উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Higher Secondary History Question Answer

উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় Higher Secondary History Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF.

নিচে Higher Secondary History Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Higher Secondary History Question Answer

উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | Higher Secondary History Question Answer


১)নেতাজি কোন কোন দ্বীপের নাম শহীদ ও স্বরাজ দ্বীপ রাখেন?


Ans: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।


২)কে সুয়েজ খাল জাতীয়করণ করেছিল?


Ans: গামাল আবদেল নাসের।


৩)PLO এর সম্পূর্ণ নাম কি?


Ans: Palestine Liberation Organization।


৪)অব উপনিবেশীকরন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: মোরিস জুলিয়াস বর্ন।


৫)ভারতের কোথায় প্রথম আই.আই.টি প্রতিষ্ঠিত হয়?


Ans: খড়গপুরে ,1951 খ্রিস্টাব্দে।


৬)বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: থুকিডিডিস।


৭)"Economic History of India"গ্রন্থটি কার লেখা?


Ans: রমেশচন্দ্র দত্ত।


৮)ইংল্যান্ডের সর্বসাধারণের উদ্দেশ্যে প্রথম জাদুঘর কোনটি?


Ans: রয়েল আরমারিজ।


৯)"পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম" -উক্তিটি কার?


Ans: লেলিন।


১০) দূরপ্রাচ্য বলতে কোন কোন দেশকে বোঝানো হয়?


Ans: চীন জাপান।


১১)"মার্কেন্টাইলবাদ" কথাটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: অ্যাডাম স্মিথ।


১২)ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দস্তক লাভ করেছিল?


Ans: 1717 খ্রিস্টাব্দে।


১৩)ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?


Ans: নানা ফড়নবিশ।


১৪)সাউকারদের প্রধান কাজ কি ছিল?


Ans: সুদের কারবার।


১৫)দলিত তথা সমাজের নিম্নবর্গীয়দের 'হরিজন' নাম কে দিয়েছিলেন?


Ans: মহাত্মা গান্ধী।


১৬)এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?


Ans: স্যার উইলিয়াম জোন্স।


১৭)স্বদেশী আন্দোলনের সময় ইংরেজ সরকার কি ধরনের কৌশলগত নীতি গ্রহণ করেছিলেন?


Ans: বিভাজন ও শাসন।


১৮)মিরাট ষড়যন্ত্র মামলা কেন শুরু হয়েছিল?


Ans: কমিউনিস্ট আন্দোলন দুর্বল করার জন্য।


১৯) নৌ বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল?


Ans: বোম্বাইয়ের তলোয়ার জাহাজ।


২০)স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?


Ans: জহরলাল নেহেরু।


২১)কে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন?


Ans: মোহাম্মদ আলী জিন্নাহ।


২২) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন?


Ans: রবীন্দ্রনাথ ঠাকুর।


২৩) কাইজার-ই-হিন্দ উপাধি কে ত্যাগ করেছিলেন?


Ans: মহাত্মা গান্ধী।


২৪)কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর ঘটনা ঘটেছিল?


Ans: মাইকেল ডায়ার।


২৫)মিশরের কোন রাষ্টপতির শাসনকালে সুয়েজ সংকট তৈরি হয়েছিল?


Ans: গামাল আবদেল নাসের।


২৬) ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: ওয়াল্টার লিপম্যান।


২৭)স্বাধীন ইজরায়েল রাষ্ট্র কবে সৃষ্টি হয়?


Ans: 1948 খ্রিস্টাব্দের 14 ই মে।


২৮)ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম কি?


Ans: লোকসভা।


২৯)জাতীয় রাষ্ট্রের একটি অপরিহার্য বিষয় কি?


Ans: সংবিধান।


৩০)স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?


Ans: আহমেদ বেনবেল্লা।


৩১)কোন আইন দ্বারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে 1940 খ্রিস্টাব্দে আটক করা হয়েছিল?


Ans: ভারত রক্ষা আইন।


৩২)মধ্য এশিয়ার কোন দেশ বাফার কান্ট্রি বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি লাভ করে?


Ans: আফগানিস্তান।


৩৩)‘আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন’ কাকে বলা হয়?


Ans: গামাল আবদেল নাসের।


৩৪)আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি কে ছিলেন?


Ans: ডেভিড বেন গুরিয়েন।


৩৫)রাওলাট আইনের প্রতিবাদে কারা তৎকালীন আইন পরিষদের সদস্যপদ ত্যাগ করেছিলেন?


Ans: মহম্মদ ইকবাল, মহম্মদ আলী জিন্নাহ ও মাজহার-উল-হক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.