অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


একাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Class 11th History MCQ Question Answer

একাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর একাদশ শ্রেণির পরীক্ষায় Class 11th History MCQ Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF.

নিচে Class 11th History MCQ Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। একাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

একাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Class 11th History MCQ Question Answer

একাদশ শ্রেণির ইতিহাস MCQ প্রশ্ন উত্তর | Class 11th History MCQ Question Answer


১)ভারতে পুরাণের সংখ্যা কয়টি?


Ans: ১৮টি।


২) ‘প্রি হিস্ট্রি’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: ড্যানিয়েল উইলসন।


৩) ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: হেরোডোটাস।


৪) প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম কি?


Ans: হাতকুঠার।


৫) নব্য প্রস্তর যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ।


Ans: কৃষি প্রযুক্তির ব্যবহার।


৬) কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন?


Ans: সুমেরীয় সভ্যতা।


৭) গ্রিসের নগর রাষ্ট্রগুলির কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের নাম লেখ।


Ans: অক্টোপলিশ ও পার্সিপলিশ।


৮) প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?


Ans: 5,000 জন।


৯) ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল?


Ans: অস্মক।


১০) "মুদ্রারাক্ষস" গ্রন্থের রচয়িতা কে?


Ans: বিশাখদত্ত।


১১) "দ্য প্রিন্স" গ্রন্থের রচয়িতা কে?


Ans: মেকিয়াভেলি।


১২) "তারিখ ই ফিরোজশাহী" গ্রন্থের রচয়িতা কে?


Ans: জিয়াউদ্দিন বরনী।


১৩) "দ্য রিপাবলিক" গ্রন্থের রচয়িতা কে?


Ans: সিসেরো।


১৪)ইংরেজি ‘Mandarin’ শব্দটি কি ধরনের শব্দ থেকে এসেছে?


Ans: পর্তুগিজ শব্দ থেকে।


১৫) "অ্যাক্ট অফ সুপ্রেমেসি" কে কবে ঘোষণা করেন?


Ans: টমাস ক্রমওয়েল, 1534 খ্রিস্টাব্দে।


১৬) রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কি বলা হত?


Ans: ম্যানুমিসিও।


১৭) ম্যানর ব্যবস্থার আরেক নাম কি?


Ans: সিনারীয় ব্যবস্থা।


১৮)প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল?


Ans: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।


১৯)গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন?


Ans: সাতটি।


২০)নূরজাহানের প্রকৃত নাম কি?


Ans: মেহেরুন্নেসা।


২১) স্পার্টার সমাজ কাদের নিয়ে গঠিত ছিল?


Ans: পেরিওকয়, প্যাট্রিসিয়ান ও হেলট।


২২)সম্রাট আকবর কোথায় ইবাদতখানা তৈরি করেছিলেন?


Ans: ফতেপুর সিক্রি।


২৩) প্রথম ক্রুসেড কবে শুরু হয়েছিল?


Ans: 1095 খ্রিস্টাব্দে।।


২৪) প্রথম খলিফার নাম কি?


Ans: আবু বকর।


২৫) কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয়?


Ans: জার্মানি।


২৬) নতুন বিশ্ব কাকে বলা হয়?


Ans: আমেরিকা।


২৭) "প্রিন্সিপিয়া" গ্রন্থটি কার লেখা?


Ans: স্যার আইজ্যাক নিউটন।


২৮) অগ্নিকুল তত্ত্বের প্রবক্তা কে?


Ans: চাঁদ বরদৈ।


২৯)কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?


Ans: শেরশাহ।


৩০)হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নাম লেখ?


Ans: নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শীকা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.