উচ্চ মাধ্যমিক ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার প্রশ্নোত্তর PDF | Higher Secondary History Expansion of Imperialism in the Nineteenth and Twentieth Centuries

উচ্চ মাধ্যমিক ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Higher Secondary History Expansion of Imperialism in the Nineteenth and Twentieth Centuries PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার প্রশ্নোত্তর PDF.

নিচে Higher Secondary History Expansion of Imperialism in the Nineteenth and Twentieth Centuries PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার প্রশ্নোত্তর PDF | Higher Secondary History Expansion of Imperialism in the Nineteenth and Twentieth Centuries

উচ্চ মাধ্যমিক ইতিহাস ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার প্রশ্নোত্তর PDF | Higher Secondary History Expansion of Imperialism in the Nineteenth and Twentieth Centuries


১)ঊনবিংশ শতকের ইউরোপের কয়েকটি উপনিবেশিক শক্তির নাম লেখ।


Ans: ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক, স্পেন, পর্তুগাল ইত্যাদি।


২)‘Imperialism’ শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে?


Ans: লাতিন শব্দ ‘Imperim’ থেকে ‘Imperialism’ শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো সাম্রাজ্যবাদ।


৩) সাম্রাজ্যবাদ কথাটির অর্থ কি?


Ans: সাম্রাজ্যবাদ কথাটি প্রথম দিকে অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে এর অর্থ দাঁড়ায় বৃহৎ কোন রাষ্ট্রের দ্বারা অপেক্ষাকৃত কোন দুর্বল বা ক্ষুদ্র রাষ্ট্রের ওপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা।


৪)‘Colony’ বা উপনিবেশ শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে?


Ans: লাতিন শব্দ ‘Colonia’ থেকে ‘Colony’ শব্দটির উৎপত্তি হয়েছে।


৫) উপনিবেশ শব্দের অর্থ কি?


Ans: উপনিবেশ শব্দের অর্থ হলো ‘মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ’।


৬)সাম্রাজ্যবাদী রাষ্ট্র ও উপনিবেশ বলতে কী বোঝো?


Ans: সামরিক শক্তি, অর্থ সম্পদ ও প্রযুক্তি বিষয়ে অধিকতর শক্তিশালী কোন রাষ্ট্র যখন তার থেকে দুর্বল কোন রাষ্ট্রের উপর নিজেদের নিয়ন্ত্রণ ও একাধিপত্য স্থাপন করে, তখন সেই শক্তিশালী রাষ্ট্রটিকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং দুর্বল রাষ্ট্রটিকে শক্তিশালী রাষ্ট্রটির উপনিবেশ বলে।


৭)আমেরিকায় কবে ইংল্যান্ডের উপনিবেশিক শাসনের অবসান ঘটে?


Ans: 1783 খ্রীঃ।


৮)কবে এবং কোথায় প্রথম রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয়?


Ans: পঞ্চদশ শতকে, ইতালিতে।


৯)কোন ইউরোপীয় দেশের উপনিবেশিক সাম্রাজ্য বৃহত্তম ছিল?


Ans: ব্রিটেন/ইংল্যান্ড।


১০)কোন সময় থেকে ইউরোপীয় সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকতাবাদের সূচনা হয়?


Ans: পঞ্চদশ শতকে সামুদ্রিক অভিযানের যুগ থেকে।


১১)কোন কোন দেশ সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে সর্বাধিক সাফল্য অর্জন করে?


Ans: পর্তুগাল ও স্পেন।


১২)বুল-এর নির্দেশনামা কি?


Ans: সমুদ্র অভিযান নিয়ে পর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দিলে 1493 খ্রীঃ পোপ ষষ্ঠ আলেকজান্ডার এক বুল বা নির্দেশনামার দ্বারা স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন। একে বুল-এর নির্দেশনামা বলে।


১৩)টরডিসিল্লাস চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?


Ans: 1494 খ্রীঃ, পর্তুগাল ও স্পেনের মধ্যে।


১৪)টরডিসিল্লাস চুক্তির গুরুত্ব কি?


Ans: 1494 খ্রীঃ পর্তুগাল ও স্পেনের মধ্যে স্বাক্ষরিত টরডিসিল্লাস চুক্তির দ্বারা আটলান্টিক মহাসাগরের পূর্ব দিক পর্তুগালের এবং পশ্চিম দিক স্পেনের নৌ অভিযানের এলাকা বলে চিহ্নিত হয়।


১৫)সপ্তদশ শতকে ইউরোপের কোন কোন দেশ সমুদ্র অভিযানের সাফল্য দেখায়?


Ans: স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড, ডেনমার্ক ইত্যাদি।


১৬)ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে?


Ans: সপ্তদশ ও অষ্টাদশ শতকের মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ডেনমার্ক ইউরোপের সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি পৃথিবীর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল করে সেখানে নিজেদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যবাদ ভৌমিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত।


১৭)কোন সময় পর্যন্ত ভৌমিক সাম্রাজ্যবাদের ধারা অব্যাহত ছিল?


Ans: 1815 খ্রীঃ।


১৮) স্পেনের উত্তরাধিকার যুদ্ধ কবে হয়েছিল?


Ans: 1702 খ্রীঃ-1713 খ্রীঃ।


১৯) অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ কবে হয়েছিল?


Ans: 1740 খ্রীঃ-1748 খ্রীঃ।


২০)সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1756 খ্রীঃ থেকে 1763 খ্রীঃ, ইংল্যান্ড ও ফ্রান্স।


২১)কোন সময়কালকে উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইংল্যান্ডের একাধিপত্যের যুগ হিসেবে চিহ্নিত করা হয়?


Ans: 1783 খ্রীঃ-1825 খ্রীঃ।


২২)কবে আমেরিকায় ব্রিটিশ উপনিবেশগুলি ইংল্যান্ডের অধীনতা থেকে মুক্ত হয়?


Ans: 1783 খ্রীঃ।


২৩) আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?


Ans: 1783 খ্রীঃ।


২৪)ফ্রান্স কবে তার আমেরিকাস্থিত উপনিবেশগুলি হারায়?


Ans: 1815 খ্রীঃ।


২৫)কবে দক্ষিণ আমেরিকার স্পেনীয় উপনিবেশগুলি স্পেনের অধীনতা থেকে মুক্ত হয়?


Ans: 1820 খ্রীঃ।


২৬) ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?


Ans: পর্তুগাল।


২৭)ব্রাজিল কবে স্বাধীনতা লাভ করে?


Ans: 1822 খ্রীঃ।


২৮)সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1870 খ্রীঃ, জার্মানি ও ফ্রান্স।


২৯)নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো?


Ans: 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের পর থেকে 1914 খ্রিস্টাব্দে পর্যন্ত সময়কালে ইউরোপের সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি সাম্রাজ্য সম্প্রসারণের জন্য যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে, তাকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয়।


৩০)ঊনবিংশ শতকে কোন কোন দেশে ফরাসি উপনিবেশ গড়ে উঠেছিল?


Ans: ফরাসি-ইন্দোচীন, লাওস, তিউনেশিয়া,আলজেরিয়া, মরক্কো ইত্যাদি।


৩১)কবে এবং কোন কোন রাজ্য নিয়ে ফরাসি ইন্দোচীন গঠিত হয়?


Ans: 1887 খ্রীঃ, আনাম, কোচিন-চিন, টংকিং ও কম্বোডিয়া নিয়ে।


৩২)লাওস কবে ফরাসি ইন্দোচীনের সঙ্গে যুক্ত হয়?


Ans: 1893 খ্রীঃ।


৩৩)তিউনিশিয়ায় কবে ফরাসি উপনিবেশ স্থাপিত হয়?


Ans: 1881 খ্রীঃ।


৩৪) আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল?


Ans: ফরাসিদের।


৩৫) ফরাসিরা কত সালে মরক্কো দখল করে?


Ans: 1912 খ্রীঃ।


৩৬) কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?


Ans: আফ্রিকা।


৩৭)সুয়েজ খালের ওপর কবে ইঙ্গ-ফরাসি যৌথ নিয়ন্ত্রণ স্থাপিত হয়?


Ans: 1876 খ্রীঃ।


৩৮) ইংল্যান্ড কবে এককভাবে মিশর দখল করে এবং সেখান কার নেতৃত্বে সরকার গঠন করে?


Ans: 1882 খ্রীঃ, খেদিভের।


৩৯)মিশর ও সুয়েজ খালের ওপর ইংল্যান্ডের একক নিয়ন্ত্রণ স্থাপিত হয়?


Ans: 1882 খ্রীঃ।


৪০)কত সাল পর্যন্ত মিশর ও সুয়েজ খালের ওপর ইংল্যান্ডের একক নিয়ন্ত্রণ বজায় ছিল?


Ans: 1954 খ্রীঃ পর্যন্ত।


৪১) সুদানে কাদের উপনিবেশ ছিল?


Ans: ইংল্যান্ড বা ব্রিটেন।


৪২) সুদানের রাজধানীর নাম কি?


Ans: খার্তুম।


৪৩)ঊনবিংশ শতকের শেষদিকে কে সুদানে শ্বেতাঙ্গ বিরোধী আন্দোলন দ্বারা খার্তুম দখল করেন?


Ans: মহম্মদ আমেদ।


৪৪)সুদানের শ্বেতাঙ্গ বিরোধী আন্দোলনের নেতা মহম্মদ আমেদ নিজেকে কি নামে ঘোষণা করেন?


Ans: মাহদি বা ত্রাণকর্তা।


৪৫) কোন ইংরেজ সেনাপতি খার্তুম পুনরুদ্ধার করেন?


Ans: লর্ড কিচেনার, 1897 খ্রীঃ।


৪৬)পশ্চিম আফ্রিকায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?


Ans: ইংল্যান্ড বা ব্রিটেন।


৪৭)উগান্ডায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?


Ans: ইংল্যান্ড বা ব্রিটেন।


৪৮)দক্ষিণ আফ্রিকায় কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?


Ans: ইংল্যান্ড বা ব্রিটেন।


৪৯)বুয়র যুদ্ধ কবে কেন সংঘটিত হয়েছিল?


Ans: 1877 খ্রিস্টাব্দে অরেঞ্জ কলোনি ট্রান্সভালের বুয়র দুটি ইংরেজরা দখল করে নিলে বুয়র যুদ্ধ শুরু হয়েছিল।


৫০)ট্রান্সভাল ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?


Ans: 1881 খ্রীঃ।


৫১) ইংরেজরা কবে অরেঞ্জ ফ্রী স্টেটের স্বাধীনতা মেনে নেয়?


Ans: 1884 খ্রীঃ


৫২)ঊনবিংশ শতকে রাশিয়া কোথায় উপনিবেশ বিস্তার করেছিল?


Ans: মধ্য এশিয়া ও সাইবেরিয়া অঞ্চল।


৫৩)পোর্ট আর্থার বন্দর কোথায় অবস্থিত?


Ans: উত্তর চীনের উপকূলে।


৫৪) রাশিয়া কবে পোর্ট আর্থার বন্দর দখল করেছিল?


Ans: 1898 খ্রীঃ।


৫৫)কোন স্থান দখলকে কেন্দ্র করে 1904 খ্রীঃ-1905 খ্রীঃ রুশ জাপান যুদ্ধ হয়েছিল?


Ans: কোরিয়া।


৫৬)ঊনবিংশ শতকে ইতালি কোন কোন দেশে সাম্রাজ্যঃ বিস্তার করেছিল?


Ans: মাসোয়া, ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, লিবিয়া ইথিওপিয়া।


৫৭)ইতালি কবে প্রথম লোহিত সাগর অঞ্চলে আধিপত্য বিস্তার করে?


Ans: 1882 খ্রীঃ।


৫৮)ইতালি কবে মাসোয়া দখল করে?


Ans: 1885 খ্রীঃ।


৫৯)ইতালি কবে ইরিত্রিয়া ও সোমালিল্যান্ড দখল করে?


Ans: 1890 খ্রীঃ।


৬০)ইতালি কবে লিবিয়া দখল করে?


Ans: 1911 খ্রীঃ।


৬১)কবে এবং কার নেতৃত্বে ইতালি ইথিওপিয়া দখল করে?


Ans: 1935 খ্রীঃ, বেনিটো মুসোলিনি।


৬২) ইথিওপিয়ার পূর্বনাম কি ছিল?


Ans: আবিসিনিয়া।


৬৩) কঙ্গোতে কোন দেশের উপনিবেশ ছিল?


Ans: বেলজিয়াম।


৬৪) আন্তর্জাতিক আফ্রিকা সংঘ কবে গঠিত হয়?


Ans: 1876 খ্রীঃ।


৬৫) কঙ্গো ফ্রি স্টেট কবে গঠিত হয়?


Ans: 1884-85 খ্রীঃ।


৬৬)কোন সমাবেশের মাধ্যমে কঙ্গোর বৃহত্তর অংশ বেলজিয়ামের আধিপত্য স্বীকৃত হয়?


Ans: 1885 খ্রীঃ, বার্লিন সমাবেশ।


৬৭)‘Realpolitik’ নীতি কে প্রবর্তন করেন?


Ans: জার্মান চ্যান্সেলর অটোভন বিসমার্ক।


৬৮)‘Weltpolitik’ নীতি কে প্রবর্তন করেন?


Ans: জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম।


৬৭) ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক ছিলেন?


Ans: পর্তুগাল।


৬৮)ভাস্কো-দা-গামা কবে এবং কয়টি জাহাজ নিয়ে সমুদ্র অভিযান শুরু করেন?


Ans: 1498 খ্রীঃ 8ই জুন, 4টি জাহাজ নিয়ে।


৬৯) কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে এসেছিল?


Ans: পর্তুগাল।


৭০)ভাস্কো-ডা-গামা কবে সর্বপ্রথম ভারতে এসেছিলেন?


Ans: 1498 খ্রীঃ।


৭১)ভাস্কো-ডা-গামা সর্বপ্রথম ভারতের কোন বন্দরে পৌঁছান?


Ans: কালিকট বন্দরে।


৭২)ভারতে কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুঠির নাম লেখ।


Ans: বোম্বাই, কোচিন, দিউ, হুগলি, সলসেট, বেসিন ইত্যাদি।


৭৩)ভারতে কয়েকটি ওলন্দাজ বাণিজ্যকুঠির নাম লেখ।


Ans: পুলিকট, সুরাট, নাগাপট্টম, কোচিন, চুঁচুড়া, কাশিমবাজার, পাটনি ইত্যাদি।


৭৪) ভারতে কয়েকটি ফরাসি বাণিজ্যকুঠির নাম লেখ।


Ans: সুরাট, মুসলিপট্টম, পন্ডিচেরি, মাহে, চন্দননগর, কারিকল ইত্যাদি।


৭৫)ভারতে কয়েকটি ইংরেজ বাণিজ্যকুঠির নাম লেখ।


Ans: সুরাট, আগ্রা, আহমদনগর, ব্রোচ, মাদ্রাজ, কলকাতা ইত্যাদি।


৭৬)কোন যুদ্ধের দ্বারা ভারতে ইংরেজদের ফরাসি প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে?


Ans: তৃতীয় কর্ণাটকের যুদ্ধ।


৭৮)তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1756-63 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে।


৭৯)বিদেরার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1759 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ডাচ (ওলন্দাজ) ইন্ডিয়া কোম্পানির মধ্যে।


৮০)মহীশূর কবে এবং কোন যুদ্ধের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?


Ans: 1799 খ্রিস্টাব্দে, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের দ্বারা।


৮১)মারাঠা রাজ্য কবে এবং কোন যুদ্ধের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?


Ans: 1818 খ্রীঃ, তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের দ্বারা।


৮২)শিখ রাজ্য কবে এবং কোন যুদ্ধের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?


Ans: 1849 খ্রীঃ, দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ দ্বারা।


৮৩) অযোধ্যা কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?


Ans: 1856 খ্রীঃ।


৮৪)কোন গভর্নর জেনারেল অযোধ্যাকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং কিভাবে?


Ans: লর্ড ডালহৌসি, কুশাসনের অজুহাতে।


৮৫)লর্ড কর্নওয়ালিস কাকে নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে নেপাল প্রেরণ করেছিলেন?


Ans: কার্কপ্যাট্রিক নামের ব্রিটিশ প্রতিনিধি।


৮৬)নেপালি গোর্খারা কবে ইংরেজ অধ্যুষিত বাটওয়াল ও শেওরাজ দখল করে?


Ans: 1814 খ্রীঃ।


৮৭)কবে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে ইঙ্গ-নেপাল যুদ্ধ শুরু হয়েছিল?


Ans: 1814 খ্রীঃ, নেপালি গোর্খারা কর্তৃক ইংরেজ অধ্যুষিত বাটওয়াল ও শেওরাজ দখলকে কেন্দ্র করে।


৮৮)ইঙ্গ-নেপাল যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1814 খ্রীঃ-1816 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপাল।


৮৯)কোন সন্ধির দ্বারা ইঙ্গ-নেপাল যুদ্ধের অবসান ঘটে?


Ans: সগৌলির সন্ধি।


৯০)সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1816 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালি নেতা অমর সিং থাপার মধ্যে।


৯১)সগৌলির সন্ধি দ্বারা কোন কোন স্থান ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?


Ans: সিকিম, সিমলা, মুসৌরি, নৈনিতাল এবং আলমোড়া পার্বত্য অঞ্চল সহ বর্তমান কুমায়ুন ও গাড়োয়াল জেলা।


৯২)প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1824-26 খ্রীঃ, ব্রহ্মরাজ বোদোপায়া ও পাগিডোয়ার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।


৯৩) প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সেনাপতি কে ছিলেন?


Ans: ক্যাম্পবেল। 


৯৪)প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রহ্মদেশের কোন কোন স্থান দখল করে?


Ans: রেঙ্গুন ও প্রোম।


৯৫)কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের অবসান ঘটে?


Ans: ইয়ান্দাবুর সন্ধি।


৯৬)ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1826 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রহ্মরাজ বোদোপায়ার মধ্যে।


৯৭)ইয়ান্দাবুর সন্ধি দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রহ্মরাজের কাছ থেকে কোন কোন স্থান অধিকার করে?


Ans: আরাকান ও টেনাসেরিম।


৯৮)দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1852 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রহ্মদেশের।


৯৯)দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সময় ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল কে ছিলেন?


Ans: লর্ড ডালহৌসি।


১০০)দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের দ্বারা লর্ড ডালহৌসি কোন স্থান ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?


Ans: দক্ষিণ ব্রহ্ম বা পেগু।


১০১)তৃতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1885-86 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রহ্মদেশের।


১০২)তৃতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?


Ans: লর্ড ডাফরিন।


১০৩)প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1839-42 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আফগানিস্থানের।


১০৪)দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1878-80 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আফগানিস্তানের আমির শের আলী খানের মধ্যে।


১০৫)দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?


Ans: লর্ড লিটন।


১০৬)কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধের অবসান ঘটে?


Ans: গন্ডমার্কের সন্ধি।


১০৭)গন্ডমার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1879 খ্রীঃ, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আফগানিস্তানের আমির শের আলী খানের পুত্র ইয়াকুব খানের মধ্যে।


১০৮)গন্ডমার্কের সন্ধি দ্বারা ইংরেজরা ইন্ডিয়া কোম্পানি আফগানিস্তানের কোন কোন জেলা অধিকার করে?


Ans: কুররম, পিশিন ও‌ শিবি।


১০৯)সিংহল বা শ্রীলঙ্কায় কোন ইউরোপীয় শক্তি উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: ওলন্দাজ।


১১০)কবে শ্রীলঙ্কায় ওলন্দাজ আধিপত্যের অবসান ঘটে?


Ans: 1796 খ্রীঃ।


১১১)কোন সন্ধির দ্বারা ইংরেজরা সিংহলের উপর আধিপত্য স্থাপন করে?


Ans: 1802 খ্রীঃ, অ্যামিয়েন্সের সন্ধি।


১১২)শ্রীলঙ্কায় কারা সর্বপ্রথম চা ও রাবার চাষের প্রচলন করেন?


Ans: ইংরেজরা।


১১৩)কোন কোন দ্বীপপুঞ্জ নিয়ে ইন্দোনেশিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়?


Ans: সুমাত্রা, জাভা, বোর্নিও, বালি।


১১৪)কোন ইউরোপীয় দেশ ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: হল্যান্ড।(ডাচ/ওলন্দাজ)


১১৫) মালয়ে কোন কোন ইউরোপীয় শক্তি উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: প্রথমে পর্তুগিজ ও পরে ইংরেজরা।


১১৬)মালয়ের প্রধান দুটি উৎপাদিত দ্রব্যের নাম লেখ।


Ans: রবার ও টিন।


১১৭)মালয়ের বর্তমান নাম কি?


Ans: মালয়েশিয়া।


১১৮)কোন কোন দেশের মাঝে শ্যামদেশ অবস্থিত?


Ans: ইন্দোচীন ও ব্রহ্মদেশ।


১১৯)শ্যামদেশের বর্তমান নাম কি?


Ans: থাইল্যান্ড।


১২০)শ্যামদেশে বা থাইল্যান্ডে কোন কোন ইউরোপীয় শক্তি উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: ইংল্যান্ড ও ফ্রান্স।


১২১)ফিলিপিন্স দ্বীপপুঞ্জে কোন কোন সাম্রাজ্যবাদী রাষ্ট্র উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: প্রথমে স্পেন ওপরে আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২১)হাওয়াই দ্বীপপুঞ্জ কোন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের উপনিবেশ ছিল?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২২)মার্কিন যুক্তরাষ্ট্র কবে হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে সেখানে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে?


Ans: 1893 খ্রীঃ।


১২৩)দূরপ্রাচ্য বলতে কোন কোন দেশকে বোঝানো হয়?


Ans: জাপান ও চীন।


১২৪) কমোডর ম্যাথু পেরি কে ছিলেন?


Ans: একজন মার্কিন সেনাপতি।


১২৫) পেরির জাপান আগমন কবে ঘটেছিল?


Ans: 1854 খ্রীঃ।


১২৬)কমোডর ম্যাথু পেরি 1854 খ্রীঃ জাপানের কোন বন্দরে উপস্থিত হয়েছিলেন?


Ans: ইয়েডো বন্দরে।


১২৭) কানাগাওয়ার সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?


Ans: 1854 খ্রীঃ, জাপানের শোগুন সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের।


১২৮)কানাগাওয়ার সন্ধির শর্তানুসারে জাপানের কোন কোন বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়?


Ans: শিমোগা ও হাকোডাটা।


১২৯)ইঙ্গ-রুশ কনভেনশন কবে স্বাক্ষরিত হয়?


Ans: 1907 খ্রীঃ।


১৩০) ক্যান্টন বন্দর কোন দেশে অবস্থিত?


Ans: চীন।


১৩১)প্রথম ইঙ্গ-চীন যুদ্ধ বা প্রথম অহিফেন যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1839-42 খ্রীঃ, ইংল্যান্ডের সঙ্গে চীনের মাঞ্চু শাসকদের।


১৩২)কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-চীন যুদ্ধ বা প্রথম অহিফেন যুদ্ধের অবসান ঘটে?


Ans: নানকিং এর সন্ধি।


১৩৩)নানকিং এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1842 খ্রীঃ, ইংল্যান্ডের সঙ্গে চীনের মাঞ্চু শাসকদের।


১৩৪)নানকিং এর সন্ধির শর্তানুসারে ইংরেজরা চীনের কোন বন্দর অধিকার করে?


Ans: হংকং।


১৩৫)দ্বিতীয় ইঙ্গ-চীন যুদ্ধ বা দ্বিতীয় অহিফেন যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1856-58 খ্রীঃ, ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চীনের।


১৩৬)কোন সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গ-চীন যুদ্ধ বা দ্বিতীয় অহিফেন যুদ্ধের অবসান ঘটে?


Ans: তিয়েনসিনের সন্ধি।


১৩৭)তিয়েনসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1858 খ্রীঃ, ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চীনের।


১৩৮)কোন সন্ধির দ্বারা ইউরোপীয়রা চীনে দূতাবাস স্থাপন ও খ্রিষ্টান ধর্ম প্রচারের অধিকার পায়?


Ans: তিয়েনসিনের সন্ধি।


১৩৯)কোরিয়া দখলের উদ্দেশ্যে জাপান কবে চীন আক্রমণ করে?


Ans: 1894 খ্রীঃ।


১৪০)শিমনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1895 খ্রীঃ, চীন ও জাপানের মধ্যে।


১৪১)মুক্তদ্বার নীতি বা Open Door policy কে কবে ঘোষণা করেন?


Ans: মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে, 1899 খ্রীঃ।


১৪২)স্যার জন হে প্রবর্তিত মুক্তদ্বার নীতিকে কে ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ বলে অভিহিত করেছেন?


Ans: পন্ডিত জহরলাল নেহেরু।


১৪৩)বক্সার বিদ্রোহ কবে কোন দেশে সংঘটিত হয়েছিল?


Ans: 1900 খ্রীঃ, চীন‌ দেশে।


১৪৪)পোর্টস মাউথের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1905 খ্রীঃ, রাশিয়া ও জাপান।


১৪৫)জাপান কবে চীনের ওপর 21 দফা দাবি চাপিয়ে দেয়?


Ans: 1915 খ্রীঃ।


১৪৬)নতুন বিশ্ব বা New World শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: ইতালিয় নাবিক ও স্পেনীয় অভিযাত্রী আমেরিগো ভেসপুচি।


১৪৭) আমেরিগো ভেসপুচি কোন মহাদেশকে নতুন বিশ্ব বলে অভিহিত করেছেন?


Ans: কলম্বাস আবিষ্কৃত মহাদেশটিকে তথা আমেরিকা মহাদেশকে।


১৪৮)আমেরিকা মহাদেশ কে কবে আবিষ্কার করেন?


Ans: ক্রিস্টোফার কলম্বাস, 1892 খ্রীঃ।


১৪৯)কার নামানুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে?


Ans: আমেরিগো ভেসপুচি।


১৫০)কানাডায় কে এবং কবে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন?


Ans: ফরাসি নাবিক জন কার্টিয়ার, 1602 খ্রীঃ।


১৫১) আমেরিকার আদিম অধিবাসীদের কি বলা হয়?


Ans: রেড ইন্ডিয়ান।


১৫২) আটলান্টিক ক্রীতদাস ব্যবসা কি?


Ans: আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ক্রীতদাসদের আমেরিকায় রপ্তানির ব্যবসাকে আটলান্টিক ক্রীতদাস ব্যবসা বলা হয়।


১৫৩)কোন দ্বীপে সর্বপ্রথম সোনা পাওয়া যায়?


Ans: হিস্পানিওলা দ্বীপে।


১৫৪)স্পেনের ভগিনী রাজ্য বা সিস্টার কিংডম কাকে বলা হয়?


Ans: নতুন বিশ্বে স্পেনের উপনিবেশগুলিকে।


১৫৫) নতুন স্পেন কি?


Ans: স্পেনীয়রা আমেরিকার যে বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য বিস্তার করে বা উপনিবেশ গড়ে তোলে, তাকে নতুন স্পেন বলা হয়।


১৫৬) স্পেন আমেরিকার কোন কোন স্থানে উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ, মেক্সিকো, ফ্লোরিডা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে।


১৫৭)আজটেক সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল?


Ans: মেক্সিকো।


১৫৮)আজটেক সভ্যতা কে ধ্বংস করেন?


Ans: স্পেনের নাবিক হার্মান্দো কোর্টেস।


১৫৯)ইনকা সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল?


Ans: পেরু।


১৬০) ইনকা সভ্যতা কে কবে ধ্বংস করেন?


Ans: স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো, 1532 খ্রীঃ।


১৬১) কে সর্বপ্রথম নিউফাউন্ডল্যান্ডে পৌঁছান?


Ans: জন ক্যাবট।


১৬২)জন ক্যাবট কবে এবং কোন জাহাজে চড়ে নিউফাউন্ডল্যান্ডে পৌঁছান?


Ans: 1497 খ্রীঃ, ম্যাথু নামক জাহাজে চড়ে।


১৬২)জন ক্যাবট কবে নোভাস্কোসিয়া ও নিউ ইংল্যান্ডে পৌঁছান?


Ans: 1498 খ্রীঃ।


১৬৩)আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কাকে বলা হয়?


Ans: স্যার হামফ্রে গিলবার্ট।


১৬৪) ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝো?


Ans: অষ্টাদশ শতকে ব্রিটিশরা বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকাস্থিত ওলন্দাজ ও ফরাসিদের পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী অঞ্চলে যে 13 টি উপনিবেশ প্রতিষ্ঠা করে, তাদের একত্রে ত্রয়োদশ উপনিবেশ বলা হয়। 


১৬৫)কোন দেশ আমেরিকায় ত্রয়োদশ উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: ইংল্যান্ড।


১৬৬)আমেরিকায় ইংল্যান্ড পরিচালিত প্রশাসনের স্থায়ী কেন্দ্র কোথায় ছিল?


Ans: ভার্জিনিয়া।


১৬৭)আমেরিকায় ব্রিটিশ উপনিবেশগুলি কবে ইংল্যান্ডের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করে?


Ans: 1776 খ্রীঃ।


১৬৮) আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে?


Ans: 1783 খ্রীঃ।


১৬৯)ডাচ ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি কবে গঠিত হয়?


Ans: 1612 খ্রীঃ।


১৭০)ব্রাজিলে কোন ইউরোপীয় দেশের কাদের উপনিবেশ ছিল?


Ans: পোর্তুগাল।


১৭১)কোন পোর্তুগিজ নাবিক সর্বপ্রথম ব্রাজিলে পদার্পণ করেন?


Ans: পেড্রো কেব্রাল।


১৭২)পোর্তুগিজ নাবিক পেড্রো কেব্রাল কবে সর্বপ্রথম ব্রাজিলে পদার্পণ করেন?


Ans: 1500 খ্রীঃ।


১৭৩)কোন পোর্তুগিজ নাবিকের উদ্যোগে সর্বপ্রথম উপনিবেশ প্রতিষ্ঠিত হয়?


Ans: পেড্রো কেব্রাল।


১৭৪)ফরাসি সম্রাট নেপোলিয়ন কবে পোর্তুগাল আক্রমণ করেন?


Ans: 1808 খ্রীঃ।


১৭৫)ফরাসি সম্রাট নেপোলিয়নের পোর্তুগাল আক্রমণের সময় পোর্তুগালের রাজা কে ছিলেন?


Ans: ষষ্ঠ জোয়াও।


১৭৬)ব্রাজিলের রাজধানীর নাম কি?


Ans: রিও-ডি-জেনিরো।


১৭৭) ব্রাজিল কবে স্বাধীনতা লাভ করে?


Ans: 1822 খ্রীঃ।


১৭৮)পোর্তুগালের অধীনতা থেকে স্বাধীনতা লাভের পর কে নিজেকে ব্রাজিলের সম্রাট বলে ঘোষণা করেন?


Ans: ডোম পেড্রো।


১৭৯)ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়?


Ans: 1664 খ্রীঃ।


১৮০)ফরাসিরা কোথায় এবং কবে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল?


Ans: কুইবেক এ, 1608 খ্রীঃ।


১৮১)কার নেতৃত্বে এবং কবে ফরাসিরা সর্বপ্রথম কুইবেকে উপনিবেশ স্থাপনের পরিকল্পনা করেছিলেন?


Ans: 1535 খ্রীঃ, জ্যাক কার্টিয়ার।


১৮২)আমেরিকা মহাদেশের কোথায় নেদারল্যান্ডের ওলন্দাজ বা ডাচরা উপনিবেশ স্থাপন করেছিলেন?


Ans: নিউ আমস্টারডাম।


১৮৩) ইংরেজরা নিউ আমস্টারডামের কী নামকরণ করেন?


Ans: নিউইয়র্ক।


১৮৪)“Wealth of Nations” গ্রন্থটি কার লেখা?


Ans: অ্যাডাম স্মিথ।


১৮৫)“Mercantilism” বা মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: অ্যাডাম স্মিথ, তাঁর “Wealth of Nations” গ্রন্থে।


১৮৬)সাম্রাজ্যবাদ উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যার গুরুত্বপূর্ণ উপাদানের নাম লেখ।


Ans: কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রয়ের বাজার।


১৮৭)দুজন সাম্রাজ্যবাদ ও উপনিবেশিকতাবাদ উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যাদাতার নাম লেখ।


Ans: জে.এ.হবসন এবং ভি.আই.লেলিন।


১৮৮) নয়া উপনিবেশিকতাবাদ কাকে বলে?


Ans: যে কৌশলের দ্বারা আধুনিক বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলি অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর বিভিন্ন দেশের ভূখণ্ড দখল না করে সেই সমস্ত দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করতে সক্ষম হয়, তাকে নয়া উপনিবেশিকতা বাদ বলে।


১৮৯)বাড়তি মূলধনের চাপকে কে সাম্রাজ্যবাদ বা উপনিবেশ দখলের কারণ বলে চিহ্নিত করেছেন?


Ans: জে.এ.হবসন।


১৯০)“Imperialism:A Study” (“সাম্রাজ্যবাদ: সমীক্ষা”) গ্রন্থটি কে রচনা করেন।


Ans: জে.এ.হবসন।


১৯১)“Imperialism:A Study” গ্রন্থটি কবে প্রকাশিত হয়?


Ans: 1902 খ্রীঃ।


১৯২)“Imperialism:The Highest Stage of Capitalism” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ভি.আই.লেলিন।


১৯৩)“Imperialism:The Highest Stage of Capitalism” গ্রন্থটি কবে প্রকাশিত হয়?


Ans: 1916 খ্রীঃ‌।


১৯৪)“পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম”-উক্তিটি কার?


Ans: ভি.আই.লেলিন।


১৯৫)“সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ”-উক্তিটি কার?


Ans: ভি.আই.লেলিন।


১৯৬)“পুঁজিবাদী অর্থনীতি হলো যুদ্ধের জন্মদাতা”-উক্তিটি কার?


Ans: ভি.আই.লেলিন।


১৯৭)সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারের সামরিক কারণগুলি কি কি?


Ans: নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা ও সামরিক মর্যাদা বৃদ্ধি।


১৯৮)সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারের রাজনৈতিক কারণগুলি কি কি?


Ans: উগ্র জাতীয়তাবাদ ও ক্ষমতার আকাঙ্ক্ষা।


১৯৯)সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারের অর্থনৈতিক কারণগুলি কি কি?


Ans: কাঁচামাল সংগ্রহ, মূলধন বিনিয়োগ, পণ্য বিক্রির বাজার ও শ্রমিক সংগ্রহ।


২০০)সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারের সামাজিক কারণগুলি কি কি?


Ans: জনসংখ্যা বৃদ্ধি ও সভ্যতার প্রসার।


২০১)সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ প্রসারের ধর্মীয় কারণগুলি কি কি?


Ans: ধর্মপ্রচার ও মানব কল্যাণ।


২০২)“সাম্রাজ্যবাদের ফলে যুদ্ধ শুরু হয়, একথা অর্ধসত্য। আবার একথাও সত্য যে যুদ্ধের ভীতি থেকেই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে।”-উক্তিটি কার?


Ans: ডেভিড টমসন।


২০৩)“শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা” (White man's burden) কবিতাটি কার লেখা?


Ans: রুডইয়ার্ড কিপলিং।


২০৪)“বাঁচার মত স্থান”-এই তত্ত্ব কে প্রচার করেন?


Ans: অ্যাডলফ হিটলার।


২০৫)“যোগ্যতমের উদবর্তন”-তত্ত্বের প্রবক্তা কে?


Ans: চার্লস ডারউইন।


২০৬)কে মনে করতেন অনুন্নত জাতিগুলিকে সভ্য করে তোলা উন্নত জাতিগুলির দায়িত্বের মধ্যে পড়ে?


Ans: ফরাসি লেখক জুলি ফেরি।


২০৭) মিশনারি স্ট্যানলি এবং কার্ডিনাল লেভিজেরি কোন দেশের অধিবাসী ছিলেন?


Ans: ফ্রান্স।


২০৯)ড.ডেভিড লিভিংটন কে ছিলেন?


Ans: ড.ডেভিড লিভিংটন ছিলেন একজন স্কটিশ মিশনারি।লন্ডন মিশনারি সোসাইটির একজন সমাজসেবী চিকিৎসক হিসাবে তিনি আফ্রিকায় প্রবেশ করেন এবং খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন।


২১০)আধুনিক আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশে ব্রিটেন উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: 20টি।


২১২)আধুনিক আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশে ফ্রান্স উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: 18টি।


২১৩)আধুনিক আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশে পোর্তুগাল উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: 5টি।


২১৪)আধুনিক আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশে স্পেন উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: 4টি।


২১৫)আধুনিক আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশে ইতালি উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: 3টি।


২১৬)আধুনিক আফ্রিকা মহাদেশে মোট কয়টি দেশে বেলজিয়াম উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল?


Ans: 2টি।


২১৭)ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে কে পাশ্চাত্যের শিক্ষাব্যবস্থা অপেক্ষা সম্পূর্ণ নিকৃষ্ট বলে মনে করতেন?


Ans: টমাস ব্যাবিংটন মেকলে।


২১৮)“ইউরোপের ভালো কোন গ্রন্থাগারের একটি তাক সমগ্র ভারত ও আরবের সাহিত্যের সমকক্ষ”-উক্তিটি কার?


Ans: টমাস ব্যাবিংটন মেকলে।


২১৯)“On the Origin of Specis” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: চার্লস ডারউইন।


২২০)“The Descent of Man” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: চার্লস ডারউইন।


২২১)পাবলো পিকাসো কোন দেশের চিত্র শিল্পী ছিলেন?


Ans: স্পেন।


২২৩)পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন?


Ans: আফ্রিকা।


২২৪) উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়?


Ans: জাপান।


২২৫)চীনে প্রবেশের জলপথ প্রথম কে আবিষ্কার করেন?


Ans: রাফায়েল পেরস্ট্রেলো।


২২৬)কুইবেক শহর কে প্রতিষ্ঠা করেন?


Ans: ফরাসি নাগরিক স্যামুয়েল চ্যাম্পলেইন।


২২৭)নিকট প্রাচ্য বলতে কোন দেশকে বোঝায়?


Ans: তুরস্ক।


২২৮)প্রাচ্যের সভ্যতাকে কে ‘দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা’ বলে অভিহিত করেছেন?


Ans: Ans: টমাস ব্যাবিংটন মেকলে।


২২৯)কোন কোন জার্মান ঐতিহাসিক জার্মানির টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন?


Ans: হেনরিখ্ ফন ট্রিটস্কি, বার্নহার্ডি।


২৩০)কোন ইংরেজি লেখক অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন?


Ans: হোমার লি।


২৩১)সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের একচেটিয়া পর্যায় বলে কে অভিহিত করেছেন?


Ans: ভি.আই.লেলিন


২৩২)ফিনান্স ক্যাপিটালিজম (Finance Capitalism) ধারণা কে প্রবর্তন করেন?


Ans: রুডলফ্ হিলফারডিন।


২৩৩)নয়া সাম্রাজ্যবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: ডেভিড টমসন‌।


২৩৪)পোর্তুগিজ জলদস্যুদের কি বলা হত?


Ans: হার্মাদ।


২৩৩)বাড়তি মূলধনের চাপকে কে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মূল কারণ বলে অভিহিত করেছেন?


Ans: জে.এ.হবসন।


২৩৪) সম্মানপদ নামে কারা পরিচিত?


Ans: জাপানি। 


২৩৫) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয়?


Ans: 1600 খ্রীঃ।


২৩৬)ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?


Ans: 1602 খ্রীঃ।


২৩৭)অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কে আবিষ্কার করেছিলেন?


Ans: ক্যাপ্টেন কুক।


২৩৮)ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়ার কোন অঞ্চলে সর্বপ্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করেন?


Ans: বোটানি হ্রদ অঞ্চলে।


২৩৯)দক্ষিণ আফ্রিকার কোন অঞ্চলে ইংরেজরা প্রথম উপনিবেশ গড়ে তোলে?


Ans: কেপ-অফ-গুড অঞ্চল।


২৪০)কোন দেশকে ইউরোপীয়রা তরমুজের ফালির মত ভাগাভাগি করে নিয়েছিল?


Ans: চীন।


২৪১)উত্তর আফ্রিকার কোথায় ফরাসিরা সর্ব প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন?


Ans: আলজেরিয়া।


২৪২)সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে ?


Ans: হার্বাট স্পেনসার।


২৪৩) কোন ইংরেজ সাহিত্যিক ভারতীয়দের “Half Child and half Devil” বলে অভিহিত করেছেন?


Ans: রুডইয়ার্ড কিপলিং।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.