উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | HS History Question Answer 2024

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2024 PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS History Question Answer 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2024 PDF.

নিচে HS History Question Answer 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | HS History Question Answer 2024

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | HS History Question Answer 2024


১) মুক্তদ্বার নীতিকে "অদৃশ্য সম্রাজ্যবাদ" কে বলেছেন?


Ans: জহরলাল নেহেরু।


২) বিদেরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কারা পরাজিত হয়?


Ans: 1759 খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ওলন্দাজদের। ওলন্দাজরা পরাজিত হয়।


৩) আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: 1815 খ্রিস্টাব্দে, রাজা রামমোহন রায়।


৪) পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1932 খ্রিস্টাব্দে, মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর।


৫) মুসলিম লীগ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1906 খ্রিস্টাব্দে, ঢাকায়।


৬) মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?


Ans: তৃতীয় আগা খান।


৭) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ।


Ans: স্যার পেথিক লরেন্স, এ.,ভি .আলেকজান্ডার, স্যার স্টাফোর্ড ক্রিপস।


৮) NATO এর সম্পূর্ণ রূপ কি?


Ans: North Atlantic Treaty Organisation.


৯) পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার কটি কক্ষ ও কি কি?


Ans: দ্বিকক্ষ। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম জাতীয় পরিষদ।


 ১০) "একাত্তরের ডায়েরী" কি ধরনের গ্রন্থ?


Ans: স্মৃতিকথা।


১২)দোবাম অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?


Ans: থাকিন নু।


১২) ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1753 খ্রিস্টাব্দে।


১৩) কোন শব্দ থেকে ‘উপনিবেশ’ শব্দ সৃষ্টি হয়েছে?


Ans: কলোনিয়া।


১৪) নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: আমেরিগো ভেসপুচি।


১৫) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন?


Ans: সুরাট।


১৬) স্বত্ববিলোপ নীতি কে প্রয়োগ করেন?


Ans: লর্ড ডালহৌসি।


১৭) টিয়েনসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1858 খ্রিস্টাব্দে।


১৮) বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন?


Ans: চার্লস উড।


১৯) ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেছিলেন?


Ans: নারায়ণ গুরু।


২০) শিশু ও জনশিক্ষা প্রচারের উদ্দেশ্যে "কথামালা" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


২১) রাওলাট কমিশনের অপর নাম কি?


Ans: সিডিশন কমিশন।


২২) ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কে কার্যকর করেন?


Ans: জন লরেন্স।


২৩) কোথায় প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল?


Ans: বোম্বাই এর তলোয়ার জাহাজে।


২৪)তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে গড়ে উঠেছিল?


Ans: সতীশচন্দ্র সামন্ত।


২৫) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?


Ans: দিল্লি।


২৬) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?


Ans: ড: সুকর্ণ।


২৭) ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: ওয়াল্টার লিপম্যান।


২৮) সুয়েজ খাল কে জাতীয়করণ করেন?


Ans: মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের।


২৯) রাশিয়া কোথায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল?


Ans: কিউবা।


৩০) উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইরাক।


৩১)‘এক জাতি, এক ধর্ম ও এক ঈশ্বর’-এই আদর্শ কে প্রচার করেন?


Ans: শ্রীনারায়ণ গুরু।


৩২)ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কবে এজেন্সি প্রথা প্রবর্তন করেছিল?


Ans: 1753 খ্রীঃ।


৩৩)কোন চুক্তির মাধ্যমে চীনের উপর কঠোর নীতি চাপিয়ে দেওয়া হয়?


Ans: বক্সার প্রটোকল।


৩৪) পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা কে ছিলেন?


Ans: ডুপ্লে।


৩৫)‘History from below’ ধারণার প্রবর্তক কে?


Ans: ক্রিস্টোফার হিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.