একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | Class 11th History Question Answer 2024

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর 2024 PDF: প্রতিবছর একাদশ শ্রেণির পরীক্ষায় Class 11th History Question Answer 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর 2024 PDF.

নিচে Class 11th History Question Answer 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর 2024 PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | Class 11th History Question Answer 2024

একাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উত্তর 2024 | Class 11th History Question Answer 2024


১) "অর্থশাস্ত্র" গ্রন্থটির লেখক কে?


Ans: কৌটিল্য।


২) প্রায় ইতিহাস বলতে কী বোঝো?


Ans: প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল।


৩) "কিরান-উস-সাদাইন" গ্রন্থটির রচয়িতা কে?


Ans: আমির খসরু।


৪) "অরিজিন অফ স্পিসিস" গ্রন্থটির রচয়িতা কে?


Ans: চার্লস ডারউইন।


৫) মিশরের সবচেয়ে বড় পিরামিডের নাম কি?


Ans: খুফুর পিরামিড।


৬) সুমেরীয় সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?


Ans: তিনটি।


৭) প্রাচীন ভারতে কবে মহাজনপদগুলির উৎপত্তি হয়?


Ans: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।


৮) "রিপাবলিক" গ্রন্থের লেখক কে?


Ans: প্লেটো।


৯) কোন মহাজনপদের রাজধানী ছিল পাটলিপুত্র?


Ans: মগধ।


১০) সিসেরো কে ছিলেন?


Ans: একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ ও আইনজ্ঞ।


১১) ভারতে ইক্তা প্রথা কে প্রবর্তন করেন?


Ans: ইলতুৎমিস।


১২) কে রাষ্ট্রের স্বার্থে প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তনেরর কথা বলেন?


Ans: ফরাসি দার্শনিক মন্তেস্কু।


১৩) কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে?


Ans: প্রাচীন রোমান সভ্যতায়।


১৪) ইংরাজি "ফিউডালিজম" শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে?


Ans: লাতিন শব্দ ফিউডালিস থেকে।


১৫) ম্যানরের দরিদ্র কৃষকেরা কি নামে পরিচিত ছিল?


Ans: ভিলেন।


১৬) অর্থশাস্ত্র গ্রন্থে কয় প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে?


Ans: ৮ প্রকার।


১৭) প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি কোন মিশরীয় ফ্যারাও এর স্ত্রী ছিলেন?


Ans: আখেনাটেন।


১৮) স্পার্টার সমাজ ব্যবস্থায় ক্রীতদাসদের কি বলা হত?


Ans: হেলট।


১৯) দীন-ই-ইলাহি কে কবে প্রবর্তন করেন?


Ans: 1582 খ্রিস্টাব্দে, মোগল সম্রাট আকবর।


২০) দ্বিতীয় ক্রুসেড কবে শুরু হয়েছিল?


Ans: ১১৪৪-১১৪৯ খ্রিস্টাব্দে।


২১) কে ইংল্যান্ডে সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলনের উদ্যোগ নেন


Ans: রাজা অষ্টম হেনরি।


২২) বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা কে?


Ans: কোপারনিকাস।


২৩) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন?


Ans: স্পেনের।


২৪) টেলিফোন কে আবিষ্কার করেন?


Ans: আলেকজান্ডার গ্রাহাম বেল।


২৫) দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখ?


Ans: বৃজি ও মল্ল।


২৬) হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?


Ans: আমির খসরু।


২৭) কোন দেশে বারুদ আবিষ্কৃত হয়েছিল?


Ans: চীন।


২৮) আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে?


Ans: জোহান্স গুটেনবার্গ।


২৯) স্পার্টাকাস কে ছিলেন?


Ans: রোমের ক্রীতদাস বিদ্রোহের নেতা।


৩০)ভারত আক্রমণকারী একজন হুন নেতার নাম লেখ?


Ans: তোরমান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.