ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২৪ | Class 11th History Suggestion 2024 PDF Download

ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২৪ PDF: প্রতিবছর একাদশ শ্রেণির পরীক্ষায় Class 11th History Suggestion 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২৪ PDF.

নিচে Class 11th History Suggestion 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২৪ PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২৪ | Class 11th History Suggestion 2024 PDF Download

ক্লাস 11 ইতিহাস সাজেশন ২০২৪ | Class 11th History Suggestion 2024 PDF Download


১)প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি?


Ans: জীবাশ্ম, গুহাচিত্র, মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি ইত্যাদি।


২) কোন সময় থেকে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়?


Ans: খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে।


৩) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি?


Ans: গিলগামেশ।


৪) কোন যুগের মানুষ কৃষি পদ্ধতি আবিষ্কার করেছিল?


Ans: নব্য প্রস্তর যুগে।


৫) প্রাচীন কোন সভ্যতাকে দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা বলা হয়?


Ans: মেসোপটেমিয়া সভ্যতা।


৬) বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত?


Ans: হোলোসিন যুগ।


৭) এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল?


Ans: গণতান্ত্রিক।


৮) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?


Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।


৯)খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে গড়ে ওঠা মহাজনপদগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তিশালী হয়ে উঠেছিল?


Ans: মগধ।


১০)কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানির দ্বারা অনুসৃত বলে জিয়াউদ্দিন বরনী মনে করতেন?


Ans: পারস্যের।


১১) আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়?


Ans: মেকিয়াভেলি।


১২) ইক্তা ব্যবস্থায় ইক্তার প্রাপক কে কি বলা হত?


Ans: মাকতি।


১৩) কোন সুলতান সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন?


Ans: আলাউদ্দিন খলজী।


১৪) ম্যান্ডারিন কাদের বলা হয়?


Ans: প্রাচীন চীনের উচ্চপদস্থ আমলাদের ম্যান্ডারিন বলা হত।


১৫) পারস্যের প্রাদেশিক শাসনকর্তাদের কি বলা হতো?


Ans: স্যাট্রাপ।


১৬) প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল?


Ans: সিসিলি তে।


১৭)ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের কি বলা হত?


Ans: ভিলেন।


১৮) ইউরোপের কোন দেশে সর্বপ্রথম ব্যবসায়ীদের গিল্ড গড়ে উঠেছিল?


Ans: ইংল্যান্ড।


১৯) প্রণয়মূলক বিবাহ কোন শ্রেণীর বিবাহের অন্তর্ভুক্ত?


Ans: গান্ধর্ব বিবাহ।


২০) কোন যুদ্ধে রানী দুর্গাবতী নিহত হন?


Ans: নররাইয়ের যুদ্ধে।


২১) স্পার্টার স্বাধীন নাগরিকদের কি বলা হত?


Ans: প্যাট্রিয়ট।


২২)সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগের ঘটনাকে বৌদ্ধধর্ম শাস্ত্রে কি বলা হয়?


Ans: মহাভিনিষ্ক্রমণ।


২৩) তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: পাটলিপুত্রে।


২৪) ধম্ম পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালিপির অন্তর্ভুক্ত?


Ans: দ্বিতীয় শিলালেখ।


২৫)বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদগাতা কাকে বলা হয়?


Ans: টলেমি।


২৬) দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়?


Ans: গ্যালিলিও গ্যালিলি।


২৭) পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন?


Ans: গ্যালিলিও গ্যালিলি।


২৮) আতস কাচ কে আবিষ্কার করেন?


Ans: রজার বেকন।


২৯) আধুনিক পরমাণুবাদের জনক কাকে বলা হয়?


Ans: জন ডাল্টন।


৩০) ইনকা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে?


Ans: পেরু।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.