অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ প্রশ্নোত্তর PDF | HS History Atit Saran Question Answer PDF

উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS History Atit Saran Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ প্রশ্নোত্তর PDF.

নিচে HS History Atit Saran Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ প্রশ্নোত্তর PDF | HS History Atit Saran Question Answer PDF

উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ প্রশ্নোত্তর PDF | HS History Atit Saran Question Answer PDF


১)জনশ্রুতি কাকে বলে?


Ans: যাচাই করা যথার্থ ঐতিহাসিক তথ্য ও সন-তারিখের ভিত্তিতে ইতিহাস রচিত হয়। কিন্তু ঐতিহাসিক বিবরণের তথ্য ও সন তারিখের ক্ষেত্রে যথার্থতার প্রমাণ না থাকলে, তাকে জনশ্রুতি বলে।


২)জনশ্রুতি কি কি ধরনের হয়?


Ans: পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য প্রভৃতি।


৩) জনশ্রুতির প্রধান বৈশিষ্ট্য কি?


Ans: জনশ্রুতি কাল্পনিক, মিথ্যা ও অতিরঞ্জিত বিবরণে পূর্ণ থাকে।


৪)কোথায় এবং কবে প্রথম জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়?


Ans: ঊনবিংশ শতকের শুরুতে জার্মানিতে।


৫)‘Kinderund Hausemarchen’ নামক জনশ্রুতি সংকলন কে কবে প্রকাশ করেন?


Ans: জেকব গ্রিম ও উইলহেম গ্রিম নামের দুই ভাই।


৬)‘Kinderund Hausemarchen’ নামক জনশ্রুতি সংকলন গ্রন্থটি কোন ভাষায় লেখা?


Ans: জার্মান ভাষা।


৭)“ইতিহাসমালা” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: উইলিয়াম কেরি।


৮)জনশ্রুতি সংগ্রহের সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ।


Ans: হানস্ ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ডি.এ. ম্যাকেঞ্জি, লালবিহারী দে, কে.এল.পাসকার, জর্জ ফ্রেজার, ম্যাককুলোচ, শোভনা দেবী প্রমুখ।


৯)জনশ্রুতিগুলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: পাঁচ ভাগে; যথা-পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা, মৌখিক ঐতিহ্য।


১০) পৌরাণিক কাহিনী কি?


Ans: প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয়, তাকে পৌরাণিক কাহিনী বলে।


১১)সাহিত্যের সর্বপ্রথম রূপ কী?


Ans: পৌরাণিক কাহিনী।


১২) দেবী দুর্গা কি ধরনের চরিত্র?


Ans: পৌরাণিক চরিত্র।


১৩)“Parallel Myths” গ্রন্থটি কার লেখা?


Ans: জে.এফ.বিয়ারলেন।


১৪) ভারতের দুটি মহাকাব্যের নাম লেখ।


Ans: রামায়ণ ও মহাভারত।


১৫) গ্রিসের দুটি মহাকাব্যের নাম লেখ?


Ans: ইলিয়াড ও ওডিসি।


১৬) নোয়া-র নৌকার কাহিনী কি ধরনের কাহিনী?


Ans: পৌরাণিক কাহিনী।


১৭( মহাকবি কালিদাসের কাহিনী কি ধরনের কাহিনী?


Ans: পৌরাণিক কাহিনী।


১৮)গ্রীসের দেবতা ক্রেনাস ও তার পুত্র জিউসের কাহিনী কি ধরনের কাহিনী?


Ans: পৌরাণিক কাহিনী।


১৯)রোমান সম্রাট রোমুলাসের জীবন কাহিনী কি ধরনের কাহিনী?


Ans: পৌরাণিক কাহিনী।


২০)“পৌরাণিক কাহিনীগুলি হল গল্পের আকারে সত্য ঘটনা প্রকাশ”-উক্তিটি কার?


Ans: জে.এফ.বিয়ারলেন।


২১)“পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য”-উক্তিটি কার?


Ans: ড. রণবীর চক্রবর্তী।


২২)কিংবদন্তি কি?


Ans: যেসব কাহিনীতে অতীতে এক সময় ঘটেছিল এমন ঘটনার বা অতীতে জীবন্ত ছিল বলে লোকসমাজ বিশ্বাস করে এমন চরিত্রের বিবরণ দেয়া হয়, তাকে কিংবদন্তি বলে।


২৩) রামায়ণে উল্লেখিত রামচন্দ্র কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


২৪) হারকিউলিস কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি। 


২৫) প্রমিথিউস কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


২৬) মহাভারতে উল্লেখিত শ্রীকৃষ্ণ কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


২৭)গোপাল ভাঁড়ের কাহিনী কি ধরনের ঐতিহাসিক ঘটনা?


Ans: কিংবদন্তি।


২৮) সম্রাট বিক্রমাদিত্য কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


২৯) রবিন হুড কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


৩০) বাংলার রঘু ডাকাত কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


৩১)রাজস্থানের রানা ও বীরাঙ্গনা কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


৩২)সাঁওতাল বিদ্রোহের শহীদ সিধু-কানু কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


৩৩)মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা কি ধরনের চরিত্র?


Ans: কিংবদন্তি।


৩৪)‘বেহুলার বাসরঘর’ এর কাহিনী কি ধরনের কাহিনী?


Ans: কিংবদন্তি।


৩৫)“সীতারকোট” নামক স্থান কি ধরনের ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পর্কিত?


Ans: কিংবদন্তি।


৩৬)‘অরুণধাপ ঢিবি’ নামক স্থানটি কি ধরনের ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পর্কিত?


Ans: কিংবদন্তি।


৩৭) ‘টঙ্গীর শহর ঢিবি’ কি ধরনের ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পর্কিত?


Ans: কিংবদন্তি।


৩৮) লোককথা কি?


Ans: অতীতকাল থেকে মানুষের মুখে মুখে বংশ পরম্পরায় চলে আসা কাল্পনিক গল্প গাথাকে লোককথা বলে।


৩৯)কয়েকজন লোককথার জনপ্রিয় গল্পকারের নাম লেখ।


Ans: হানস্ ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, জ্যাকব গ্রিম ও উইলহেম গ্রিম।


৪০) ভারতের দুটি লোককথা মূলক গ্রন্থের নাম লেখ।


Ans: হিতোপদেশ ও পঞ্চতন্ত্র।


৪১)“হিতোপদেশ” গ্রন্থটি কার লেখা?


Ans: নারায়ণ পন্ডিত।


৪২)“পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার লেখা?


Ans: বিষ্ণু শর্মা।


৪৩)“মানুষের জীবন ও কল্পনা সংমিশ্রণে যেসব গল্পগাথা গড়ে উঠেছে তাই হল লোকো কথা”-উক্তিটি কার?


Ans: কার্ল টমলিনসন ও ক্যারল লিঞ্চ-ব্রাউন।


৪৪)“The Frog Prince” নামক লোককথার গ্রন্থটির রচয়িতা কে?


Ans: জ্যাকব গ্রিম ও উইলহেম গ্রিম।


৪৫)“Cinderella” নামক লোককথার গ্রন্থটির রচয়িতা কে?


Ans: জ্যাকব গ্রিম ও উইলহেম গ্রিম।


৪৬)“The Red Shoes” নামক লোককথার গ্রন্থটির রচয়িতা কে?


Ans: হানস্ ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন।


৪৭)“The Little Mermaid” নামক লোককথার গ্রন্থটির রচয়িতা কে?


Ans: হানস্ ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন।


৪৮)“Thumbelina” নামক লোককথার গ্রন্থটির রচয়িতা কে?


Ans: হানস্ ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন।


৪৯)“সাত ভাই চম্পা” র গল্প কি ধরনের ঐতিহাসিক ঘটনা?


Ans: লোককথা। 


৫০)“ঠাকুরমার ঝুলি” লোককথা মূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার।


৫১)“আলিবাবা ও চল্লিশ চোর” এর গল্প কি ধরনের ঐতিহাসিক ঘটনা?


Ans: লোককথা।


৫২)“লখিন্দরের জীবনপ্রাপ্তি” র গল্প কি ধরনের ঐতিহাসিক ঘটনা?


Ans: লোককথা।


৫৩)ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্পের নাম কি?


Ans: টম থাম্বের কাহিনী।


৫৪)টম থাম্বের কাহিনী প্রথম কে কবে প্রকাশ করেন?


Ans: রিচার্ড জনসন, 1621 খ্রীঃ।


৫৫)“বুড়ো আংলা” নামুক লোককথা মূলক গ্রন্থের রচয়িতা কে?


Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর।


৫৬) কোন গল্পের অনুকরণে অবনীন্দ্রনাথ ঠাকুর ”বুড়ো আংলা” গ্রন্থটি রচনা করেন?


Ans: টম থাম্বের কাহিনী।


৫৭) স্মৃতিকথা কি?


Ans: অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোন ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করলে, তাকে স্মৃতি কথা বলা হয়।


৫৮)পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি?


Ans: “যতদূর মনে পড়ে”।


৫৯)“ছেড়ে আসা গ্রাম” নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: দক্ষিণারঞ্জন বসু।


৬০)“উদ্বাস্তু” নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: শ্রী হিরণ্ময় বন্দোপাধ্যায়।


৬১)“সেদিনের কথা” স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: মণিকুন্তলা সেন।


৬২)“আমি সূর্য সেনের শিষ্য” স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: আশালতা সরকার।


৬৩)“আমি নেতাজীকে দেখেছি” স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: নারায়ণ সান্যাল।


৬১)“আমি রাসবিহারীকে দেখেছি” স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: নারায়ণ সান্যাল।


৬২)“একাত্তরের ডায়েরী” স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: সুফিয়া কামাল।


৬৩)“জীবনের জলসাঘরে” স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: মান্না দে।


৬৪) বিশিষ্ট সংগীত শিল্পী মান্না দে র আত্মজীবনী “জীবনের জলসাঘরে” কবে প্রকাশিত হয়?


Ans: 2005 খ্রীঃ।


৬৫)“মেমোরিজ কাম অ্যালাইভ” নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: মান্না দে।


৬৬)“ইয়াদেন জি উঠি” নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা কে?


Ans: মান্না দে।


৬৭) মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস কি?


Ans: শ্রবণ, শ্রবণ বীক্ষণ প্রভৃতি যন্ত্রপাতি ব্যবহার করে বা পরিকল্পিত সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কোন ব্যক্তি, পরিবার, গুরুত্বপূর্ণ ঘটনা অথবা প্রাত্যহিক জীবনের বিভিন্ন ঘটনার ঐতিহাসিক তথ্য সংগ্রহ ও চর্চার বিষয়টিকে মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস বলে।


৬৮)কারা এবং কবে মৌখিক ইতিহাসের আধুনিক ধারণার বিকাশ ঘটান?


Ans: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালান নেভিনস ও তার সহযোগীগণ 1940 এর দশকে।


৬৯)“কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস” কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: অ্যালান নেভিনস, 1948 খ্রীঃ।


৭০)ওরাল হিস্ট্রি অ্যাসোসিয়েশন কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1966 খ্রীঃ, আমেরিকা যুক্তরাষ্ট্র।


৭১)ওরাল হিস্ট্রি সোসাইটি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1969 খ্রীঃ, ব্রিটিশ যুক্তরাজ্য।


৭২)“The Histories” কে রচনা করেন?


Ans: ঐতিহাসিক হেরোডোটাস।


৭৩)“ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো”-উক্তিটি কার?


Ans: ই.এইচ.কার।


৭৪)“হিস্ট্রি অফ হিন্দুস্তান” গ্রন্থটি কে কবে রচনা করেন?


Ans: আলেকজান্ডার ডাও, 1770 খ্রীঃ।


৭৫)কোন ব্রিটিশ গভর্নর জেনারেল সর্বপ্রথম প্রাচ্যবিদ্যা চর্চা ও ভারতের অতীত ইতিহাস চর্চার উদ্যোগ নেন?


Ans: লর্ড ওয়ারেন হেস্টিংস। 


৭৬)কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে কবে এবং কেন প্রতিষ্ঠা করেন?


Ans: স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রীঃ, প্রাচ্য বিদ্যা চর্চার উদ্দেশ্যে।


৭৭)শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন কারা কবে প্রতিষ্ঠা করেন?


Ans: উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ড, 1800 খ্রীঃ।


৭৮)কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: লর্ড ওয়েলেসলি, 1800 খ্রীঃ।


৭৯)ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?


Ans: ভারতে আগত ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় ভাষার ইতিহাস শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে।


৮০)“প্রতাপাদিত্য চরিত্র” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রামরাম বসু। 


৮১)“রাজাবলী” গ্রন্থটি কে কবে রচনা করেন?


Ans: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, 1808 খ্রীঃ।


৮২)ভারতের ব্রিটিশ কর্মচারীদের প্রশিক্ষণের উদ্দেশ্যে হেইলবেরি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: ইংল্যান্ড।


৮৩)“হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া” গ্রন্থটি কে কবে রচনা করেন?


Ans: জেমস মিল, 1817 খ্রীঃ।


৮৪)“হিস্টোরিক্যাল স্কেচেচ অফ দ্য সাউথ অফ ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: মার্ক উইলক্স।


৮৫)“হিস্ট্রি অফ দ্য মারাঠাস” গ্রন্থটিকে রচনা করে?


Ans: জেমস গ্রান্ট ডাফ।


৮৬)“অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: জেমস টড।


৮৭)“দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: এডওয়ার্ড থর্নটন।


৮৮)“দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: এলফিনস্টোন।


৮৯)অ্যানালস অব রুরাল বেঙ্গল” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: হান্টার।


৯০)“দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই ইটস ওন হিস্টোরিয়ানস” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: হেনরি ইলিয়ট ও ডাউসন।


৯১))“আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া” এবং “অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া” গ্রন্থ দুটি কে রচনা করেন?


Ans: ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।


৯২)“কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ডডওয়েল।


৯৩)“কনস্টিটিউশনাল হিস্ট্রি অফ ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ঐতিহাসিক কীথ। 


৯৪)“হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া টু দ্য এন্ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: পি.ই.রবার্টস।


৯৫)“সত্যার্থ প্রকাশ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: স্বামী দয়ানন্দ সরস্বতী।


৯৬)“যেদিন মুহম্মদ গজনী সিন্ধুনদ পার হয়েছিলেন, সেদিন হিন্দুদের সঙ্গে মুসলমানদের জীবন মরণের সংগ্রাম শুরু হয়েছিল”-উক্তিটি কার?


Ans: বিনায়ক দামোদর সাভারকার।


৯৭)“হিন্দু ও মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতির মিলিত হয়ে এক হওয়ার কোনো সুযোগ নেই”-মৌলানা শওকত আলী।


৯৮)“প্রায় বারোশো বছর ধরে ভারতে পাকিস্তান বিদ্যমান রয়েছে”-উক্তিটি কার?


Ans: মামদোতের নবাব।


৯৯)“নদীয়া কাহিনী” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কুমুদনাথ মল্লিক।


১০০)“অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অফ দা মারাঠাস” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সুরেন্দ্রনাথ সেন।


১০১)“রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: শিবনাথ শাস্ত্রী।


১০২)“হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: শিবনাথ শাস্ত্রী।


১০৩)“সিভিল ডিসটারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: শশীভূষণ চৌধুরী।


১০৪)“দ্য পারমানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল” গ্রন্থটি কার লেখা?


Ans: সিরাজুল ইসলাম।


১০৫)“ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি” গ্রন্থটি কার লেখা?


Ans: অমলেশ ত্রিপাঠী।


১০৬)“নাইনটিনথ সেঞ্চুরি বেঙ্গল::অ্যাসপেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি” গ্রন্থটি কার লেখা?


Ans: প্রদীপ সিংহ।


১০৭)“ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল” গ্রন্থটি কার লেখা?


Ans: নরেন্দ্রকৃষ্ণ সিংহ।


১০৮)“পোভার্টি এন্ড আন- ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: দাদাভাই নওরোজি।


১০৯) “ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রমেশচন্দ্র দত্ত।


১১০)“ফল অফ দ্য মুঘল এম্পায়ার” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: যদুনাথ সরকার। 


১১১)“সিরাজ-উদ-দৌলা” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ব্রিজেন গুপ্ত।


১১২)“হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপল” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রমেশচন্দ্র মজুমদার।


১১৩)“বেঙ্গল সুবাস ১৭৪০-৭০” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কালীকিংকর দত্ত।


১১৪)“দ্য সানতাল ইনসারেকশন অব ১৮৫৫-৫৭” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কালীকিংকর দত্ত।


১১৫)“দ্য ইন্ডিয়ান মিডল ক্লাস” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বি.বি. মিশ্র। 


১১৬)“ওয়াহাবি অ্যান্ড ফরাজী রেবেলস অব বেঙ্গল” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: অধ্যাপক নরহরি কবিরাজ।


১১৭)“রাইজ অফ শিখ পাওয়ার” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: নরেন্দ্র কৃষ্ণ সিংহ।


১১৮)“হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান পিপল” গ্রন্থটি কার লেখা?


Ans: রমেশচন্দ্র মজুমদার।


১১৯)“গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল” গ্রন্থটি কার লেখা?


Ans: বিনয় ভূষণ চৌধুরী।


১২০)“রুল অব প্রোপার্টি ফর বেঙ্গল” গ্রন্থটি কার লেখা?


Ans: রণজিৎ গুহ।


১২১)“সোশ্যাল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল” গ্রন্থটি কার লেখা?


Ans: সালাউদ্দিন আহমেদ।


১২২)“নিউ হিস্ট্রি অফ দ্য মারাঠাস্” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: গোবিন্দ সখারাম সরদেশাই।


১২৩)“রাইজ অব মারাঠা পাওয়ার” এবং “রেলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: মহাদেব গোবিন্দ রাণাডে।


১২৪)“উনিশ শতক: ভাবসংঘাত ও সমন্বয়” গ্রন্থটি কার লেখা?


Ans: ড. রাখালচন্দ্র নাথ।


১২৫)“দ্য নিউ হিন্দু মুভমেন্ট” গ্রন্থটি কার লেখা?


Ans: ড. রাখালচন্দ্র নাথ।


১২৬)আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?


Ans: 1776 খ্রীঃ।


১২৭) ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?


Ans: 1789 খ্রীঃ।


১২৮) রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?


Ans: 1917 খ্রীঃ।


১২৯)খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে কত বছর ধরে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছিল?


Ans: 1095 খ্রীঃ থেকে 1291 খ্রীঃ জন্ত প্রায় 200 বছর।


১৩০)ত্রিশবর্ষ ব্যাপী যুদ্ধ কবে এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে, 1618 খ্রীঃ-1648 খ্রীঃ।


১৩১)প্রাচীন ভারতের কোন সম্রাট ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন?


Ans: মৌর্য সম্রাট অশোক। 


১৩২) কোন মোগল সম্রাট সুল-ই-কুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন?


Ans: মোগল সম্রাট আকবর।


১৩৩)বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কবে এবং কোন গভর্নরের শাসনকালে সংঘটিত হয়েছিল?


Ans: 1770 খ্রিস্টাব্দে/1176 বঙ্গাব্দে, লর্ড কার্টিয়ার।


১৩৪)বাংলায় পঞ্চাশের মন্বন্তর কবে এবং কোন ভাইসরয়ের শাসনকালে সংঘটিত হয়েছিল?


Ans: 1943 খ্রীঃ/1350 বঙ্গাব্দে, লর্ড ওয়াভেল।


১৩৫)“তুমি সুদূর অতীতে ফিরে তাকাতে পারলে সুদূর ভবিষ্যতেও তাকাতে পারবে”-উক্তিটি কার?


Ans: ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।


১৩৬)“ইতিহাসের দুর্ভাগ্য যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না”-উক্তিটি কার?


Ans: হেগেল।


১৩৭)কে সর্বপ্রথম যথার্থ ইতিহাস রচনার সূত্রপাত করেন?


Ans: গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।


১৩৮) ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।


১৩৯)“পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস” কে রচনা করেন?


Ans: গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস।


১৪০)ইতিহাসের মূল বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে সমালোচনামূলক ইতিহাস লেখার পদ্ধতি কে সর্বপ্রথম শুরু করেন?


Ans: গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস।


১৪১) বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস।


১৪২) আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?


Ans: ইবন খালদুন।


১৪৩)চৈনিক ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: সুমা কিয়ান।


১৪৪)“যে ঘটনা যেভাবে ঘটেছে, তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হল ইতিহাস”। উক্তিটি কার?


Ans: লিওপোল্ড ভন রাঙ্কে।


১৪৫)“ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয়, বেশিও নয়”।-উক্তিটি কার?


Ans: বিউরি। 


১৪৬)জাদুঘর কাকে বলে?


Ans: বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয়, সেই সব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলে।


১৪৭)কোন শব্দ থেকে মিউজিয়াম (Museum) শব্দটির উৎপত্তি হয়েছে?


Ans: মউসিয়ন(Mouseion)।


১৪৮)জাদুঘরে কোন কোন জিনিস সংরক্ষণ করা হয়?


Ans: প্রাচীন মুদ্রা, লিপি, বিভিন্ন ধরনের ভাস্কর্য, মূর্তি, চিত্রকলা, দুষ্প্রাপ্য পুরাতাত্ত্বিক বস্ত্র, আশ্চর্যজনক বস্তু, বিজ্ঞান বিষয়ক বস্তু, পরিধেয় বস্ত্র, অলংকার, প্রাচীনকালে ব্যবহৃত ও প্রচলিত বিভিন্ন ধরনের উপকরণ, সময় সূচক চার্ট, বিভিন্ন ধরনের মডেল ইত্যাদি।


১৪৯)পৃথিবীর প্রাচীনতম জাদুঘর টি নাম কি?


Ans: মেসোপটেমিয়ার এননিগালডি নান্না-র জাদুঘর।


১৫০)পৃথিবীর প্রাচীনতম জাদুঘর মেসোপটেমিয়ার এননিগালডি নান্না-র জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: আনুমানিক 530 খ্রিস্পূর্বাব্দে।


১৫১)প্লেটোর জাদুঘর কোথায় অবস্থিত?


Ans: গ্রিসের এথেন্স।


১৫২)প্রাচীনকালে গড়ে ওঠা একটি উন্নত জাদুঘরের নাম লেখ।


Ans: আলেকজান্দ্রিয়ার জাদুঘর।


১৫৩)ক্যাপিটোলাইন মিউজিয়াম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1471 খ্রীঃ, ইতালির রোমে। 


১৫৪)সর্বসাধারণের প্রদর্শনের উদ্দেশ্যে গড়ে ওঠা পৃথিবীর প্রথম জাদুঘরের নাম কি?


Ans: ইতালির রোমে অবস্থিত ক্যাপিটোলাইন মিউজিয়াম।


১৫৫)ভ্যাটিকান মিউজিয়াম কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1506 খ্রীঃ, ইতালিতে।


১৫৬)সর্বসাধারণের প্রদর্শনের উদ্দেশ্যে গড়ে ওঠা পৃথিবীর দ্বিতীয় জাদুঘরের নাম কি?


Ans: ইতালির ভ্যাটিকান মিউজিয়াম।


১৫৭)কার উদ্যোগে ইতালির ভাটিকান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়?


Ans: পোপ দ্বিতীয় জুলিয়াস।


১৫৮)ইংল্যান্ডে সর্বসাধারণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রথম জাদুঘরের নাম কি?


Ans: লন্ডনের রয়েল আরমারিজ।


১৫৯)লন্ডনের রয়েল আরমারিজ জাদুঘর কবে সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়?


Ans: 1660 খ্রীঃ।


১৬০)ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম আধুনিক জাদুঘরটির নাম কি?


Ans: দ্য অ্যাসমোলীয়ান মিউজিয়াম।


১৬১)দ্য অ্যাসমোলীয়ান মিউজিয়াম কবে, কোথায় এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1677 খ্রীঃ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ইলিয়াস অ্যাসমোলের উদ্যোগে।


১৬২)আমেরব্যাখ ক্যাবিনেট জাদুঘরটি কোথায় অবস্থিত?


Ans: ব্যাসেল। 


১৬৩)কুন্সটকামেরা মিউজিয়াম কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট পিটার্সবার্গ।


১৬৪)বেলভেডার প্যালেস মিউজিয়াম কোথায় অবস্থিত?


Ans: অস্ট্রিয়ার ভিয়েনা।


১৬৫) হারমিটেজ মিউজিয়াম কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট পিটার্সবার্গ।


১৬৬) চার্লসটন মিউজিয়াম কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের চার্লসটনে।


১৬৭)ভারতের প্রাচীনতম জাদুঘরের নাম কি?


Ans: কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান মিউজিয়াম।


১৬৮) ইন্ডিয়ান মিউজিয়াম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1814 খ্রীঃ, কলকাতা।


১৬৯) ব্রিটিশ মিউজিয়াম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1753 খ্রীঃ, লন্ডনে।


১৭০)কবে থেকে ব্রিটিশ মিউজিয়াম সর্বসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়?


Ans: 1759 খ্রীঃ‌।


১৭১)উফ্ফিজি গ্যালারি কোথায় অবস্থিত?


Ans: ফ্লোরেন্সে।


১৭২)উফ্ফিজি গ্যালারি কবে জনসাধারণের উদ্দেশে খুলে দেওয়া হয়?


Ans: 1765 খ্রীঃ। 


১৭৩)লুভ্র্ মিউজিয়াম কোথায় অবস্থিত?


Ans: ফ্রান্সের প্যারিস।


১৭৪) জাদুঘরের যুগ কোন সময়কালকে বলা হয়?


Ans: ঊনবিংশ শতকের শেষ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালকে।


১৭৫)“দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1879 খ্রিস্টাব্দে, আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।


১৭৬)“দ্য ফিল্ড মিউজিয়াম” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1930 খ্রীঃ, আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।


১৭৭)“করকোরান গ্যালারি অব আর্ট” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1901 খ্রীঃ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে।


১৭৮)‘ডালাস মিউজিয়াম অফ আর্ট” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1903 খ্রীঃ,আমেরিকা যুক্তরাষ্ট্রের ডালাসে।


১৭৯)“দ্য ক্লিভল্যান্ড মিউজিয়াম অফ আর্ট” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1916 খ্রীঃ, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্লীভল্যান্ডে।


১৮০)“দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট” কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1929 খ্রীঃ, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।


১৮১)“ভিক্টোরিয়া মেমোরিয়াল হল” কবে এবং কোথায় অবস্থিত?


Ans: 1921 খ্রীঃ, পশ্চিমবঙ্গের কলকাতা।


১৮২)পৃথিবীর একটি বিশ্বকোষ জাদুঘরের নাম লেখ।


Ans: ব্রিটিশ মিউজিয়াম।


১৮৩) কোন জাদুঘরকে সর্বজনীন জাদুঘর বলা হয়?


Ans: ব্রিটিশ মিউজিয়াম।


১৮৪)পৃথিবীর কয়েকটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নাম লেখ।


Ans: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম, অ্যাগোরা অফ এথেন্স, রোমান ফোরাম।


১৮৫) একটি শিল্প জাদুঘরের নাম লেখ।


Ans: অ্যাসমোলীয়ান মিউজিয়াম।


১৮৬)পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিল্প জাদুঘরের নাম কি?


Ans: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসমোলীয়ান মিউজিয়াম। 


১৮৭)মুর্শিদাবাদের হাজারদুয়ারি কি ধরনের জাদুঘর?


Ans: ঐতিহাসিক জাদুঘর।


১৮৮) ইংল্যান্ডের দুটি জীবন্ত জাদুঘরের নাম লেখ?


Ans: ব্রিটেনের কলোনিয়াল উইলিয়ামসবার্গ ও প্লিমথ প্লানটেসন্।


১৮৯)পৃথিবীর প্রথম জীবন্ত জাদুঘরের নাম কি?


Ans: সুইডেনের স্কানসেন মিউজিয়াম।


১৯০)স্কানসেন মিউজিয়াম কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: আর্থার হ্যাজেলিয়াস, 1891 খ্রীঃ।


১৯১) পৃথিবীর দুটি সমুদ্র জাদুঘরের নাম লেখ।


Ans: ভার্জিনিয়ার মেরিনার্স মিউজিয়াম, সানফ্রান্সিসকো মেরিটাইম মিউজিয়াম।


১৯২)পৃথিবীর দুটি সামরিক জাদুঘরের নাম লেখ।


Ans: দা ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম।


১৯৩)পৃথিবীর কয়েকটি প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের নাম লেখ।


Ans: লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, অক্সফোর্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, ওয়াশিংটনের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, নিউইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি।


১৯৪)ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে।


১৯৫)ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কোথায় অবস্থিত?


Ans: ব্রিটিশ যুক্তরাজ্যের লন্ডনে।


১৯৬) একটি বিজ্ঞান জাদুঘরের নাম লেখ।


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।


১৯৭)খোলা আকাশের নিচে জাদুঘর বলতে কী বোঝো?


Ans: অতীতের কোন প্রাচীন অট্টালিকার অনুকরণে খোলা জায়গায় যখন পরবর্তীকালে নতুন করে অট্টালিকা নির্মাণ করে তা দর্শকদের প্রদর্শনের উদ্দেশ্য খুলে দেওয়া হয়, তখন তাকে খোলা আকাশের নিচে জাদুঘর বা Open-air museum বলে।


১৯৮)পৃথিবীর প্রথম খোলা আকাশের নিচে স্থাপিত জাদুঘরের নাম কি?


Ans: নরওয়ের অসলো শহরের কাছে অবস্থিত রাজা দ্বিতীয় অস্কারের জাদুঘর। 


১৯৯)চলমান জাদুঘর কাকে বলে?


Ans: যখন কোন চলমান যানের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঐতিহাসিক বা দুর্লভ নিদর্শন সমূহ দর্শকদের সামনে প্রদর্শন করা হয়, তখন তাকে চলমান জাদুঘর বলে।


২০০)ভারতের একটি চলমান জাদুঘরের নাম লেখ?


Ans: সংস্কৃতি এক্সপ্রেস (2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তার জীবনকাহিনীকে কেন্দ্র করে ভারতীয় রেল একটি ট্রেনে এই জাদুঘর তৈরি করেন)।


২০১)কোন সময় ক্ষণস্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার প্রবণতা প্রসার লাভ করে?


Ans: 1990 এর দশকে। 


২০২)মিচিগানের ‘মিউজিয়াম অফ নিউ আর্ট’ এবং কলোরাডোর ‘ডেনভার কমিউনিটি মিউজিয়াম’ কি ধরনের জাদুঘর?


Ans: ক্ষণস্থায়ী জাদুঘর।


২০৩)মিচিগানের ‘মিউজিয়াম অফ নিউ আর্ট’ কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1996 খ্রীঃ।


২০৪)কলোরাডোর ‘ডেনভার কমিউনিটি মিউজিয়াম’ কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 2008-09 খ্রীঃ।


২০৫)‘রক অ্যান্ড রোল হল অফ ফেম’ জাদুঘরটি কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্লীভল্যান্ড শহরে।


২০৬)‘মাদাম তুসোর জাদুঘর’ কোথায় অবস্থিত?


Ans: ইংল্যান্ডের লন্ডন।


২০৭)মাদাম তুসোর জাদুঘরে কী সংরক্ষণ ও প্রদর্শন করা হয়?


Ans: পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের মোমের মূর্তি।


২০৮)ভারতের একটি ব্যক্তিগত জাদুঘরের নাম লেখ।


Ans: নদিয়ার কৃষ্ণনগরে মোহিত রায়ের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জাদুঘর।


২০৯)স্থানীয় জাদুঘর কোথায় রয়েছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট শহরে।


২১০)লন্ডন জু, শিকাগো বোটানিক গার্ডেন, কলকাতা চিড়িয়াখানা-এগুলি কি ধরনের জাদুঘর?


Ans: জৈব পার্ক ও বৃক্ষের বাগান।


২১১) পৃথিবীর কয়েকটি নেট জাদুঘরের নাম লেখ।


Ans: ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা, ন্যাশনাল মিউজিয়াম অব দ্য ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.