দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় Higher Secondary History Suggestion 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 PDF.
নিচে Higher Secondary History Suggestion 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন 2024 | Higher Secondary History Suggestion 2024
১)মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ।
Ans: এ.ভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।
২)"এশিয়া এশিয়াবাসীদের জন্য-"এই স্লোগান দিয়েছিল কোন দেশ?
Ans: জাপান।
৩) "J.A.Hobson"এর লেখা গ্রন্থটির নাম কি?
Ans: Imperialism:A Study.
৪) ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
Ans: কিউবার রাষ্ট্রপতি।
৫)সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন?
Ans: রামসে ম্যাকডোনাল্ড, 1932 খ্রিস্টাব্দে।
৬)স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans: মহম্মদ হাত্তা।
৭)NATO এর সম্পূর্ণ রূপ কি?
Ans: North Atlantic Treaty organisation.
৮) আইজেনহাওয়ার কে ছিলেন?
Ans: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি।
৯) সার্কের প্রথম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
Ans: বাংলাদেশের রাজধানী ঢাকায়, 1985 খ্রিস্টাব্দে।
১০)পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
Ans: সিনেট।
১১) ভারতের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
Ans: রাজ্যসভা।
১২)স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
Ans: 1951-52 খ্রিস্টাব্দে।
১৩)ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
Ans: সুকুমার সেন।
১৪) দক্ষিণারঞ্জন বসুর "ছেড়ে আসা গ্রাম" কি ধরনের রচনা?
Ans: স্মৃতিকথামূলক।
১৫) "History of British India" গ্রন্থের লেখক কে?
Ans: জেমস মিল।
১৬) ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
Ans: 1826 খ্রিস্টাব্দে, ব্রহ্মরাজ বোদোপায়া ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১৭) ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা কে ছিলেন?
Ans: লর্ড কর্নওয়ালিস।
১৮) শিমনোসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
Ans: 1895 খ্রিস্টাব্দে।
১৯) ভারতের কোথায় এবং কবে প্রথম রেলপথ চালু হয়?
Ans: বোম্বে থেকে থানে, 1853 খ্রীঃ।
২০) সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন?
Ans: জ্যোতিবা ফুলে, 1873 খ্রীঃ।
২১) চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক কে?
Ans: টমাস ব্যাবিংটন মেকলে।
২২) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে গঠিত হয়?
Ans: 1920 খ্রিস্টাব্দে।
২৩)1906 খ্রিস্টাব্দে কে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন?
Ans: আখা খান।
২৪) মাইকেল ও ডায়ার কে ছিলেন?
Ans: জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের সময়কার পাঞ্জাবের সামরিক শাসক।
২৫)পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস রচনা করেন?
Ans: অশনি সংকেত।
২৬) রশিদ আলী দিবস কবে পালন করা হয়?
Ans: 1946 খ্রিস্টাব্দের 12 ই ফেব্রুয়ারি।
২৭) গণপরিষদের প্রথম অধিবেশন কবে এবং কোথায় বসেছিল?
Ans: দিল্লির কনস্টিটিউশন হলে, 1946 খ্রীঃ 9ই ডিসেম্বর।
২৮) ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?
Ans: হল্যান্ড।
২৯) জাপান কবে মাঞ্চুরিয়া দখল করে?
Ans: 1931 খ্রিস্টাব্দে।
৩০) ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়?
Ans: 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই।
Please do not share any spam link in the comment box