উচ্চ মাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS History Samrajjobader Biruddhe Protikria Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্নোত্তর PDF.
নিচে HS History Samrajjobader Biruddhe Protikria Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রশ্নোত্তর PDF | HS History Samrajjobader Biruddhe Protikria Question Answer PDF
১)পলাশীর যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
Ans: 1757 খ্রীঃ, বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
২)বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
Ans: 1764 খ্রীঃ, বাংলার নবাব মীরকাশিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
৩)ঔপনিবেশিক ভারতের মধ্যবিত্ত শ্রেণীর কয়েকটি পেশার নাম লেখ।
Ans: আমলা, উকিল, মোক্তার, কেরানি, মুহুরী, বেনিয়ান ইত্যাদি।
৪)কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্ত এর কথা উল্লেখ করা হয়?
Ans: বঙ্গদূত পত্রিকা, 1829 খ্রীঃ।
৫)ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে উদ্ভবের ভিত্তিতে বি.বি. মিশ্র কয়টি ভাগে বিভক্ত করেছেন এবং কি কি?
Ans: তিনটি, যথা-ভূমিজ মধ্যবিত্ত, শিল্পজ মধ্যবিত্ত ও শিক্ষিত মধ্যবিত্ত।
৬)‘দ্য মিডল ক্লাস ইন দ্য মুঘল এম্পায়ার’ গ্রন্থটি কে রচনা করেন?
Ans: ইকতিদার আলম খান।
৭)‘দ্য রাইজ অফ ইন্ডিয়ান মিডল ক্লাস’ গ্রন্থটি কে রচনা করেন?
Ans: বি.বি. মিশ্র।
৮)ব্রিটিশ সরকার কবে ভারতে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞান অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন?
Ans: 1844 খ্রীঃ।
৯)কে মধ্যবিত্তদের ‘আধুনিক ভারতের স্রষ্টা’ বলে অভিহিত করেছেন?
Ans: এ.আর.দেশাই।
১০) কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস, 1781 খ্রীঃ।
১১)কলিকাতা এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রীঃ।
১২)বারাণসীতে সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: জোনাথান ডানকান, 1792 খ্রীঃ।
১৩)কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: লর্ড ওয়েলেসলি, 1800 খ্রীঃ।
১৪)শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ড, 1800 খ্রীঃ।
১৫) শ্রীরামপুর কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড প্রমুখ ব্যাপ্টিস্ট মিশনের সদস্যরা, 1818 খ্রীঃ।
১৬) শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
Ans: শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।
১৭)জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ, 1830 খ্রীঃ।
১৮)জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনের বর্তমান নাম কি?
Ans: স্কটিশ চার্চ কলেজ।
১৯)কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: জেসুইট মিশনারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স,1860 খ্রীঃ।(বেলজিয়াম থেকে এসেছিলেন)।
২০)শিবপুর বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1820 খ্রীঃ।
২১) মাদ্রাজে খ্রিস্টান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1837 খ্রীঃ। Future Point
২২)কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল কে কবে স্থাপন করেন?
Ans: রাজা রামমোহন রায়, 1815 খ্রীঃ।
২৩)কবে এবং কাদের উদ্যোগে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
Ans: 1817 খ্রীঃ, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট প্রমুখ।
২৪)হিন্দু কলেজের নাম কবে প্রেসিডেন্সি কলেজ রাখা হয়?
Ans: 1855 খ্রীঃ।
২৫) হিন্দু কলেজের বর্তমান নাম কি?
Ans: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
২৬)হেয়ার স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: ডেভিড হেয়ার, 1817 খ্রীঃ।
২৭)হেয়ার স্কুলের পূর্ব নাম কি ছিল?
Ans: পটলডাঙ্গা একাডেমি।
২৮)কলকাতা স্কুল বুক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: ডেভিড হেয়ার, 1817 খ্রীঃ।
২৯)কলকাতা স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
Ans: ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনার জন্য।
৩০)কলকাতা স্কুল সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: ডেভিড হেয়ার, 1818 খ্রীঃ।
৩১)কলকাতা স্কুল সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
Ans: বাংলার বিভিন্ন স্থানে ইংরেজি বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে।
৩২) চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিস্রুত নীতি প্রবক্তা কে?
Ans: টমাস ব্যাবিংটন মেকলে।
৩৩) মেকলে মিনিটস কবে পেশ করা হয়?
Ans: 1835 খ্রীঃ, 2রা ফ্রেব্রুয়ারি।
৩৪) ভারতে ইংরেজি শিক্ষাকে কে এবং কবে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন?
Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, 1835 খ্রীঃ 7ই মার্চ।
৩৫)উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয়?
Ans: 1854 খ্রীঃ।
৩৬) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বা মহাসনদ কাকে বলা হয়?
Ans: 1854 খ্রীঃ, উডের ডেসপ্যাচ।
৩৭) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1857 খ্রীঃ।
৩৮) বোম্বাই বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1857 খ্রীঃ।
৩৯) মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1857 খ্রীঃ।
৪০) লাহোর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1882 খ্রী্।
৪১) এলাহাবাদ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1887 খ্রীঃ।
৪২) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি?
Ans: কলকাতা বিশ্ববিদ্যালয়। Future Point
৪৩)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
Ans: লর্ড ক্যানিং।
৪৪)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
Ans: স্যার জেমস উইলিয়াম কোলভিল।
৪৫) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
Ans: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৪৬) ভারতে উচ্চ শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশন কে এবং কবে গঠন করেন?
Ans: লর্ড রিপন, 1882 খ্রীঃ।
৪৭) কবে এবং কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি অনুদান কমিয়ে দেওয়া হয়?
Ans: 1882 খ্রীঃ হান্টার কমিশনের সুপারিশের ভিত্তিতে।
৪৮) শিক্ষাসংক্রান্ত রালে কমিশন কে কবে গঠন?
Ans: 1902 খ্রীঃ, লর্ড কার্জন।
৪৯)রালে কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখ।
Ans: সৈয়দ হোসেন বিল্বগ্রামি ও স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৫০)শিক্ষাসংক্রান্ত স্যাডলার কমিশন কে কবে গঠন করেন?
Ans: লর্ড চেমসফোর্ড, 1917 খ্রীঃ।
৫১) জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
Ans: 1823 খ্রীঃ।
৫২)জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি কে ছিলেন?
Ans: টমাস ব্যাবিংটন মেকলে।
৫৩) প্রাচ্যবাদী বা ওরিয়েন্টাললিস্ট কাদের বলা হয়?
Ans: বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে সাধারণ জনশিক্ষা কমিটির যে সকল সদস্য ভারতে প্রাচ্য রীতিতে বা ভারতীয় পদ্ধতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন, তাদের প্রাচ্যবাদী বা ওরিয়েন্টাললিস্ট বলা হয়।
৫৪) ভারতে কয়েকজন প্রাচ্যবাদী শিক্ষাবিদের নাম লেখ।
Ans: এইচ.টি.প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ।
৫৫) পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট কাদের বলা হয়?
Ans: বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে সাধারণ জনশিক্ষা কমিটির যে সকল সদস্য ভারতে পাশ্চাত্য রীতিতে বা ইউরোপীয় পদ্ধতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন, তাদের পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট বলা হয়।
৫৬)ভারতে কয়েকজন পাশ্চাত্যবাদী শিক্ষাবিদের নাম লেখ।
Ans: টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ প্রমুখ।
৫৭) ভারতে কবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বাদী বিতর্কের অবসান ঘটে?
Ans: 1835 খ্রীঃ।
৫৮)কলকাতা মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1835 খ্রীঃ, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫৯)বোম্বাই-এ এলফিনস্টোন ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1835 খ্রী্।
৬০)থমাসোন ইঞ্জিনিয়ারিং কলেজ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans: 1847 খ্রীঃ, রুরকিতে।
৬১) থিওসফিক্যাল সোসাইটি কারা এবং কবে গঠন করেন?
Ans: হেলেনা ব্লাভাটস্কি ও কর্নেল এইচ. এস. ওলকট, 1875 খ্রীঃ।
৬২)হেলেনা ব্লাভাটস্কি ও কর্নেল এইচ. এস. ওলকট কোথায় থিওসফিক্যাল সোসাইটি গঠন করেন?
Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।
৬৩)থিওসফিক্যাল সোসাইটি প্রধান কার্যালয় কবে এবং কোথায় স্থাপিত হয়?
Ans: মাদ্রাজের আদ্রিয়ারে, 1886 খ্রীঃ। Future Point
৬৪) থিওসফিক্যাল সোসাইটি গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
Ans: বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি স্থাপন করা এবং প্রাচীন হিন্দু ধর্ম ও ঐতিহ্যকে পুনর্জাগরিত করে তোলা।
৬৫)শ্রীমতি অ্যানি বেসান্ত কবে থিওসফিক্যাল সোসাইটি তে যোগদান করেন?
Ans: 1889 খ্রীঃ।
৬৬)থিওসফিক্যাল সোসাইটির মুখপাত্রের নাম কি ছিল?
Ans: থিওসফি।
৬৭)বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে কবে স্থাপন করেন?
Ans: শ্রীমতি অ্যানি বেসান্ত, 1898 খ্রীঃ।
৬৮)বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: মদনমোহন মালব্য ও শ্রীমতি অ্যানি বেসান্ত, 1916 খ্রীঃ।
৬৯)ঊনবিংশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনকে কে ‘এলিটিস্ট আন্দোলন’ বলে অভিহিত করেছেন?
Ans: ড.অনীল শীল।
৭০) ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
৭১) ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
৭২) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
৭৩) আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
৭৪) রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন?
Ans: মোগল সম্রাট দ্বিতীয় আকবর।
৭৫) রাজা রামমোহন রায় কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
Ans: 1772 খ্রীঃ 22 শে মে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে।
৭৬) রাজা রামমোহন রায় কোন কোন প্রাশ্চাত্য মনীষীর তারা প্রভাবিত হয়েছিলেন?
Ans: ফ্রান্সিস বেকন, জন লক, ভলতেয়ার, টম পেইন, আইজ্যাক নিউটন, হিউম প্রমুখ।
৭৭)‘তুহাফৎ উল-মুয়াহিদ্দিন’ বা ‘একেশ্বরবাদীদের প্রতি’ পুস্তিকাটি কে রচনা করেন?
Ans: রাজা রামমোহন রায়।
৭৮) রাজা রামমোহন রায় ‘তুহাফৎ উল-মুয়াহিদ্দিন’ গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন?
Ans: ফার্সি।
৭৯)প্রথম বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা কে করেছিলেন?
Ans: রাজা রামমোহন রায়।
৮০)রাজা রামমোহন রায় কবে ‘ঈশ’ ও ‘কেন’ উপনিষদের বাংলা অনুবাদ করেন?
Ans: 1816 খ্রীঃ।
৮১)রাজা রামমোহন রায় কবে ‘কঠ’ ও ‘মান্ডুক্য’ উপনিষদের বাংলা অনুবাদ করেন?
Ans: 1817 খ্রীঃ।
৮২)রাজা রামমোহন রায় কবে ‘মুন্ডক’ উপনিষদের বাংলা অনুবাদ করেন?
Ans: 1819 খ্রীঃ।
৮৩) আত্মীয় সভা কে কবে এবং গঠন করেন?
Ans: রাজা রামমোহন রায়, 1815 খ্রীঃ, কলকাতায়।
৮৪) আত্মীয় সভার কয়েকজন সদস্যের নাম লেখ।
Ans: দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশ।
৮৫) ব্রাহ্মসভা কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: রাজা রামমোহন রায়, 1828 খ্রীঃ।
৮৬) ব্রাহ্মসভার নাম কবে পরিবর্তিত হয়ে ব্রাহ্মসমাজ হয়?
Ans: 1830 খ্রীঃ।
৮৭) ব্রাহ্ম সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল?
Ans: একেশ্বরবাদী আদর্শ প্রচার এবং পৌত্তলিকতা ত্যাগ করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা।
৮৮) ‘সম্বাদ কৌমুদীীী’ পত্রিকা কে কবে প্রকাশ করেন?
Ans: রাজা রামমোহন রায়, 1821 খ্রীঃ।
৮৯) সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ ঘোষণা করেন?
Ans: 1829 খ্রীঃ 4ঠা ডিসেম্বর, রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৯০) ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
৯১) বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়?
Ans: রাজা রামমোহন রায়।
৯২)রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় সংবাদপত্র প্রকাশ করেছিলেন?
Ans: মিরাৎ-উল-আকবর।
৯৩)রাজা রামমোহন রায়কে কে ‘ভারত পথিক’ অভিধায় ভূষিত করেছেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
৯৪)রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর কে ব্রাহ্ম সমাজের নেতৃত্ব গ্রহণ করেন?
Ans: দেবেন্দ্রনাথ ঠাকুর।
৯৫) দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন ব্রাহ্ম সমাজ কি নামে পরিচিত?
Ans: আদি ব্রাহ্মসমাজ।
৯৬)দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ‘ব্রহ্মানন্দ’ উপাধিতে ভূষিত করেছিলেন?
Ans: কেশব চন্দ্র সেন।
৯৭) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশব চন্দ্র সেন, 1866 খ্রীঃ।
৯৮) সাধারণ ব্রাহ্ম সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু, 1878 খ্রীঃ।
৯৯) নববিধান ব্রাহ্মসমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: কেশব চন্দ্র সেন, 1880 খ্রীঃ। Future Point
১০০) কবে এবং কার উদ্যোগে তিন আইন পাশ হয়?
Ans: 1872 খ্রীঃ, কেশব চন্দ্র সেন।
১০১) তিন আইন এর বিষয়বস্তু কি?
Ans: বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধকরণ এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ করুন।
১০২) ডিরোজিও অনুগামীদের কি বলা হয়?
Ans: নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল।
১০৩) ডিরোজিও কে ছিলেন?
Ans: ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক এবং ইয়ং বেঙ্গল দলের প্রতিষ্ঠাতা।
১০৪) ডিরোজিওর সম্পূর্ণ নাম কি?
Ans: হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও।
১০৫) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন নামক বিতর্ক সভা কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
Ans: হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও, 1828 খ্রীঃ, কোলকাতার মানিকতলায়।
১০৬) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্রের নাম কি ছিল?
Ans: এথেনিয়াম।
১০৭)ডিরোজিও কর্তৃক প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখ।
Ans: পার্থেনন, ক্যালাইডোস্কোপ, হেসপেরাস, ক্যালকাটা লিটারারি গেজেট ইত্যাদি।
১০৮) ইয়ং বেঙ্গল দলের কয়েকজন সদস্যের নাম লেখ?
Ans: প্যারীচাঁদ মিত্র, কিশোরী চাঁদ মিত্র, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞন মুখোপাধ্যায় প্রমুখ।
১০৯)ইয়ংবেঙ্গল দল কর্তৃক প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখ?
Ans: জ্ঞানান্বেষণ, এনকোয়ার, বেঙ্গল স্পেক্টেটর, হিন্দু পাইওনিয়ার ইত্যাদি।
১১০)“To India-My Native Land” (ভারত বর্ষ-আমার স্বদেশের প্রতি) কবিতাটি কে রচনা করেন?
Ans: হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও।
১১১)‘ফকির অব্ জঙ্গিরা’ কবিতাটি কে রচনা করেন?
Ans: হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও।
১১২)ডিরোজিওর কবে এবং কত বছর বয়সে মৃত্যু হয়?
Ans: 1831 খ্রীঃ, মাত্র 22 বছর বয়সে।
১১৩)“যত মত তত পথ”-উক্তিটি কার?
Ans: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
১১৪)কে ‘শিব জ্ঞানে জীব সেবার’ কথা প্রচার করেন?
Ans: ঃশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
১১৫)শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ কবে বক্তৃতা দিয়েছিলেন?
Ans: 1893 খ্রীঃ।
১১৬) রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: স্বামী বিবেকানন্দ, 1897 খ্রীঃ 1লা মে।
১১৭) স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থগুলির নাম লেখ।
Ans: বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, রাজযোগ, জ্ঞানযোগ।
১১৮) আর্য সমাজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে।
১১৯) আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
Ans: বোম্বাই।
১২০) ‘সত্যার্থ প্রকাশ’ গ্রন্থটি কার লেখা?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।
১২১)‘বেদভাষা’ গ্রন্থটি কে রচনা করেন?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।
১২২) স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি?
Ans: মূল শঙ্কর।
১২৩) ভারতের শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।
১২৪)‘বৈদিক যুগে ফেরো’-স্লোগান কে দিয়েছিলেন?
Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।
১২৫)দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: লালা হংসরাজ, 1886 খ্রীঃ।
১২৬)দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কোথায় অবস্থিত?
Ans: লাহোরে।
১২৭)গুরুকুল আশ্রম কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
Ans: ঃ স্বামী শ্রদ্ধানন্দ, 1902 খ্রীঃ, হরিদ্বারে।
১২৮)প্রার্থনা সমাজ কে কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
Ans: আত্মারাম পান্ডুরঙ্গ, 1867 খ্রীঃ, মহারাষ্ট্রে।
১২৯) প্রার্থনা সমাজের কয়েকজন নেতার নাম লেখ?
Ans: মহাদেব গোবিন্দ রানাডে এবং রামকৃষ্ণ ভান্ডারকর।
১৩০)ডেকান এডুকেশন সোসাইটি বা দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: মহাদেব গোবিন্দ রানাডে, 1880 খ্রীঃ।
১৩১) পুনা সার্বজনীক সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: মহাদেব গোবিন্দ রানাডে, 1870 খ্রীঃ।
১৩২)মহারাষ্ট্রে বিধবা বিবাহ সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? Future Point
Ans: মহাদেব গোবিন্দ রানাডে, 1861 খ্রীঃ।
১৩৩)মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়?
Ans: জ্যোতিবা গোবিন্দরাও ফুলে।
১৩৪) জ্যোতিবা ফুলের স্ত্রীর নাম কি?
Ans: সাবিত্রী বাঈ।
১৩৫) ‘গুলামগিরি’ গ্রন্থটি কার লেখা?
Ans: জ্যোতিবা গোবিন্দরাও ফুলে।
১৩৬)জ্যোতিবা ফুলের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ।
Ans: ‘ব্রাহ্মণ অসাব’ (পুরোহিত তন্ত্রের স্বরূপ উন্মোচন), ‘শ্বেতকার্যচ অসুদ’ (কৃষকদের চাবুক), গুলামগিরি।
১৩৭) সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: জ্যোতিবা গোবিন্দরাও ফুলে, 1873 খ্রীঃ।
১৩৮) সত্যশোধক সমাজের মুখপাত্রের নাম কি?
Ans: দীনমিত্র।
১৩৯)‘দীনমিত্র’ ও ‘দীনবন্ধু’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: জ্যোতিবা গোবিন্দরাও ফুলে।
১৪০)দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৪১)‘বিবেকবর্ধিনী’ নামক তেলেগু পত্রিকা কে প্রকাশ করেন?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৪২)বিরসা লিঙ্গম পান্তুলু কোথায় জন্মগ্রহণ করেন?
Ans: অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি।
১৪৩)বিরসা লিঙ্গম পান্তুলু সম্পাদিত কয়েকটি পত্রিকার নাম লেখ।
Ans: বিবেকবর্ধিনী, চিন্তামণি, সতীহিতবাদিনী, সত্যবাদী।
১৪৪)‘ব্রহ্মবিবাহম’ নাটকটি কে রচনা করেন?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৪৫)রাজামুন্দ্রি সমাজ সংস্কার সমিতি কে প্রতিষ্ঠা করেন?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৪৬)‘সত্যরাজাচার্য পূর্বদেশ যাত্রালু’ নামক ব্যঙ্গাত্মক নাটকটি কে রচনা করেন?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৪৭) দক্ষিণ ভারতে বিধবা বিবাহ সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু, 1871 খ্রীঃ।
১৪৮)ভারতের প্রথম বিধবা বিবাহ কবে কোথায় অনুষ্ঠিত হয়?
Ans: 1881 খ্রীঃ, অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রীতে।
১৪৯)অন্ধ্রপ্রদেশে রাজামুন্দ্রীতে কার উদ্যোগে ভারতের প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়েছিল?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৫০)বিরসা লিঙ্গম পান্তুলু কোন কোন স্থানে বিধবা শ্রম প্রতিষ্ঠা করেন?
Ans: মহীশূর (1907 খ্রীঃ) ব্যাঙ্গালোর (1910 খ্রীঃ)।
১৫১)বিরসা লিঙ্গম পান্তুলুকে কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ বলে অভিহিত করেছেন?
Ans: মহাদেব গোবিন্দ রানাডে।
১৫২)বিরসা লিঙ্গম পান্তুলু কোন কোন স্থানে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
Ans: দোয়ালেশ্বর (1874 খ্রীঃ) ও রাজামুন্দ্রী (1884 খ্রীঃ)।
১৫৩)রাজামুন্দ্রীতে হিতকারিণী বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু, 1908 খ্রীঃ।
১৫৪) আধুনিক অন্ধ্রের জনক কাকে বলা হয়?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৫৫) আধুনিক অন্ধের অগ্রদূত কাকে বলা হয়?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলু।
১৫৬) অন্ধ্র নবজাগরণের জনক কাকে বলা হয়?
Ans: বিরসা লিঙ্গম পান্তুলুু।
১৫৭)বিরসা লিঙ্গম পান্তুলু সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন?
Ans: কুনবি।
১৫৭)কবে এবং কার উদ্যোগে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সম্মেলন আহ্বান করা হয়?
Ans: 1887 খ্রীঃ, মহাদেব গোবিন্দ রানাডে।
১৫৮)পুণার ফার্গুসন কলেজ কে কবে প্রতিষ্ঠা করে?
Ans: 1885 খ্রীঃ, মহাদেব গোবিন্দ রানাডে।।
১৫৯)সাংলির উইলিংডন কলেজ কে কবে প্রতিষ্ঠা করে?
Ans: 1919 খ্রীঃ, মহাদেব গোবিন্দ রানাডে।।
১৬০) ভাইকম সত্যাগ্রহের নেতা কে ছিলেন?
Ans: শ্রী নারায়ণ গুরু।
১৬১)শ্রী নারায়ণ গুরু কোন সম্প্রদায় জন্মগ্রহণ করেন?
Ans: এজহারা। Future Point
১৬২)শ্রী নারায়ণ গুরুর আদর্শ কি ছিল?
Ans: এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর।
১৬৩)‘শ্রীনারায়ন ধর্ম পরিপালন যোগম’ নামক সংগঠন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: শ্রী নারায়ণ গুরু, 1904 খ্রীঃ।
১৬৪)ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কে কবে শুরু করেন?
Ans: শ্রী নারায়ণ গুরু, 1924 খ্রীঃ।
১৬৫)কেরালাকে ‘ভারতের উন্মাদ আশ্রম’ বলে কে অভিহিত করেছেন?
Ans: স্বামী বিবেকানন্দ।
১৬৬)গুরুকুল আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী শ্রদ্ধানন্দের আসল নাম কি?
Ans: লালা মুনশীরাম।
১৬৭) জ্যোতিবা ফুলে কবে মহাত্মা উপাধিতে ভূষিত হন?
Ans: 1888 খ্রীঃ।
১৬৮) আলীগড় আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান, চিরাগ আলী, আলতাব হোসেন আলী, নাজির আহম্মদ, খুদা বক্স, শিবলি নোমানি।
১৬৯) আলীগড় আন্দোলন কে শুরু করেছিলেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৭০)স্যার সৈয়দ আহমেদ খান কবে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
Ans: 1863 খ্রীঃ।
১৭১) সায়েন্টিফিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান, 1864 খ্রীঃ।
১৭২)‘তাহজিব-আল-আফলাখ’ উর্দু পত্রিকাটি কে প্রকাশ করেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৭৩)‘কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অব লার্নিং অ্যামং দি মহামেডানস্ অফ ইন্ডিয়া’ নামক সংস্থা কে প্রতিষ্ঠা করেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৭৪) আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান, 1875 খ্রীঃ।
১৭৫)আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?
Ans: 1920 খ্রীঃ।
১৭৬)আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Ans: স্যার থিয়োডর বেক।
১৭৭) ‘ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ নামক সংস্থা কে কবে স্থাপন করেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান, 1886 খ্রীঃ।
১৭৮) ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন কে কবে এবং কোথায় স্থাপন করেন?
Ans: থিওডোর বেক, 1888 খ্রীঃ, আলিগড়ে।
১৭৯)‘মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অব্ আপার ইন্ডিয়া’ নামক সংস্থা কে কবে গঠন করেন?
Ans: থিওডোর বেক, 1893 খ্রীঃ।
১৮০)আলীগড় ইনস্টিটিউট গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: থিওডোর বেক।
১৮১) ভারতে দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৮২)কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ‘বাঙালি বাবু দের স্বার্থে পরিচালিত একটি হিন্দু সংগঠন’ বলে অভিহিত করেছেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৮৩) কে ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলনকে ‘অস্ত্রবিহীন গৃহযুদ্ধ’ বলে অভিহিত করেছেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৮৪)“হিন্দু-মুসলিম এক জাতি, একই জননীর দুই সন্তান”-উক্তিটি কার?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৮৫) কে ভারতে হিন্দু মুসলিম সম্প্রদায়কে “ভারত মাতার দুটি চক্ষু” বলে অভিহিত করেছেন?
Ans: স্যার সৈয়দ আহমেদ খান।
১৮৬) মুসলিম লীগ কে কবে গঠন করেন?
Ans: ঢাকার নবাব সলিমুল্লাহ, 1906 খ্রীঃ।
১৮৭)“হিন্দু সমাজের মঙ্গল সাধনের জন্য রাজা রামমোহন রায় যা করেছিলেন, মুসলিম সমাজের মঙ্গলের জন্য স্যার সৈয়দ আহমদ ও অনুরূপ ভূমিকা পালন করেন”-উক্তিটি কার?
Ans: ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার।
১৮৮)1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় স্যার সৈয়দ আহমেদ খান কোন স্থানের সদর আমিন পদে নিযুক্ত ছিলেন?
Ans: বিজনোর। Future Point
১৮৯) কয়েকজন শিখ সমাজ সংস্কারকের নাম লেখ।
Ans: সর্দার ঠাকুর সিংহ, বাবা শ্রীখেম সিংহ বেদী, বিক্রম সিংহ, গুরুমুখ সিংহ, বাবা দয়াল সিংহ, দরবারা সিংহ প্রমুখ।
১৯০)‘শ্রীগুরু সিংহসভা’ কারা, কবে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?
Ans: সর্দার ঠাকুর সিংহ, বাবাশ্রীখেম সিংহ বেদী, বিক্রম সিংহ, 1873 খ্রীঃ, পাঞ্জাবের অমৃতসরে।
১৯১)‘লাহোর সিংহসভা’ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: অধ্যাপক গুরুমুখ সিংহ, 1879 খ্রীঃ।
১৯২) অমৃতসরে খালসা কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1892 খ্রীঃ।
১৯৩)অমৃতসরে খালসা দিওয়ান কবে এবং কেন স্থাপিত হয়?
Ans: 1883 খ্রীঃ, বিভিন্ন সিংহসভার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
১৯৪)নিরাকারী আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল?
Ans: পাঞ্জাব।
১৯৫) নিরাকারী আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
Ans: বাবা দয়াল সিংহ ও তার পুত্র দরবারা সিংহ।
১৯৬)পাঞ্জাবে নামধারী আন্দোলনের সূচনা কে করেছিলেন?
Ans: বাবা রাম সিংহ।
১৯৭) পাঞ্জাবে নামধারী আন্দোলনের প্রবক্তা বাবা রাম সিংহের গুরুর নাম কি?
Ans: বালক সিংহ।
১৯৮) অকালি আন্দোলন কবে কোথায় শুরু হয়েছিল?
Ans: 1920 খ্রীঃ, পাঞ্জাবে।
১৯৯)অকালি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
Ans: শিখদের ধর্মীয় কেন্দ্র গুরুদ্বারগুলিকে দুর্নীতি মুক্ত করে সেখানে প্রকৃত ধর্মীয় পরিবেশ প্রতিষ্ঠা করা।
২০০)শিখ গুরদ্বার আইন কবে প্রবর্তিত হয়?
Ans: 1925 খ্রীঃ।
২০১) কয়েকজন পার্সি সমাজ সংস্কারকের নাম লেখ।
Ans: নওরোজি ফার্দুনজি, দাদাভাই নওরোজি, এস.এস. বেঙ্গলি, বেহরামজি মেরওয়ানজি মালাবারি।
২০২)বিবাহ সম্মতি আইন কবে এবং কার উদ্যোগে পাস হয়?
Ans: 1891 খ্রীঃ, বেহরামজি মেরওয়ানজি মালাবারির উদ্যোগে।
২০৩)1891 খ্রিস্টাব্দের বিবাহ সম্মতি আইনের প্রধান বিষয়বস্তু কি ছিল?
Ans: 12 বছরের নিচে কন্যার বিবাহ আইন সিদ্ধ হবে না।
২০৪) মহারাষ্ট্রে ‘রেহনুমাই মাজদায়াসন সভা’ বা ‘ধর্ম সংস্কার সভা’ কারা প্রতিষ্ঠা করেন?
Ans: নওরোজি ফার্দুনজি, দাদাভাই নওরোজি, এস.এস. বেঙ্গল প্রমুখ।
২০৫) গঙ্গাসাগরের সন্তান বিসর্জন কবে নিষিদ্ধ হয়?
Ans: 1795 খ্রীঃ।
২০৬)রাজপুত, জাঠ ও মেওয়াট জাতিগোষ্ঠীর মধ্যে শিশু কন্যা হত্যা কবে নিষিদ্ধ হয়?
Ans: 1802 খ্রীঃ।
২০৭)সতীদাহ প্রথা কবে এবং কোন আইনের দ্বারা নিষিদ্ধ ঘোষিত হয়?
Ans: 1829 খ্রীঃ 4ঠা ডিসেম্বর, সপ্তদশ রেগুলেশন আইন দ্বারা।
২০৮) বিধবা বিবাহ আইন কে কবে পাস করেন?
Ans: 1856 খ্রীঃ, লর্ড ডালহৌসি।
২০৯) উড়িষ্যার খোন্দ উপজাতিদের মধ্যে প্রচলিত নরবলি প্রথার উপর কে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেন? Future Point
Ans: লর্ড হার্ডিঞ্জ।
২১০) ভারতে কবে নরবলি প্রথা অবসান ঘটে?
Ans: 1854 খ্রীঃ।
২১১) ভারতে কে এবং দাস প্রথার অবসান ঘটান?
Ans: 1843 খ্রীঃ, লর্ড অকল্যান্ড।
২২১)উপনিবেশিক ভারতে গুজরাটের ভূমি রাজস্ব আদায়কারীগণকে কি বলা হত?
Ans: পতিদার।
২২২)গুজরাটে কোন সম্প্রদায়ের মানুষেরা প্রতি দায়িত্ব পালন করত?
Ans: কুনবি।
২২৩) গুজরাটের পতিদাররা কোন উপাধি গ্রহণ করত?
Ans: প্যাটেল।
২২৪)‘প্যাটেল’ শব্দের অর্থ কি?
Ans: গ্রাম প্রধান।
২২৫) দাক্ষিণাত্যের সুদখোর মহাজনদের কি বলা হত?
Ans: সাউকার।
২২৬)দাক্ষিণাত্য বিদ্রোহ বা সাউকার বিরোধী দাঙ্গা কবে সংঘটিত হয়েছিল?
Ans: 1875 খ্রীঃ।
২২৭)ভারতে হোমরুল আন্দোলনের দুজন নেতা ও নেত্রীর নাম লেখ?
Ans: বালগঙ্গাধর তিলক ও শ্রীমতি অ্যানি বেসান্ত।
২২৮)ভারতের প্রথম শ্রমিক সংগঠন বা লেবার ইউনিয়নের নাম কি?
Ans: মাদ্রাজ লেবার ইউনিয়ন।
২২৯)মাদ্রাজ লেবার ইউনিয়ন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: বি.পি.ওয়াদিয়া, 1918 খ্রীঃ।
২৩০)আমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: মহাত্মা গান্ধী, 1920 খ্রীঃ।
২৩১)নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা All India Trade Union Congress (AITUC) কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1920 খ্রীঃ।
২৩২)নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন?
Ans: লালা লাজপত রায়।
২৩৩)নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বা AITUC এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans: বোম্বাই।
২৩৪)নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বা AITUC এর প্রথম সম্মেলনে মোট কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন?
Ans: 806 জন।
২৩৫)ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: দেওয়ান চমনলাল ও ভি.ভি.গিরি, 1929 খ্রীঃ।
২৩৬)রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস কারা কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1931 খ্রীঃ, বামপন্থীরা।
২৩৭)কংগ্রেস সোস্যালিস্ট পার্টি কারা কবে প্রতিষ্ঠা করেন?
Ans: জয়প্রকাশ নারায়ন ও আচার্য নরেন্দ্র দেব, 1934 খ্রীঃ।
২৩৮)কবে এবং কোথায় আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
Ans: 1925 খ্রীঃ, কানপুরে।
২৩৯) ভারতের কমিউনিস্ট পার্টির কয়েকজন নেতার নাম লেখ?
Ans: মোজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, পি.সি.যোশী, হেমন্ত কুমার সরকার, কাজী নজরুল ইসলাম প্রমুখ।
২৪০) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি বা শ্রমিক ও কৃষক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1925 খ্রীঃ।
২৪১)ভারতের কয়েকটি কমিউনিস্ট পত্রিকার নাম লেখ।
Ans: গণবাণী, শ্রমিক, সোশালিস্ট, লেবার কিষান গেজেট, ক্রান্তি, কীর্তি, মজদুর-কিষাণ, মেহনতাকাশ ইত্যাদি।
২৪২)“গণবাণী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: মোজাফফর আহমেদ।
২৪৩)“শ্রমিক” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: সন্তোষকুমারী গুপ্তা।
২৪৪)“সোশ্যালিস্ট” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: শ্রীপাদ অমৃত ডাঙ্গেে।
২৪৫)“লেবার কিষাণ গেজেট” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার।
২৪৬)“লাঙল” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: কাজী নজরুল ইসলাম।
২৪৭) গিরনি কামগার ইউনিয়ন কারা কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1928 খ্রীঃ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মিরজাকর, জোগলকর প্রমুখ।
২৪৮) সাইমন কমিশন কবে ভারতে এসেছিল?
Ans: 1928 খ্রীঃ 3রা ফেব্রুয়ারি।
২৪৯) সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল?
Ans: 1927 খ্রীঃ
২৫০) হুইটলি কমিশন কবে এবং কেন গঠিত হয়?
Ans: 1929 খ্রীঃ, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য।
২৫১)কোন ভাইসরয়ের সময়ে এবং কবে জন নিরাপত্তা বিল পাস হয়?
Ans: লর্ড আরউইন, 1928 খ্রীঃ।
২৫২)কোন ভাইসরয়ের সময়ে এবং কবে শিল্প বিরোধ বিল পাস হয়?
Ans: লর্ড আরউইন, 1929 খ্রীঃ।
২৫৩)1928 খ্রীঃ জননিরাপত্তা বিল পাসের উদ্দেশ্য কি ছিল?
Ans: কমিউনিস্টদের দমন করা।
২৫৪)1928 খ্রীঃ শিল্প বিরোধ বিল পাসের উদ্দেশ্য কি ছিল?
Ans: শ্রমিক ধর্মঘট বেআইনি ঘোষণা করা হয়।
২৫৫) মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল?
Ans: 1929 খ্রীঃ।
২৫৬)মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজন নেতার নাম লেখ।
Ans: মোজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, পি.সি.যোশী, মিরজাকর, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গোস্বামী প্রমুখ।
২৫৭) মিরাট ষড়যন্ত্র মামলায় মোট কতজন কমিউনিস্ট নেতা অভিযুক্ত ছিলেন?
Ans: 33 জন।
২৫৮)মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি নেতার নাম লেখ।
Ans: বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।
২৫৯) ব্রিটিশ সরকার কবে ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেন?
Ans: 1934 খ্রীঃ।
২৬০) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে কবে পাস করেন?
Ans: লর্ড নর্থব্রুক,1876 খ্রিস্টাব্দে।
২৬১) অস্ত্র আইন কে কবে পাস করেন?
Ans: লর্ড লিটন, 1878 খ্রীঃ।
২৬২) দেশীয় সংবাদপত্র আইন মাতৃভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে কবে পাস করেন
Ans: লর্ড লিটন, 1878 খ্রীঃ।
২৬৩)ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন?
Ans: আচার্য জগদীশচন্দ্র বসু।
২৬৪) কোয়ান্টাম তত্ত্বের গবেষণা ও বোসন কণা আবিষ্কারের সঙ্গে কোন ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িত?
Ans: সত্যেন্দ্রনাথ বসু।
২৬৫) কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেছিলেন?
Ans: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
২৬৬) সাহা সমীকরণ কে প্রকাশ করেন?
Ans: মেঘনাথ সাহা।
২৬৭)“History of Bengal" গ্রন্থটি কে রচনা করেন?
Ans: যদুনাথ সরকার।
২৬৮)ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণকে কে “তথাকথিত নবজাগরণ” বলে অভিহিত করেছেন?
Ans: সেন্সাস কমিশনার অশোক মিত্র।
২৬৯)ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণকে কে “এলিটিস্ট আন্দোলন” বলে অ
অভিহিত করেছেন?
Ans: অনিল শীল।
২৭০)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে কোথায় জন্মগ্রহণ করেন?
Ans: 1820 খ্রীঃ 26শে সেপ্টেম্বর, অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রামে ।
২৭২)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন?
Ans: 1851 খ্রীঃ।
২৭৩)“সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা” এবং “ব্যাকরণ কৌমুদী” গ্রন্থ দুটি কে রচনা করেন?
Ans: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৭৪)কলকাতায় হিন্দু ফিমেল স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1849 খ্রীঃ, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর সহযোগিতায় ড্রিঙ্ক ওয়াটার বেথুন।
২৭৫)কলকাতায় হিন্দু ফিমেল স্কুলের বর্তমান নাম কি?
Ans: বেথুন স্কুল।
২৭৬)মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1872 খ্রীঃ, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৭৭) মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি?
Ans: বিদ্যাসাগর কলেজ।
২৭৮)পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখ।
Ans: বর্ণপরিচয়, কথামালা, বোধোদয়, নীতিবোধ, শকুন্তলা, সীতার বনবাস।
২৭৯)পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে “বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী" বলে অভিহিত করেছেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।
২৮০) সর্বশুভকরী সভা কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: 1850 খ্রীঃ, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৮১) সর্বশুভকরী সভার মুখপত্রের নাম কি ছিল?
Ans: সর্বশুভকরী পত্রিকা।
২৮২) পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকায় “বাল্যবিবাহের দোষ” শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছিলেন?
Ans: সর্বশুভকরী পত্রিকা।
২৮৩) বিধবা বিবাহ আইন কে কবে পাস করেন?
Ans: 1856 খ্রীঃ 26শে জুলাই, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে লর্ড ডালহৌসি।
২৮৪) বাংলায় প্রথম বিধবা বিবাহ কবে অনুষ্ঠিত হয়? এই অনুষ্ঠানের পাত্র-পাত্রী কারা ছিলেন?
Ans: 1856 খ্রীঃ, 7ই ডিসেম্বর। পাত্রের নাম-শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রীর নাম-কালীমতী দেবী।
২৮৫)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পুত্রের সঙ্গে এক বিধবা পাত্রীর বিবাহ দেন?
Ans: নারায়ন চন্দ্র।
২৮৬) হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড কে কবে এবং কেন স্থাপন করেন?
Ans: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1872 খ্রীঃ, দরিদ্র বিধবাদের সাহায্য করার উদ্দেশ্যে।
২৮৭)রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ‘পুরুষসিংহ’ নামে অভিহিত করেছেন?
Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৮৮) ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা কাকে বলা হয়?
Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২৮৯)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কে “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী” বলে অভিহিত করেছেন?
Ans: অমলেশ ত্রিপাঠী।
২৯০) ভারতে জনস্বাস্থ্য ও ব্যাধি সংক্রান্ত আইন কবে প্রণয়ন করা হয়?
Ans: 1864 খ্রীঃ।
২৯১)ভারতীয় মজুরি আইন কবে পাস হয়?
Ans: 1936 খ্রীঃ।
২৯২) ভারতে অস্পৃশ্যতার বিরুদ্ধে হরিজন আন্দোলন ও হরিজন সংঘ কে গঠন করেন?
Ans: মহত্মা গান্ধী।
২৯৩) বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন?
Ans: হরিচাঁদ ঠাকুর।
২৯৪) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ?
Ans: হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর, যোগেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ।
২৯৫) সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: বি. আর. আম্বেদকর, 1930 খ্রীঃ।
২৯৬) কোন হিন্দু শাস্ত্র-গ্রন্থ ডঃ বি. আর. আম্বেদকর প্রকাশ্যে পুড়িয়ে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেছিলেন?
Ans: মনুস্মৃতি।
২৯৭)সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?
Ans: 1932 খ্রীঃ, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড।
২৯৮) পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Ans: 1932 খ্রীঃ, 24শে সেপ্টেম্বর, মহাত্মা গান্ধী ও ।
২৯৯) “সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন" কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: বি. আর. আম্বেদকর, 1942 খ্রীঃ।
৩০০)জাস্টিস পার্টি কারা কবে গঠন করেন?
Ans: সি.এন.মুদালিয়র ও টি.এম.নায়ার, 1917 খ্রীঃ।
৩০১)কবে ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যে ক্রীতদাস প্রথার অবসান ঘটে?
Ans: 1833 খ্রীঃ।
৩০২) ব্রিটিশরা সর্বপ্রথম কবে ভারতীয় শ্রমিকদের বিদেশে প্রেরণ করেছিলো?
Ans: 1829 খ্রীঃ।
৩০৩)ব্রিটিশরা সর্বপ্রথম কোন দেশে ভারতীয় শ্রমিকদের প্রেরণ করেছিল?
Ans: মরিসাস।
৩০৪)কোন জাহাজে করে চিনা শ্রমিকদের ত্রিনিদাদে পাঠানো হয়েছিল?
Ans: ফরটিচিউট।
৩০৫)শ্রমিকদের কল্যাণ সাধন ও মৃত্যুর ঘটনা রোধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কবে এবং কোন আইন পাস করে?
Ans: 1856 খ্রীঃ, Act. No.XIX of 1856.
৩০৬)কোন ইউরোপীয় বণিকরা সর্বপ্রথম ভারতে এসেছিল?
Ans: পর্তুগিজ।
৩০৭)ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়?
Ans: আমলাতন্ত্রকে।
৩০৮)বাংলায় কাদের উদ্যোগে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের প্রচলন ঘটে?
Ans: শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশনের মিশনারিদের উদ্যোগে।
৩০৯) ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি?
Ans: বেঙ্গল গেজেট।
৩১০) বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: জেমস অগাস্টাস হিকি।
৩১১) ভারতের প্রথম বাংলা ভাষায় সংবাদপত্রের নাম কি?
Ans: সমাচার দর্পণ।
৩২১)সমাচার দর্পণ সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Ans: জে.সি. মার্শম্যান।
৩২২)কোন আইন অনুসারে ব্রিটিশ সরকার ভারতীয়দের জন শিক্ষার জন্য প্রতিবছর এক লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত ঘোষণা করেন?
Ans: 1813 খ্রীঃ সনদ আইন।
৩২৩) মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
Ans: 1858 খ্রীঃ, 1লা নভেম্বর।
৩২৪) মাদ্রাজ মহাজন' সভা কবে প্রতিষ্ঠিত হয়?
Ans: 1884 খ্রীঃ।
৩২৫)“Birth of Pakistan” গ্রন্থটি কে রচনা করেন?
Ans: সচীন সেন।
৩২৬) চীনে সর্বপ্রথম কবে তুং ওয়েন কুয়ান বা বিদেশী ভাষা শিক্ষার কলেজ স্থাপিত হয়?
Ans: 1862 খ্রীঃ।
৩২৭)ঊনবিংশ শতকের চীনে কারা সংস্কার আন্দোলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন?
Ans: বৃটেনের আলেকজান্ডার উইলিয়ামসন ও টি.রিচার্ড, আমেরিকার ইয়াং জে.অ্যালেন ও এ.পি.মার্টিন প্রমুখ খ্রিস্টান মিশনারীরা।
৩২৮)“The Nineteenth Century:A History” গ্রন্থটি কে রচনা করেন?
Ans: ম্যাক কেনজি।
৩২৯)চীনের 1898 খ্রিস্টাব্দে সংস্কার আন্দোলনে কে নেতৃত্ব দেন?
Ans: কাং-ইউ-ওয়ে এবং লিয়াং-চি-চাও।
৩৩০) চীনে কবে এবং কার নেতৃত্বে “শতদিবসের সংস্কার” কর্মসূচি ঘোষিত হয়?
Ans: কাং-ইউ-ওয়ে, 1898 খ্রীঃ।
৩৩১) চীনের কোন সম্রাট শতদিবসের সংস্কার” কর্মসূচি ঘোষণা করেন?
Ans: সম্রাট কোয়াংসু।
৩৩২)1916 খ্রিষ্টাব্দের কে পিকিং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন?
Ans: সাই উয়ান-পেই।
৩৩৩)“নব্য তারুণ্য” নামক চৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans: চেন-তু-শিউ।
৩৩৪)ঊনবিংশ শতকে চীনের সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কয়েকটি পত্রিকার নাম লেখ।
Ans: নব্য তারুণ্য, জাগরণ, জ্ঞানের আলো, নতুন জোয়ার ইত্যাদি।
৩৩৫)ঊনবিংশ শতকে চীনের সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত দুটি সংগঠনের নাম লেখ।
Ans: নতুন গণ অধ্যয়ন সমিতি ও জাগরণ সমিতি।
৩৩৬)চীনের নতুন গণ অধ্যয়ন সমিতি কে কোথায় গঠন করেন?
Ans: মাও সে-তুং, চীনের হুনান প্রদেশে।
৩৩৭)চীনের জাগরণ সমিতি কে কোথায় প্রতিষ্ঠা করেন?
Ans: চৌ-এন-লাই, টিয়েন সিন নামক স্থানে।
৩৩৮)4ঠা মে আন্দোলন কবে কোথায় সংঘটিত হয়েছিল?
Ans: 1919 খ্রীঃ, 4ঠা মে, চীনে।
৩৩৯) 1911 খ্রীঃ বিপ্লবের সময় চীনের রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: সান ইয়াৎ-সেন।
৩৪০)কুয়োমিনতাং দল কে গঠন করেন?
Ans: সান ইয়াৎ-সেন।
৩৪১) ইউয়ান-সি-কাই কে ছিলেন?
Ans: ইউয়ান-সি-কাই ছিলেন চীনের একজন সমরনায়ক, যিনি সান ইয়াৎ-সেনের পদত্যাগের পর চীনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
৩৪২)চীনে কে কবে এবং কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
Ans: সান ইয়াৎ-সেন, 1913 খ্রীঃ, ইউয়ান-সি-কাই এর সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে।
৩৪৩) কোন দেশ চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল?
Ans: জাপান।
৩৪৪)জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেছিল?
Ans: 1915 খ্রীঃ 18ই জানুয়ারি।
৩৪৫)জাপ বিরোধী কমরেডদের জাতীয় সমিতি চীনের কোন শহরে গড়ে উঠেছিল?
Ans: চীনের সাংহাই শহরে।
৩৪৬)4ঠা মে আন্দোলনের সময় চীনের কোন সংগঠন জাপানি পণ্য বয়কটের সিদ্ধান্ত নেয়?
Ans: জাপ বিরোধী কমরেডদের জাতীয় সমিতি।
৩৪৭) প্যারিস শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Ans: 1919 খ্রীঃ।
৩৪৮) কবে এবং কার নেতৃত্বে চীনের ছাত্রছাত্রীরা তিয়েন-আন-মেন স্কোয়ার এ সমবেত হয়েছিল?
Ans: 1919 খ্রীঃ 4ঠা মে, পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন-তু-শিউ এর নেতৃত্বে।
৩৪৯)চীনের 4ঠা মে আন্দোলন কোন স্থান থেকে শুরু হয়েছিল?
Ans: তিয়েন-আন-মেন স্কোয়ার ।
৩৫০)তিয়েন-আন-মেন স্কোয়ার কোথায় অবস্থিত?
Ans: চীনের পিকিং শহরে।
৩৫১)চীনের 4ঠা মে আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
Ans: চেন-তু-শিউ।
৩৫২)চীনের 4ঠা মে আন্দোলনের প্রধান স্লোগান কি ছিল?
Ans: জিউগুয়ো।
৩৫৩)“জিউগুয়ো” শ্লোগানের অর্থ কি?
Ans: দেশ বাঁচাও ।
Please do not share any spam link in the comment box