: আওয়ামী লীগ।


২১)"ইতিহাস হল বিজ্ঞান, এর বেশিও না কমও নয়" উক্তিটি কার?


Ans: বিউড়ি।


২২)"হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: জেমস মিল।


২৩) পর্তুগিজরা কোন জিনিসকে ব্ল্যাক গোল্ড বলতো?


Ans: গোলমরিচ।


২৪) আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন?


Ans: পর্তুগিজরা।


২৫) বাংলার শেষ সার্বভৌম স্বাধীন নবাব কে ছিলেন?


Ans: সিরাজউদ্দৌলা।


২৬) হায়দ্রাবাদে কে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন?


Ans: নিজাম উল মুলক।


২৭) আমিনী কমিশন কে কবে গঠন করেন?


Ans: 1776 খ্রিস্টাব্দে, ওয়ারেন হেস্টিংস।


২৮) রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন?


Ans: মোগল সম্রাট দ্বিতীয় আকবর।


২৯) ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন?


Ans: শ্রী নারায়ণ গুরু।


৩০) ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি?


Ans: মাদ্রাজ লেবার ইউনিয়ন।


৩১)‘দলিত' শব্দের অর্থ কি?


Ans: নির্যাতিত সম্প্রদায়।


৩২)ছোটনাগপুর অঞ্চলে বসবাসকারী দুটি উপজাতি সম্প্রদায়ের নাম লেখ।


Ans: কোল ও মুন্ডা।


৩৩)রাজা-মুঞ্জে চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1932 খ্রীঃ।


৩৪)“জ্যামিতি প্রমাণ করেছে যে পাটিগণিতের অংকটি ভুল”-অন্ধকূপ হত্যা সম্পর্কে এই উক্তিটি কার?


Ans: অ্যানি বেসান্ত।


৩৫)মার্টিন অ্যান্ড কোম্পানির সঙ্গে কোন বাঙালি শিল্পপতি যুক্ত ছিলেন?


Ans: রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.