উচ্চ মাধ্যমিক ইতিহাস SAQ প্রশ্ন উত্তর | HS History SAQ Question Answer

উচ্চ মাধ্যমিক ইতিহাস SAQ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS History SAQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস SAQ প্রশ্ন উত্তর PDF.

নিচে HS History SAQ Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস SAQ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস SAQ প্রশ্ন উত্তর |  HS History SAQ Question Answer

উচ্চ মাধ্যমিক ইতিহাস SAQ প্রশ্ন উত্তর |  HS History SAQ Question Answer


১)"What is History" গ্রন্থটির লেখক কে?


Ans: ই.এইচ.কার।


২) ভারতে এশিয়াটিক সোসাইটি কে এবং কবে প্রতিষ্ঠা করেন?


Ans: স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রীঃ।


৩) অধীনতামূলক মিত্রতা নীতি কে এবং চালু করেন?


Ans: লর্ড ওয়েলেসলি, 1798 খ্রীঃ।


৪) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?


Ans: স্যার এলিজা ইম্পে।


৫) কাও তাও প্রথা কোন দেশে চালু ছিল?


Ans: চীন।


৬) বাংলায় স্বাধীন নবাবী কে শুরু করেন?


Ans: মুর্শিদকুলি খাঁ।


৭) হেইলেবেরি কলেজ কোথায় অবস্থিত?


Ans: ইংল্যান্ডে।(বিলাতে)


৮) মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?


Ans: বিরসা মুন্ডা।


৯) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: কেশবচন্দ্র সেন।


১০) কুয়ো মিন তাং দল কে প্রতিষ্ঠা করেন?


Ans: ড:সান ইয়াৎ সেন।


১১) ইন্দোনেশিয়ায় কাদের উপনিবেশ ছিল?


Ans: ওলন্দাজ।


১২) ফিলিপিন্স দ্বীপপুঞ্জে কাদের উপনিবেশ ছিল?


Ans: স্পেন।


১৩) ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল?


Ans: ফরাসীদের।


১৪)মালয়ে কাদের উপনিবেশ ছিল?


Ans: পর্তুগীজ।


১৫)মন্টেগু-চেমসফোর্ড আইনে কয় কক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয়?


Ans: ২টি।


১৬) কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়?


Ans: ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।


১৭) ‘নবান্ন' নাটকের রচয়িতা কে?


Ans: বিজন ভট্টাচার্য।


১৮)ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কে কার্যকর করেন?


Ans: স্যার জন লরেন্স।


১৯)সীমানা কমিশনের প্রধান কে ছিলেন?


Ans: স্যার সিরিল রাডক্লিফ।


২০) ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন?


Ans: ইন্দোনেশিয়া।


২১)তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?


Ans: সতীশ চন্দ্র সামন্ত।


২২)কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে সূর্যাস্ত আইন সম্পর্কিত?


Ans: চিরস্থায়ী বন্দোবস্ত।


২৩)ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের কোন নেত্রী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন?


Ans: মাতঙ্গিনী হাজরা।


২৪) আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: রাসবিহারী বসু।


২৫)ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে কে মধ্যস্থতা করেছিলেন?


Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল।


২৬)দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে ধণতান্ত্রিক জোটের নেতৃত্ব দিয়েছিল কোন দেশ?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


২৭) ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: ওয়াল্টার লিপম্যান।


২৮) হ্যারি ট্রুম্যান কে ছিলেন?


Ans: মার্কিন রাষ্ট্রপতি।


২৯)অব উপনিবেশীকরনের ফলে কিসের উত্থান ঘটে? 


Ans: তৃতীয় বিশ্বের।


৩০)ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের রাজনৈতিক সংগঠন?


Ans: আলজেরিয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.