উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary History MCQ Question Answer

উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Higher Secondary History MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF.

নিচে Higher Secondary History MCQ Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary History MCQ Question Answer

উচ্চ মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary History MCQ Question Answer


১)"একাত্তরের ডায়েরী" স্মৃতিকথাটি কে রচনা করেন?


Ans: সুফিয়া কামাল।


২)কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: স্যার উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে।


৩)মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন?


Ans: জন হে।


৪)ইন্দোনেশিয়ায় কাদের উপনিবেশ ছিল?


Ans: ওলন্দাজদের।


৫)ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: লর্ড ওয়েলেসলি, 1800 খ্রীঃ।


৬)ভারতের কোথায় এবং কবে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়েছিল?


Ans: মহারাষ্ট্র (বোম্বাই থেকে থানে), 1853 খ্রীঃ।


৭)চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?


Ans: লর্ড কর্নওয়ালিস, 1793 খ্রীঃ।


৮)পাঁচশালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?


Ans: লর্ড ওয়ারেন হেস্টিংস, 1772 খ্রীঃ।


৯)ক্যান্টন বাণিজ্য প্রথা কোথায় চালু ছিল?


Ans: চীন।


১০)টমাস মেকলে কে ছিলেন?


Ans: একজন ব্রিটিশ হিতবাদী পন্ডিত।


১১)সংস্কারের দাবিতে কে চিনা সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন?


Ans: কাং ইউ ওয়ে।


১২)সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


Ans: জ্যোতিবা ফুলে।


১৩)বক্সার বিদ্রোহ কোন দেশে হয়েছিল?


Ans: চীন


১৪)"নবান্ন" নাটকের রচয়িতা কে?


Ans: বিজন ভট্টাচার্য।


১৫)ভাইকম সত্যাগ্রহ আন্দোলনের একজন নেতার নাম লেখ।


Ans: কেশব মেনন।


১৬) রশিদ আলী দিবস কবে পালন করা হয়?


Ans: 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি।


১৭)সুভাষচন্দ্র বসু কবে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন?


Ans: 1941 খ্রিস্টাব্দের 17 ই জানুয়ারি।


১৮)সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?


Ans: আগা খান।


১৯)কোন দেশ শ্লোগান দিয়েছিল "এশিয়া এশিয়াবাসীদের জন্য"?


Ans: জাপান।


২০)বান্দুং সম্মেলনে যোগদানকারী কয়েকটি দেশের নাম লেখ।


Ans: ভারত, ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া।


২১) ফালটন বক্তৃতা কে প্রদান করেন?


Ans: উইনস্টন চার্চিল।


২২)মাইলাই ঘটনাটি কোথায় ঘটেছিল?


Ans: ভিয়েতনাম।


২৩)সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় হয়েছিল?


Ans: বাংলাদেশের রাজধানী ঢাকায়, 1985 খ্রীঃ।


২৪) ফিদেল কাস্ত্রো কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন?


Ans: কিউবা।


২৫)বি-উপনিবেশীকরন কথাটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: মোরিস জুলিয়াস বন।


২৬) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?


Ans: 1950 খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি।


২৭)স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ লেখ।


Ans: 1951-56 খ্রিষ্টাব্দ।


২৮) স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?


Ans: আহমেদ বেন বেল্লা।


২৯) পাকিস্তান পিপলস পার্টি কে প্রতিষ্ঠা করেন?


Ans: জুলফিকার আলী ভুট্টো।


৩০)নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?


Ans: ৪৮ টি।


৩১)চীনের 4ঠা মে আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?


Ans: চেন-তু-শিউ।


৩২)জার্মানির একনায়ক তান্ত্রিক শাসক কে ছিলেন?


Ans: অ্যাডলফ হিটলার।


৩৩)“What is History” গ্রন্থটির লেখক কে?


Ans: ই.এইচ.কার।


৩৪)“ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি "-উক্তিটি কার?


Ans: ভিনসেন্ট স্মিথ।


৩৫)আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?


Ans: লর্ড আরউইন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.