HS History Book PDF | উচ্চ মাধ্যমিক ইতিহাস বই

HS History Book PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক ইতিহাস বই PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি HS History Book PDF.

নিচে উচ্চ মাধ্যমিক ইতিহাস বই PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। HS History Book PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

HS History Book PDF | উচ্চ মাধ্যমিক ইতিহাস বই

HS History Book PDF | উচ্চ মাধ্যমিক ইতিহাস বই


১) "ইতিহাস হল ইতিহাসবিদদের অভিজ্ঞতা" এ কথা কে বলেছেন?


Ans: মার্ক ব্লক।


২) ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত?


Ans: ওয়াশিংটন।


৩) সেনাপতি পেরি কোথায় আগমন করেন?


Ans: জাপান।


৪) "হোয়াইট মেনস বার্ডেন" কবিতাটি রচনা করেন?


Ans: জুলে ফেরি।


৫) সর্বশেষ চার্টার অ্যাক্ট কবে পাস হয়েছিল?


Ans: 1853 খ্রিস্টাব্দে।


৬) ভাইয়াচারী বন্দোবস্ত কোথায় চালু ছিল?


Ans: পাঞ্জাব।


৭) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: জ্যোতিবা ফুলে।


৮) নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: কেশব চন্দ্র সেন।


৯) ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কে শুরু করেন?


Ans: নারায়ণ গুরু।


১০) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?


Ans: লর্ড উইলিংডন।


১১) উকিল নেহি' দলিল নেহি' আপিল নেহি-গান্ধীজীর উক্তিটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে?


Ans: রাওলাট আইন।


১২) মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: 1906 খ্রিস্টাব্দে,ঢাকার নবাব সলিমুল্লাহ।


১৩) মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইন কবে পাস হয়?


Ans: 1919 খ্রিস্টাব্দে।


১৪) পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1932 খ্রিস্টাব্দে মহাত্মা ও বি আর আম্বেদকর গান্ধী।


১৫)AITUC কে কবে গঠন করেন?


Ans: 1920 খ্রিস্টাব্দে, নারায়ন মালোহার যোশী।


১৬) পাকিস্তান প্রস্তাব প্রথম কে উত্থাপন করেন?


Ans: আবুল কাশেম ফজলুল হক।


১৭) পি.এন. ঠকুর ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন?


Ans: রাসবিহারী বসু।


১৮) "এশিয়া এশিয়াবাসীদের জন্য" স্লোগান কোন দেশ দিয়েছিল?


Ans: জাপান।


১৯) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?


Ans: দিল্লি।


২০) কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন?


Ans: জন. এফ. কেনেডি।


২১)জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: বেলগ্রেড।


২২) উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?


Ans: ইংল্যান্ড।


২৩) হ্যারি ট্রুম্যান কে ছিলেন?


Ans: মার্কিন রাষ্ট্রপতি।


২৪) জোসেফ স্ট্যালিন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?


Ans: সোভিয়েত রাশিয়া।


২৫) ম্যাক্সিম লিটভিনড কে ছিলেন?


Ans: সোভিয়েত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।


২৬) ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?


Ans: কিউবা।


২৭) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কে প্রস্তুত করেন?


Ans: প্রশান্তচন্দ্র মহালানবিশ।


২৮) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন?


Ans: ইয়াহিয়া খান।


২৯) স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল?


Ans: ফ্রান্সের।


৩০) সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত?


Ans: কাঠমান্ডু।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.