Class 11th ইতিহাস সাজেশন PDF: প্রতিবছর একাদশ শ্রেণির পরীক্ষায় Class 11th History Suggestion 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Class 11th ইতিহাস সাজেশন PDF.
নিচে Class 11th History Suggestion 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Class 11th ইতিহাস সাজেশন PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
Class 11th ইতিহাস সাজেশন | Class 11th History Suggestion 2024
১) একটি প্রায় ইতিহাস যুগের সভ্যতার নাম লেখ।
Ans: হরপ্পা সভ্যতা।
২) পৃথিবীর প্রাচীনতম জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে?
Ans: আফ্রিকার সুদানে।
৩) ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি?
Ans: 18 টি।
৪)প্লেসটোসিন পর্ব আর কি নামে পরিচিত?
Ans: তুষার যুগ।
৫) পৃথিবীতে কে প্রথম আইন সংকলন করেন?
Ans: হামুরাবি।
৬) হোমোহাবিলিস শব্দের অর্থ কি?
Ans: দক্ষ মানুষ।
৭)"রিপাবলিক" গ্রন্থের লেখক কে?
Ans: প্লেটো।
৮) পাটলিপুত্র কোন মহাজনপদের রাজধানী ছিল?
Ans: মগধ।
৯) এক্রোপলিস কি?
Ans: গ্রীসের পাহাড়ের ওপর দুর্গের মত সুদৃঢ় কেন্দ্র।
১০) জিয়াউদ্দিন বরনী কোন যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক?
Ans: সুলতানি যুগের।
১১)"অর্থশাস্ত্র" গ্রন্থের লেখক কে?
Ans: কৌটিল্য।
১২)"দ্য প্রিন্স" গ্রন্থের লেখক কে?
Ans: ম্যাকিয়াভেলি।
১৩)"ফতোয়া ই জাহান্দারি" গ্রন্থের লেখক কে?
Ans: জিয়াউদ্দিন বরনী।
১৪) "সোশ্যাল কন্ট্রাক্ট" গ্রন্থের লেখক কে?
Ans: রুশো।
১৫) রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কি বলা হত?
Ans: ম্যানুমিসিও।
১৬) ম্যানর শব্দের অর্থ কি?
Ans: খামার।
১৭) প্রাচীন ভারতে কবে দ্বিতীয় নগরায়ন শুরু হয়?
Ans: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।
১৮) গ্রীসের সমাজে কোন জনগোষ্ঠী পেরিওকয় নামে পরিচিত?
Ans: ল্যাকডোমিয়ান।
১৯) নেফারতিতির আবক্ষমূর্তি বর্তমানে কোন জাদুঘরে রাখা আছে?
Ans: বার্লিন জাদুঘরে।
২০) সম্পত্তির অধিকার থেকে বিধবাকে বঞ্চিত করার জন্য কোন প্রথা সৃষ্টি হয়েছিল?
Ans: সতীদাহ প্রথা।
২১) ক্রুসেড শব্দের অর্থ কি?
Ans: ধর্মযুদ্ধ।
২২) মরু অঞ্চলের যাযাবর অধিবাসীদের কি বলা হয়?
Ans: বেদুইন।
২৩)"On Monarchy" গ্রন্থটি কে রচনা করেন?
Ans: দান্তে।
২৪) কে ঝড়ের অন্তরীপ নামকরণ করেন?
Ans: বার্থোলোমিউ দিয়াজ।
২৫) কাকে আধুনিক রসায়ন বিদ্যার জনক বলা হয়?
Ans: ল্যাভয়সিয়রকে।
২৬) কাকে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা বলা হয়?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।
২৭)"আইন-ই-আকবরী" গ্রন্থটি কে রচনা করেন?
Ans: আবুল ফজল।
২৮) প্রাচীন ভারতে কারা দ্বিজ নামে পরিচিত ছিল?
Ans: ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা।
২৯)"পৃথ্বীরাজ রাসো" কাব্যটি কে রচনা করেন?
Ans: চাঁদ বরদৈ।
৩০) বিস্ময়কর ডাক্তার কাকে বলা হয়?
Ans: রজার বেকন।
Please do not share any spam link in the comment box