অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


একাদশ শ্রেনীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন-শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রশ্নোত্তর | Class 11 History Rajnoitik Biborton Question and Answer

একাদশ শ্রেনীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন-শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রশ্নোত্তর PDF: প্রতিবছর একাদশ শ্রেনীর পরীক্ষায় Class 11 History Rajnoitik Biborton Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেনীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন-শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রশ্নোত্তর PDF.

নিচে Class 11 History Rajnoitik Biborton Question and Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। একাদশ শ্রেনীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন-শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

একাদশ শ্রেনীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন-শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রশ্নোত্তর | Class 11 History Rajnoitik Biborton Question and Answer

একাদশ শ্রেনীর ইতিহাস রাজনৈতিক বিবর্তন-শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রশ্নোত্তর | Class 11 History Rajnoitik Biborton Question and Answer


১)প্রাচীনকালে কোন দেশে পলিশ বা নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল?


 Ans: গ্রিস।


২)প্রাচীন গ্রিসে আনুমানিক কতগুলি পলিশের অস্তিত্ব ছিল?


Ans: প্রায় 1500টি। 


৩)প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে কি বলা হত? 


Ans: পলিশ।


৪)"পলিটিক্স" গ্রন্থের রচয়িতা কে? 


Ans: অ্যারিস্টোটল। 


৫)"Men are the Polis"উক্তিটি কার? 


Ans: গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস।


৬)ক্রীট দ্বীপকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল? 


Ans: ইজিয়ান সভ্যতা। 


৭)গ্রিসের কয়েকটি পলিশ বা নগর রাষ্ট্রের নাম লেখ।


Ans: এথেন্স, স্পার্টা,‌ করিন্থ, থিবস, ইরিথ্রিয়া, আরগস, সিরাকিউজ ইত্যাদি।


৮)প্রাচীন গ্রিসে পাহাড়ের শিখরে গড়ে ওঠা জনপদগুলিকে কি বলা হত?


Ans: অক্টোপলিশ।


৯)"রিপাবলিক" গ্রন্থটির রচয়িতা কে?


Ans: প্লেটো।


১০)প্লাটিয়ার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: পারস্য ও বিভিন্ন গ্রিক পলিশগুলির মধ্যে।


১১)প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?


Ans: 5000 জনের অধিক।


১২)হিপপোডোমাসের মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?


Ans: 10,000 জন।


১৩)প্রাচীন এথেন্সে কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল?


Ans: গণতান্ত্রিক।


১৪)প্রাচীন স্পার্টায় কি ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল?


Ans: অভিজাততান্ত্রিক।


১৫)পেলোপনেসীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?


Ans: 431 খ্রীঃ পূঃ।


১৬) প্রাচীন গ্রিসের শাসন কাঠামোর কটি প্রধান অংশ ছিল এবং কি কি?


Ans: তিনটি,যথা-সমিতি, পরিষদ ও ম্যাজিস্ট্রেট।


১৭)প্রাচীন এথেন্সে প্রচলিত সমিতি কি নামে পরিচিত ছিল?


Ans: একলেজিয়া।


১৮)প্রাচীন স্পার্টায় প্রচলিত সমিতি কি নামে পরিচিত ছিল?


Ans: অ্যাপেলা।


১৯)প্রাচীন এথেন্সে প্রচলিত পরিষদ কি নামে পরিচিত ছিল?


Ans: অ্যারিওপাগাসের কাউন্সিল।


২০)প্রাচীন স্পার্টায় প্রচলিত পরিষদ কি নামে পরিচিত ছিল?


Ans: গেরুসিয়া।


২১)প্রাচীন এথেন্সের জুরি আদালতকে কি বলা হত?


Ans: হেলাইয়া।


২২)প্রাচীন এথেন্সের ম্যাজিস্ট্রেটদের কি বলা হত?


Ans: আরকন।


২৩)প্রাচীন স্পার্টার ম্যাজিস্ট্রেটদের কি বলা হত?


Ans: ইফর।


২৪)প্রাচীন এথেন্সে বিদেশিদের কি বলা হত?


Ans: মেটিক।


২৫)প্রাচীন এথেন্সে ক্রীতদাসদের কি বলা?


Ans: থিটিস।


২৬)প্রাচীন স্পার্টায় ক্রীতদাসদের কি বলা হত?


Ans: হেলট।


২৭)প্রাচীন গ্রিসে কাদের নাগরিক হিসাবে গণ্য করা হতো না?


Ans: মহিলাদের।


২৮) অ্যাক্রোপলিস কি?


Ans: প্রাচীন গ্রিসের অধিকাংশ পলিশের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিশের শাসনকেন্দ্র প্রতিষ্ঠিত হত। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত এই শাসন কেন্দ্রটিকে বলা হতো অ্যাক্রপলিস।


২৯)প্রাচীন গ্রিসে পলিশের মধ্যে অবস্থিত জনসাধারণের বাজারকে কি বলা হত?


Ans: অ্যাগোরা।


৩০)প্রাচীন গ্রিসের পলিশ বা নগর প্রাচীরের বাইরের গ্রামীণ অঞ্চলকে কি বলা হত?


Ans: চোরা।


৩১)প্রাচীন গ্রিসের কয়েকজন দেবদেবীর নাম লেখ।


Ans: জিউস, পসিডন, হ্যাডেস, অ্যাপোলো, আরটিমিস, এথেনা, হারমিস, ডিমিটার, হেরা প্রমূখ।


৩২) প্রাচীন এথেন্সের নগর দেবীর নাম কি?


Ans: এথেনা।


৩৩)প্রাচীন গ্রিসের আকাশের দেবতা কে ছিলেন?


Ans: জিউস।


৩৪)প্রাচীন গ্রিসের সাগর ও ভূমিকম্পের দেবতা কে ছিলেন?


Ans: পসিডন।


৩৫)প্রাচীন গ্রিসের পরলোকের দেবতা কে ছিলেন?


Ans: হ্যাডেস।


৩৬)প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দেবতা কে ছিলেন?


Ans: জিউস।


৩৭)বৈদিক যুগের প্রথম দিকে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে কি বলা হত?


Ans: জনপদ।


৩৮)খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের বিভিন্ন জনপদ ঐক্যবদ্ধ হয়ে যেসব ঐক্যবদ্ধ রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, তাদের কি বলা হয়?


Ans: মহাজনপদ।


৩৯)খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতে মোট কতগুলি মহাজনপদ গড়ে উঠেছিল?


Ans: 16 টি।


৪০) ভারতে কবে প্রথম আর্যদের আগমন ঘটে?


Ans: আনুমানিক 1500 খ্রীষ্টপূর্বাব্দে।


৪১)আর্যরা ভারতের কোথায় প্রথম বসতি স্থাপন করেছিল?


Ans: সপ্তসিন্ধু অঞ্চল।


৪২)আর্য সমাজে কয়েকটি পরিবারের সমষ্টিকে কি বলা হত?


Ans: গোত্র।


৪৩)আর্য সমাজে কয়েকটি গোত্রের সমষ্টিকে কি বলা হত?


Ans: গ্রাম।


৪৪)আর্য সমাজে কয়েকটি গ্রামের সমষ্টিকে কি বলা হত?


Ans: বিশ।


৪৫)আর্য সমাজে কয়েকটি বিশের সমষ্টিকে কি বলা হত?


Ans: জন।


৪৬)আর্য সমাজে বিশের শাসনকর্তাকে কি বলা হত?


উবিশপতি।


৪৭)আর্য সমাজে জনপদের শাসনকর্তাকে কি বলা হত?


Ans: জনপদিন।


৪৮) আর্য সমাজে পরিবারের প্রধানকে কি বলা হত?


Ans: গহপতি।


৪৯)আর্য সমাজে বণিকদের কি বলা হত?


Ans: শ্রেষ্ঠী।


৫০)বেদের কোন অংশে ‘রাজন’ শব্দটির উল্লেখ পাওয়া যায়?


Ans: ঋকবেদে।


৫১)কোন বেদে সর্বপ্রথম ‘মগধ’ নামের উল্লেখ পাওয়া যায়?


Ans: অথর্ববেদ।


৫২)প্রাচীন পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


Ans: সাইরাস।


৫৩)রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে?


Ans: 27টি।


৫৪) মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে?


Ans: ২৫টি।


৫৫) ”অষ্টাধ্যায়ী” গ্রন্থটি কার লেখা?


Ans: পাণিনি।


৫৬)অষ্টাধ্যায়ী গ্রন্থের কয়টি জনপদের উল্লেখ আছে?


Ans: ১৫টি।


৫৭)কোন কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ আছে?


Ans: বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি।


৫৮)কাশী মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব অংশে।


৫৯) কাশী মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: বারাণসী।


৬০)কোশল মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: অযোধ্যা।


৬১)কোশল মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: শ্রাবস্তী।


৬২)অঙ্গ মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বিহারের দক্ষিণ-পূর্বাংশে।


৬৩)অঙ্গ মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: চম্পা।


৬৪)মগধ মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলায়।


৬৫)মগধ মহাজনপদের প্রথম রাজধানীর নাম কি ছিল?


Ans: গিরিব্রজ।


৬৬)মগধের রাজধানী গিরিব্রজ থেকে কোথায় স্থানান্তরিত করা হয়েছিল?


Ans: প্রথমে রাজগৃহে এবং পরবর্তীকালে পাটলিপুত্রে।


৬৫)অবন্তী মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশে।


৬৬) অবন্তী মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: উত্তরাংশে রাজধানীর নাম ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশে রাজধানীর নাম ছিল মহিস্মতি।


৬৭)বৎস মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গা নদীর দক্ষিণ তীরে।


৬৮)বৎস মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: কৌশাম্বী।


৬৯)কোন গ্রন্থ থেকে বৎস জনপদের কথা জানা যায়?


Ans: কথাসরিৎসাগর।


৭০)বৃজি মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান উত্তর বিহারে।


৭১)বৃজি মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: বৈশালী।


৭২)মল্ল মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়।


৭৩) মল্ল মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: কুশীনগর বা পাবাপুরী।


৭৪)ষোড়শ মহাজনপদের কোন কোন মহাজনপদে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল?


Ans: বৃজি ও মল্ল।


৭৫)গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন?


Ans: মল্ল মহাজনপদের অন্তর্গত কুশীনগরে।


৭৬)কুরু মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান দিল্লি ও তার পার্শবর্তী অঞ্চলে।


৭৭)কুরু মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: ইন্দ্রপ্রস্থ।


৭৮)ইন্দ্রপ্রস্থের বর্তমান নাম কি?


Ans: দিল্লি।


৭৯)পাঞ্চাল মহাজনপদের বর্তমান নাম কি?


Ans: রোহিলখন্ড।


৮০)পাঞ্চাল মহাজনপদের রাজধানীর নাম কি?


Ans: উত্তরাঞ্চলে রাজধানীর নাম ছিল অহিচ্ছত্র ও দক্ষিণ পাঞ্চালের রাজধানীর নাম ছিল কাম্পিল্য।


৮১) চেদি মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমান বুন্দেলখন্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।


৮২) চেদি মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: শুকতিমতি।


৮৩) মৎস্য মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত?


Ans: রাজস্থানের জয়পুর।


৮৪) মৎস্য মহাজনপদের রাজধানীর নাম কি?


Ans: বিরাট নগর।


৮৫) শূরসেন মহাজনপদ বর্তমানে ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: যমুনা নদীর তীরে মথুরা অঞ্চল।


৮৬)শূরসেন মহাজনপদের রাজধানীর নাম কি?


Ans: মথুরা।


৮৭) অস্মক মহাজনপদ বর্তমানে ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: দক্ষিণ ভারতের বর্তমান গোদাবরী অঞ্চলে বা পাটলিতে।


৮৮) অস্মক মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: পোটালি বা ফোটান।


৮৯) গান্ধার মহাজনপদের বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: বর্তমানে রাওয়ালপিন্ডি বা তক্ষশীলা ও কাশ্মীর উপত্যকা।


৯০) গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: তক্ষশীলা।


৯১) কম্বোজ মহাজনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত ছিল?


Ans: দক্ষিণ-পশ্চিম কাশ্মীরে।


৯২) কম্বোজ মহাজনপদের রাজধানীর নাম কি ছিল?


Ans: রাজপুর।


৯৩)কোন মহাজনপদকে কেন্দ্র করে প্রথম ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে?


Ans: মগধ


৯৪) ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি?


Ans: অস্মক


৯৫) কিংবদন্তি অনুসারে রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


Ans: রোমুলাস অগাস্টুলাস।


৯৬) পূর্ব রোমান সাম্রাজ্যের প্রধান রাজধানীর নাম কি ছিল?


Ans: কনস্টান্টিনোপল।


৯৭) “মুদ্রারাক্ষস" নাটকের রচয়িতা কে?


Ans: বিশাখদত্ত।


৯৮) জুনাগর শিলালিপি কে খোদাই করেন?


Ans: শক মহাক্ষত্রপ রুদ্রদামন।


৯৯) চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় অনশনে প্রান ত্যাগ করেন?


Ans: শ্রবণবেলাগোলা।


১০০) "কল্পসূত্র"কে রচনা করেন?


Ans: জৈন পন্ডিত ভদ্রবাহু।


১০১):‘অমিত্রাঘাত' উপাধি কে গ্রহণ করেছিলেন?


Ans: বিন্দুসার।


১০২) ‘অমিত্রাঘাত' শব্দের অর্থ কি?


Ans: শত্রু নিধনকারী।


১০৩) প্রাচীন মগধের কোন সম্রাট ‘শ্রেণীক' উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: বিম্বিসার।


১০৪) প্রাচীন মগধের কোন সম্রাট ‘কুণিক' উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: অজাতশত্রু।


১০৫) “বৃহৎকথা কোষ" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: অমর সিংহ।


১০৬) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।


১০৭) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন?


Ans: ধননন্দ।


১০৮) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?


Ans: বৃহদ্রথ।


১০৯) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?


Ans: সম্রাট অশোক।


১১০) আলেকজান্ডার কোথাকার সম্রাট ছিলেন?


Ans: গ্রিসের ম্যাসিডোনিয়া।


১১১) আলেকজান্ডারের পিতার নাম কি ছিল?


Ans: দ্বিতীয় ফিলিপ।


১১২) আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?


Ans: 327 খ্রিস্টপূর্বাব্দে।


১১৩)আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন?


Ans: ধননন্দ।


১১৪) আলেকজান্ডারের শিক্ষকের নাম কি ছিল?


Ans: অ্যারিস্টোটল।


১১৫) আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন?


Ans: প্রায় 19 মাস।


১১৬) আলেকজান্ডার কবে এবং কোথায় মারা যান?


Ans: 323 খ্রিস্টপূর্বাব্দে, ব্যাবিলনে।


১১৭) মৌর্য সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন?


Ans: 273 খ্রীষ্টপূর্বাব্দে।


১১৮)মৌর্য সম্রাট অশোকের রাজ্যভিষেক কবে হয়েছিল?


Ans: 269 খ্রীষ্টপূর্বাব্দে।


১১৯) কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?


Ans: 261 খ্রীষ্টপূর্বাব্দে।


১২০) গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


Ans: শ্রী গুপ্ত।


১২১) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?


Ans: সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ।


১২২) দক্ষিণ ভারত বিজয়ের পর সমুদ্র গুপ্ত কোন যজ্ঞ করেছিলেন?


Ans: অশ্বমেধ যজ্ঞ।


১২৩) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?


Ans: সমুদ্র গুপ্ত।


১২৪)কোন গুপ্ত সম্রাট “মহেন্দ্রাদিত্য” উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: প্রথম কুমার গুপ্ত।


১২৫) ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়?


Ans: গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত।


১২৬) কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়?


Ans: গুপ্ত যুগ।


১২৭) কোন সম্রাটের শাসনকালকে মোগল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয়?


Ans: শাহজাহান।


১২৮) কোন দেশকে ইউরোপের রুগ্ন মানব বলা হয়?


Ans: তুরস্ক।


১২৯) প্রথম পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1526 খ্রিস্টাব্দে, বাবর ও ইব্রাহিম লোদী।


১৩০)খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1527 খ্রিস্টাব্দে বাবর ও সংগ্রাম সিংহ।


১৩১) ময়ূর সিংহাসন কে নির্মান করেন?


Ans: শাহজাহান।


১৩২) ময়ূর সিংহাসনের নির্মাণ শিল্পী কে ছিলেন?


Ans: বেবাদল খাঁ।


১৩৩) জাবতি প্রথা কে প্রবর্তন করেন?


Ans: টোডরমলের পরামর্শে আকবর।


১৩৪) আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল?


Ans: টোডরমল।


১৩৫) আকবরের রাজদরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন?


Ans: মিঞা তানসেন।


১৩৬)ভারতে কে প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেন?


Ans: শেরশাহ।


১৩৭) শেরশাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল?


Ans: ব্রম্ভজিৎ গৌড়।


১৩৮) প্রাচীন ভারতের কোন সম্রাট শকারি উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


১৩৯) “গন্ধমাদন” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


১৪০) দ্বিতীয় চন্দ্রগুপ্ত “গন্ধমাদন” গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন?


Ans: সংস্কৃত ভাষায়।


১৪১)প্রাচীন ভারতের কোন সম্রাট উত্তর পশ্চিম ভারতে শক সাম্রাজ্য ধ্বংস করেছিলেন?


Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


১৪২)কোন গুপ্ত সম্রাটের মুদ্রায় বীণা বাজানোর চিত্র অঙ্কিত আছে?


Ans: সমুদ্র গুপ্ত।


১৪৩) গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?


Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


১৪৪) ভারতে কে এবং কবে গুপ্তাব্দ প্রচলন করেন?


Ans: প্রথম চন্দ্রগুপ্ত, 320 খ্রিস্টাব্দে।


১৪৫) গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন?


Ans: বুধ গুপ্ত।


১৪৬) ভারতে কারা প্রথম বিদেশি আক্রমণের সূচনা করে?


Ans: পারসিকরা।


১৪৭) কলিঙ্গ স্থানটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত?


Ans: উড়িষ্যা।


১৪৮)কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রচলন করেন?


Ans: শেরশাহ।


১৪৯) চৌথ ও সরদেশমুখী কর কারা আদায় করত?


Ans: মারাঠা।


১৫০) নাবালক আকবরের অভিভাবক কে ছিলেন?


Ans: বৈরাম খাঁ।


১৫১) বারো ভূঁইয়া কাদের বলা হত?


Ans: মোগল সম্রাট আকবরের শাসনকালে বাংলাদেশের 12 জন বিদ্রোহী হিন্দু ও মুসলমান জমিদারকে একত্রে বারোভূঁইয়া বলা হত।


১৫২) কোন মোগল সম্রাট বাংলার বারো ভূঁইয়াদের দমন করেন?


Ans: জাহাঙ্গীর।


১৫৩) ভারতে মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


Ans: ছত্রপতি শিবাজী।


১৫৪) সিংহাসনে আরোহন করে ঔরঙ্গজেব কোন উপাধি গ্রহণ করেন?


Ans: আলমগীর।


১৫৫)দাক্ষিণাত্য ক্ষত কোন মোগল সম্রাটের সঙ্গে সম্পর্কিত?


Ans: ঔরঙ্গজেব।


১৫৬) কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?


Ans: ঔরঙ্গজেব।


১৫৭) মোগল সম্রাট ঔরঙ্গজেবের কবে মৃত্যু হয়?


Ans: 1707 খ্রিস্টাব্দে।


১৫৮) কোন মোগল সম্রাট এশিয়া বিজয় নীতি গ্রহণ করেছিলেন?


Ans: শাহজাহান।


১৫৯)কোন মোগল সম্রাট কে ‘প্রিন্স অফ বিল্ডার্স' বলা হয়?


Ans: শাহজাহান।


১৬০) জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আগত দুজন ইউরোপীয় পর্যটক এর নাম লেখ।


Ans: স্যার টমাস রো এবং উইলিয়াম হকিন্স।


১৬১) দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1556 খ্রিস্টাব্দে, আকবর ও হিমু।


১৬২) হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1576 খ্রিস্টাব্দে, আকবর ও মহারানা প্রতাপ সিংহ।


১৬৩) হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন?


Ans: মানসিংহ।


১৬৪)ঘর্ঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1529 খ্রিস্টাব্দে, বাবর এবং মাহমুদ লোদী, নুসরাত সাহ ও শের খাঁর মিলিত বাহিনীর মধ্যে।


১৬৫)চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1539 খ্রিস্টাব্দে, হুমায়ুন ও শেরশাহ।


১৬৬) বিল্বগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 1540 খ্রিষ্টাব্দে, হুমায়ুন ও শেরশাহ।


১৬৭) শেরশাহের প্রকৃত নাম কি?


Ans: ফরিদ খাঁ।


১৬৮) জাহাঙ্গীরের প্রকৃত নাম কি?


Ans: সেলিম।


১৬৯) শাহজাহানের প্রকৃত নাম কি?


Ans: খুররম।


১৭০) নুরজাহানের প্রকৃত নাম কি?


Ans: মেহেরুন্নেসা।


১৭১) বাবর শব্দের অর্থ কি?


Ans: সিংহ।


১৭২) হুমায়ুন শব্দের অর্থ কি?


Ans: সৌভাগ্যবান।


১৭৩) নুরজাহান শব্দের অর্থ কি?


Ans: জগতের আলো।


১৭৪) মোঙ্গল শব্দের অর্থ কি?


Ans: নির্ভীক।


১৭৫)পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1665 খ্রিস্টাব্দে শিবাজী ও জয়সিংহ।


১৭৬) ময়ূর সিংহাসনের স্থপতি কে ছিলেন?


Ans: বেবাদল খাঁ।


১৭৭) তাজমহলের স্থপতি কে ছিলেন?


Ans: ঈশা খাঁ।


১৭৮)জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন?


Ans: পঞ্চম শিখ গুরু অর্জুন।


১৭৯)ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন?


Ans: নবম শিখ গুরু তেগ বাহাদুর।


১৮০) মগধে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


Ans: মহাপদ্ম নন্দ।


১৮১) নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন?


Ans: ধননন্দ।


১৮২) কোন সম্রাট ‘দেবনাম প্রিয়দর্শী' উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: মৌর্য সম্রাট অশোক।


১৮৩) সম্রাট অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন?


Ans: উপগুপ্ত।


১৮৪) সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল?


Ans: পাটলিপুত্র।


১৮৫) কোন সম্রাট দন্ড সমতা ও ব্যবহার সমতা নীতির প্রচলন করেন?


Ans: মৌর্য সম্রাট অশোক।


১৮৬) শকাব্দ কে এবং কবে প্রচলন করেন?


Ans: কুষাণ সম্রাট কনিষ্ক, 78 খ্রিস্টাব্দে।


১৮৭)হিদাস্পিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 326 খ্রিস্ট পূর্বাব্দে, পুরু ও আলেকজান্ডারের মধ্যে।


১৮৮) প্রাচীন লিবিয়ার রাজধানী কোথায় ছিল?


Ans: সারদিস নগর।


১৮৯) পারস্য সম্রাট দারাউসের সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল?


Ans: 20টি।


১৯০)কোন শিলালিপি থেকে চেদি রাজবংশের কথা জানা যায়?


Ans: হাতিগুম্ফা শিলালিপি।


১৯১) হাতিগুম্ফা শিলালিপি কে খোদাই করেন?


Ans: চেদি রাজবংশের রাজা খারবেল।


১৯২)কোন গ্রন্থ থেকে বৎস মহাজনপদের কথা জানা যায়?


Ans: কথাসরিৎসাগর।


১৯৩) কথাসরিৎসাগর গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সোমদেব।


১৯৪)মহাভারতের গান্ধারীর পিত্রালয় কোন মহাজনপদে অবস্থিত ছিল?


Ans: গান্ধার।


১৯৫) কোন বিদেশী শিলালেখ থেকে গান্ধার রাজ্যের কথা জানা যায়?


Ans: বেহিস্থান শিলালেখ।


১৯৬) গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন?


Ans: শাক্যবংশ।


১৯৭) শাক্য বংশের রাজধানী কোথায় ছিল?


Ans: কপিলাবস্তু নগর।


১৯৮)কোন উপজাতির মানুষদের মৌর্য রাজবংশের পূর্বপুরুষ বলে মনে করা হয়?


Ans: মোরিয়।


১৯৯)মোরিয়দের রাজধানী কোথায় ছিল?


Ans: পিপ্পলিবন।


২০০) মগজের হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে?


Ans: বিম্বিসার।


২০১)হর্ষঙ্ক বংশের রাজধানী কোথায় ছিল?


Ans: প্রথমে গিরিব্রজ বা রাজগৃহ এবং পরবর্তীকালে পাটলিপুত্র।


২০২) পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন?


Ans: উদয়ীন।


২০৩) চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন?


Ans: 324 খ্রিস্টপূর্বাব্দ।


২০৪)চন্দ্রগুপ্ত মৌর্যের গ্রীক নাম কি ছিল?


Ans: স্যান্ড্রোকোট্টাস।


২০৫)প্রাচীন ভারতের কোন সম্রাট ‘উগ্রসেন' উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: মহাপদ্ম নন্দ।


২০৬) প্রাচীন ভারতের কোন সম্রাট ‘সর্বরাজ্যচ্ছেতা' উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: সমুদ্র গুপ্ত।


২০৭)প্রাচীন ভারতের কোন সম্রাট ‘কবিরাজ' উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: সমুদ্র গুপ্ত।


২০৮) সমুদ্রগুপ্তকে কে কবিরাজ উপাধি দিয়েছিলেন?


Ans: সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ।


২০৯) বিক্রম সম্বত কে কবে প্রচলন করেন?


Ans: বিক্রমাদিত্য, 56 খ্রীঃপূঃ।


২১০)ভারত আক্রমণকারী দুজন হুণ নেতার নাম লেখ।


Ans: মিহিরকুল ও তোরমান।


২১১) ভারতের এটিলা কাকে বলা হয়?


Ans: মিহিরকুল।


২১২)হুমায়ুন কবে মোগল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন?


Ans: 1555 খ্রীঃ।


২১৩)কবে এবং কিভাবে শেরশাহের মৃত্যু হয়?


Ans: 1545 খ্রীঃকালিঞ্জর দুর্গ অবরোধকালে একটি বিস্ফোরণে শেরশাহের মৃত্যু হয়।


২১৪) শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?


Ans: বিহারের সাসারামে।


২১৫)দীন-ই-ইলাহী কে কবে প্রবর্তন করেন?


Ans: মোগল সম্রাট আকবর, 1582 খ্রীঃ।


২১৬) ইবাদৎখানা কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: মোগল সম্রাট আকবর, 1575 খ্রীঃ।


২১৭) ইবাদৎখানা কি?


Ans: ইবাদৎখানা হলো আকবর প্রতিষ্ঠিত ধর্মালোচনার কক্ষ।


২১৮)ইবাদৎখানা কোথায় অবস্থিত?


Ans: ফতেপুর সিক্রি।


২১৯)সম্রাট আকবরের জীবনের শেষ যুদ্ধ জয় কোনটি?


Ans: আসিরগড় দুর্গ জয়।


২২০)সমুদ্র গুপ্ত দাক্ষিণাত্য জয়ের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করেছিলেন?


Ans: গ্রহণ পরিমোক্ষ নীতি।


২২১) কত খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে?


Ans: 476 খ্রিস্টাব্দে।


২২২) প্যাট্রিসিয়ান কাদের বলা হয়?


Ans: রোমের প্রাচীন অধিবাসীদের প্যাট্রিসিয়ান বলা হয়।


২২৩) প্যাট্রিসিয়ান শব্দের অর্থ কি?


Ans: পিতৃবংশীয়।


২২৪) প্লেবিয়ান কাদের বলা হয়?


Ans: অন্যস্থান থেকে এসে যারা রোমে বসবাস করেছিল তাদের প্লেবিয়ান বলা হত।


২২৫)কোন ঘটনাকে কেন্দ্র করে রোম-কার্থেজ যুদ্ধ ঘটেছিল?


Ans: সিসিলি দ্বীপ দখলকে কেন্দ্র করে।


২২৬)রোম-কার্থেজ যুদ্ধ আর কি নামে পরিচিত?


Ans: পিউনিক যুদ্ধ।


২২৭) মোট কটি পিউনিক যুদ্ধ সংঘটিত হয়েছিল?


Ans: ৩টি।


২২৮)দ্বিতীয় পিউনিক যুদ্ধ কে কার্থেজের নেতৃত্ব দিয়েছিলেন?


Ans: হানিবল।


২২৯)প্রাচীন রোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?


Ans: জুলিয়াস সিজার।


২৩০) কবে জুলিয়াস সিজারের মৃত্যু হয়?


Ans: 44 খ্রীঃপূঃ।


২৩১)জুলিয়াস সিজারের হত্যাকান্ডের ষড়যন্ত্রে লিপ্ত দুজন ব্যক্তির নাম লেখ।


Ans: ব্রুটাস ও ক্যাসিয়াস।


২৩২) শেষ রোমান সম্রাট কে ছিলেন?


Ans: রোমুলাস অগাস্টুলাস।


২৩৩)“Veni, Vidi, Vici” (এলাম, দেখলাম, জয় করলাম)-উক্তিটি কার?


Ans: জুলিয়াস সিজার।


২৩৪) রোমানরা কোন বর্ণমালা সৃষ্টি করেন?


Ans: ল্যাটিন।


২৩৫)অ্যাম্পিথিয়েটার কি?


Ans: রোমান সম্রাট অগাস্টাস কর্তৃক খেলাধুলা ও বিনোদনের জন্য নির্মিত স্টেডিয়ামকে অ্যাম্পিথিয়েটার বলা হয়।


২৩৬) কবে এবং কোথায় রোম নগরী প্রতিষ্ঠিত হয়?


Ans: 753 খ্রিস্টপূর্বাব্দে, ইতালির তাইবার নদীর তীরে।


২৩৭)পৃথিবীর ইতিহাসে দীর্ঘস্থায়ী ও সর্ববৃহৎ সাম্রাজ্য কোনটি?


Ans: রোমান সাম্রাজ্য।


২৩৮)কে কবে কনস্টান্টিনোপলে রোম সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন?


Ans: রোমান সম্রাট কনস্টানটাইন, 330 খ্রীঃ।


২৩৯) কনস্টান্টিনোপলের বর্তমান নাম কি?


Ans: ইস্তানবুল।


২৪০)পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?


Ans: রোম।


২৪১)পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?


Ans: বাইজানটিয়ান বা কনস্টান্টিনোপল।


২৪২)জুলিয়াস সিজার কোথাকার সম্রাট ছিলেন?


Ans: প্রাচীন রোমের।


২৪৩)জুলিয়াস সিজার কত দিন রাজত্ব করেছিলেন?


Ans: 59 খ্রীঃ পূঃ থেকে 44 খ্রীঃপূঃ পর্যন্ত।


২৪৪) জুলিয়াস সিজার কবে রোমের কনসাল পদ লাভ করেন?


Ans: 59 খ্রীঃপূঃ।


২৪৫)জুলিয়াস সিজার কবে রোমান সাম্রাজ্যের একনায়ক হিসাবে স্বীকৃতি লাভ করেন?


Ans: 44 খ্রীঃপূঃ।


২৪৬)নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 47 খ্রীঃপূঃ, মিশরের রাজা ত্রয়োদশ টলেমি ও রোমান সম্রাট জুলিয়াস সিজারের মধ্যে।


২৪৭)কোন রোমান সম্রাট রোমান পঞ্জিকা ও ক্যালেন্ডারের সংস্কার সাধন করেছিলেন?


Ans: জুলিয়াস সিজার।


২৪৮)কোন রোমান সম্রাটের নামানুসারে ইংরেজ আগস্ট মাসের নামকরণ হয়েছে?


Ans: অগাস্টাস সিজার।


২৪৯) প্যাক্স রোমানা কী ?


Ans: শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত প্রাচীন রোমান আইনকে প্যাক্স রোমানা বলা হয়।


২৫০) জাস্টিনিয়ান কোড কি?


Ans: রোমান সম্রাট জাস্টিনিয়ান 4000 আইন সম্বলিত যে আইন-বিধি রচনা করেন, তাকে জাস্টিনিয়ান কোড বলা হয়।


২৫১)প্রাচীন রোমের স্থানীয় ভাষা কি ছিল?


Ans: লাতিন।


২৫২)প্রাচীন রোমের একজন বিখ্যাত নাট্যকারের নাম লেখ।


Ans: টেরেন্স।


২৫৩)প্রাচীন রোমের দুজন বিখ্যাত কবির নাম লেখ?


Ans: ভার্জিল ও হোরাস।


২৫৪)লাতিন ভাষা থেকে কোন কোন ভাষার উৎপত্তি হয়েছে?


Ans: ইতালীয়, ফ্রেঞ্চ, স্প্যানিশ ও রোমান।


২৫৫)কোন শিল্প ধারা থেকে রোমান শিল্পধারার উদ্ভব ঘটেছে?


Ans: ইট্রাস্ক্যান শিল্পধারা।


২৫৬) প্যান্থিয়ন কি?


Ans: প্যান্থিয়ন হলো প্রাচীন রোমের একটি সুবিশাল অট্টালিকা।


২৫৭)অ্যাম্ফিথিয়েটার বা কলোসিয়াম কি?


Ans: অ্যাম্ফিথিয়েটার বা কলোসিয়াম হল প্রাচীন রোমের একটি উন্মুক্ত গ্যালারি। চারতলা বিশিষ্ট এই অ্যাম্ফিথিয়েটারে একত্রে প্রায় 50 হাজার দর্শক বসে গ্ল্যাডিয়েটারের যুদ্ধ, রথের দৌড় প্রভৃতি খেলা দেখতে পারত।


২৫৮)ফোরাম কী?


Ans: প্রাচীন রোমের জনগণের একত্রে সমবেত হওয়ার জন্য নির্মিত কক্ষকে ফোরাম বলা হয়।


২৫৯) প্রাচীন রোমান সাম্রাজ্যের কয়েকজন ভাস্কর্য শিল্পীর নাম লেখ?


Ans: আর্কিসিলোয়াস, বোথোস, স্টেটফানোস, জিনোড্রাউস প্রমুখ।


২৬০)রোমান ভাস্কর্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি ছিল?


Ans: মানব প্রতিকৃতি নির্মান।


২৬১)কারা প্রথম স্থাপত্যে পাথরের ব্যবহার শুরু করেছিল?


Ans: রোমানরা।


২৬২) প্রাচীন রোমের দুজন চিত্রকরের নাম লেখ?


Ans: ডেমিট্রিয়াস ও টিমোম্যাচোস।


২৬৩) খ্রিস্টান ধর্মের উত্থানের পূর্বে প্রাচীন রোমে কোন ধর্মের প্রচলন ছিল?


Ans: বহুত্ববাদী পেগান ধর্ম।


২৬৪) প্রাচীন রোমে কোন কোন দেবতার পূজা প্রচলিত ছিল?


Ans: অ্যাপোলো, ডায়ানা, জুপিটার, মারকিউরি, মার্স, মিনার্ভা, ভেনাস প্রমুখ।


২৬৫) কোন রোমান সম্রাট সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন?


Ans: সম্রাট কনস্টানটাইন।


২৬৬) রোমান সম্রাট কনস্টানটাইন কবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন?


Ans: 312-13 খ্রীঃ।


২৬৭)কোন রোমান সম্রাট খ্রিস্টান ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন?


Ans: সম্রাট প্রথম থিওডোসিয়াস।


২৬৮) রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস কবে খ্রিস্টান ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন?


Ans: 391 খ্রীঃ।


২৬৯)প্রাচীন রোমান সাম্রাজ্যে কোন কোন শিল্পের বিকাশ ঘটেছিল?


Ans: ধাতু শিল্প, খোদাই শিল্প, হাতির দাঁতের শিল্প, মৃৎশিল্প ইত্যাদি।।


২৭০) প্রাচীন রোমে জনসাধারনের ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত স্নানাগারকে কি বলা হত?


Ans: থার্মি।


২৭১) প্রাচীন রোমে কোন কোন খেলা প্রচলিত ছিল?


Ans: দৌড়, লম্ফন, রথের দৌড়, কুস্তি, বক্সিং ও গ্ল্যাডিয়েটারের প্রতিযোগিতা।


২৭২)গ্ল্যাডিয়েটারের প্রতিযোগিতা কী?


Ans: প্রাচীন রোমে কোন খোলা জায়গায় কোন ক্রীতদাসকে ক্ষুধার্ত পশুর সঙ্গে লড়াই করতে হতো। প্রাচীন রোমে প্রচলিত ক্ষুধার্ত পশুর সঙ্গে ক্রীতদাসের এই নিষ্ঠুর লড়াই গ্ল্যাডিয়েটারের প্রতিযোগিতা নামে পরিচিত।


২৭৩)স্পার্টাকাস কে ছিলেন?


Ans: প্রাচীন রোমের ক্রীতদাস বিদ্রোহের নেতা।


২৭৪)কবে স্পার্টাকাসের নেতৃত্বে রোমে ক্রীতদাস বিদ্রোহ হয়েছিল?


Ans: 73 খ্রীঃপূঃ।


২৭৫) প্রাচীন ভারতের কোন যুগকে ঐতিহাসিক বার্নেট প্রাচীন গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন?


Ans: গুপ্ত যুগ।


২৭৬)প্রাচীন ভারতের কোন যুগকে ইংল্যান্ডের “এলিজাবেথীয় যুগ” এর সঙ্গে তুলনা করা হয়?


Ans: গুপ্ত যুগ।


২৭৭))প্রাচীন ভারতের ইতিহাসের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়?


Ans: গুপ্ত যুগ।


২৭৮)জানিসারি বাহিনী কি?


Ans: চতুর্দশ শতকে অটোমান সাম্রাজ্যের যে সেনাবাহিনীর সেনাদের নগদ বেতন প্রদান করা হতো, তাকে জানিসারি বাহিনী বলা হয়।


২৭৯)অটোমান সাম্রাজ্যের সুলতানের অধীনস্থ সর্বোচ্চ মন্ত্রীমন্ডলীকে কি বলা হত?


Ans: গ্র্যান্ড ভিজিয়ার।


২৮০)কাদিস কাদের বলা হত?


Ans: অটোমান সাম্রাজ্যের যে সমস্ত কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও ফৌজদারি বিষয় সমূহ দেখাশোনা করতো, তাদের কাদিস বলা হত।


২৮১)কোন সুলতানের রাজত্বকাল থেকে অটোমান সাম্রাজ্যে সামন্ত ব্যবস্থা গড়ে ওঠে?


Ans: সুলতান সুলেমান।


২৮২)অটোমান সাম্রাজ্যে কারা বিচার কার্য সম্পাদন করতেন?


Ans: উলেমা।


২৮৩)রোমান সাম্রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত অটোমান সুলতানের উপদেষ্টা পরিষদের নাম কি ছিল?


Ans: দেওয়ান।


২৮৪)সিয়াসেত কি?


Ans: অটোমান সাম্রাজ্যের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে শাস্তি দেওয়া হতো, তাকে কী বলা হত?


Ans: সিয়াসেত।


২৮৫)অটোমান সাম্রাজ্যের সময়কালের কয়েকজন হস্তলিপিবিদের নাম লেখ?


Ans: ইয়াকুত আল-মুসতাসিমি, হৌসম রৌমী, সইদ কাশিম গুবারি, সেহ হামদুল্লা, আহমেদ কারাহিসারি, হাফিজ ওসমান প্রমূখ।


২৮৬)আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


Ans: তেভফিক ফিকরেট।


২৮৭)তুর্কি ভাষায় লেখা প্রথম জনপ্রিয় উপন্যাসের নাম কি?


Ans: তাসুক-উ-তালাত ভি ফিৎনাৎ।


২৮৮)“তাসুক-উ-তালাত ভি ফিৎনাৎ” উপন্যাসটির লেখক কে?


Ans: সেমসেটিন সামি।


২৮৯) অটোম্যান সম্রাট সুলেমানের রাজত্বকালের শ্রেষ্ঠ স্থপতি কে ছিলেন? 


Ans: মিরার সিনান।


২৯০)কোন স্থাপত্য রীতির দ্বারা অটোমান স্থাপত্য বিশেষভাবে প্রভাবিত হয়েছিল?


Ans: সেলযুগ স্থাপত্য রীতি।


২৯১)সুলেমানীয় মসজিদ কোথায় অবস্থিত?


Ans: ইস্তানবুল।


২৯২)সেলিমিয়া মসজিদ কোথায় অবস্থিত?


Ans: অ্যাড্রিয়ানোপল।


২৯৩)সুলেমানীয় মসজিদ ও সেলিমিয়া মসজিদের স্থপতি কে ছিলেন?


Ans: মিরার সিনান।


২৯৪) নীল মসজিদ কে নির্মাণ করেন?


Ans: সেড়েফার মেহমেট আগা।


২৯৫)অটোমান সাম্রাজ্যে চিত্রকরদের অ্যাকাডেমির নাম কি ছিল?


Ans: নাক্কাসানি-ই-রুম।


২৯৬)অটোমান সাম্রাজ্যের কয়েকজন চিত্রশিল্পীর নাম লেখ?


Ans: নাক্কাস ওসমান, মাট্রকসি নাসুহ, আলি সেলেবি, মোল্লা কাসিম, হাসান পাশা প্রমুখ।


২৯৭)অটোমান সাম্রাজ্যে প্রচলিত শ্রুতি নাটকের নাম কি ছিল?


Ans: মিদ্দাহ্।


২৯৮)অটোমান সাম্রাজ্যে কুস্তিগীরদের কি বলা হত?


Ans: পেলিভান।


২৯৯)অটোমান সাম্রাজ্যে বর্শা ছোঁড়ার খেলাকে কি বলা হত?


Ans: জেরিড।


৩০০) অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় কোন কোন ঐতিহ্যের সংমিশ্রণ লক্ষ্য করা যায়?


Ans: তুর্কি, পার্সি, মোঙ্গল ও ইসলামীয় ঐতিহ্য।


৩০১) অটোমান শাসকদের কি বলা হত?


Ans: সুলতান।


৩০২)অটোম্যান সম্রাটদের রাজত্বকালের দুজন জ্যোতির্বিদ এর নাম লেখ।


Ans: নাসির-আল-দিন-তুসি ও কুস্কু।


৩০৩)অটোম্যান সম্রাটদের রাজত্বকালের একজন চিকিৎসকের নাম লেখো।


Ans: সেরাফেদ্দিন সাবুনকুওগ্লু।


৩০৪)“Imperial Surgery” নামক চিকিৎসা গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সেরাফেদ্দিন সাবুনকুওগ্লু।


৩০৫)কোন শব্দ থেকে “অটোমান” শব্দের উৎপত্তি হয়েছে?


Ans: ওসমান।


৩০৬) অটোমান সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: ওসমান নামক জনৈক তুর্কী বীর, 1299 খ্রীঃ।


৩০৭) অটোমান সাম্রাজ্যের অপর নাম কি?


Ans: ওসমানীয় সাম্রাজ্য।


৩০৮)ওসমান কোথায় অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?


Ans: পশ্চিম এশিয়ার উত্তর-পশ্চিমে আনাতোলিয়ায়।


৩০৯)আনাতোলিয়ার বর্তমান নাম কি?


Ans: তুরস্ক।


৩১০) অটোমান সম্রাটরা কবে অ্যাড্রিয়ানোপল দখল করেন?


Ans: 1361 খ্রীঃ।


৩১১)কোন অটোমান সম্রাট পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন?


Ans: সুলতান দ্বিতীয় মহম্মদ।


৩১২) অটোম্যান সম্রাট সুলতান দ্বিতীয় মহম্মদ কবে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করেন?


Ans: 1453 খ্রীঃ।


৩১৩)কনস্টান্টিনোপলের বর্তমান নাম কি?


Ans: ইস্তানবুল।


৩১৪) অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?


Ans: সুলতান সুলেমান।


৩১৫) কোন অটোমান সম্রাট “দ্য ম্যাগনিফিসেন্ট” নামে পরিচিত ছিলেন?


Ans: সুলতান সুলেমান।


৩১৬)অটোমান সুলতান কোন উপাধি গ্রহণ করতেন?


Ans: খলিফা।


৩১৭) অটোমান সাম্রাজ্য মোট কত বছর স্থায়ী হয়েছিল?


Ans: 623 বছর।


৩১৮) অটোমান সাম্রাজ্যের প্রাদেশিক শাসকদের কি বলা হত?


Ans: পাশা।


৩১৯) ম্যাসিডনীয় সাম্রাজ্য কোন দেশে গড়ে উঠেছিল?


Ans: গ্রিস।


৩২০)ম্যাসিডনীয় রাজ্য কে প্রতিষ্ঠা করেন?


Ans: ক্যারানাস।


৩২১)ম্যাসিডনীয় রাজ্যের প্রথম পর্বের রাজধানী কোথায় ছিল?


Ans: পেল্লা।


৩২২) পেলোপনেসীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: এথেন্স ও স্পার্টা, 431-404 খ্রীঃ পূঃ।


৩২৩) এথেন্স ও স্পার্টার মধ্যে পেলোপনেসীয় যুদ্ধ কত বছর ধরে চলেছিল?


Ans: 27 বছর।


৩২৪)চেরোনিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?


Ans: 338 খ্রীঃ পূঃ, এথেন্স, থিবস ও অন্যান্য গ্রীক নগর রাষ্ট্রগুলির মিলিত জোটের সঙ্গে ম্যাসিডোনিয়ার সম্রাট দ্বিতীয় ফিলিপের।


৩২৫)আলেকজান্ডার কত বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন?


Ans: 20 বছর।


৩২৬) কত বছর বয়সে আলেকজান্ডারের মৃত্যু হয়?


Ans: 33 বছর।


৩২৭) আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল?


Ans: বুসিফেলাস।


৩২৮)ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের সময়কাল একজন ঐতিহাসিকের নাম লেখ।


Ans: পলিবিয়াস।


৩২৯) ম্যাসিডোনীয় যুগের দুজন জ্যোতির্বিদ এর নাম লেখ?


Ans: অ্যারিস্টারকাস ও হিপার্কাস।


৩৩০)কোন গ্রীক জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম বলেন যে সূর্যের চারদিকে পৃথিবী ও অন্যান্য গ্রহ ঘুরছে?


Ans: অ্যারিস্টারকাস।


৩৩১)কোন গ্রীক জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোল্যাব যন্ত্র আবিষ্কার করেন?


Ans: হিপার্কাস।


৩৩২)কোন গ্রীক জ্যোতির্বিজ্ঞানী পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নির্ণয় করেছিলেন?


Ans: হিপার্কাস।


৩৩৩)“আল মাজেস্ট” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: টলেমি।


৩৩৪)ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ কে ছিলেন?


Ans: ইউক্লিড।


৩৩৫) জ্যামিতি বিষয়ক গ্রন্থ “এলিমেন্টস” কে রচনা করেন?


Ans: ইউক্লিড।


৩৩৬) কোন গ্রীক গণিতজ্ঞ সমতলীয় ও বৃত্তীয় ত্রিকোণমিতির ভিত্তি স্থাপন করেন?


Ans: হিপার্কাস।


৩৩৭)ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ ভূগোলবিদ কে ছিলেন?


Ans: এরাটোস্থেনিস।


৩৩৮)ম্যাসিডোনীম যুগের কোন ভূগোলবিদ সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন?


Ans: এরাটোস্থেনিস।


৩৩৯)ম্যাসিডোনীয় যুগের দুজন চিকিৎসকের নাম লেখ?


Ans: হিরোফিলাস ও ইরাসিসট্রেটাস।


৩৪০)ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী কে ছিলেন?


Ans: আর্কিমিডিস।


৩৪১)ম্যাসিডোনীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ শিখরে অবস্থান করতেন?


Ans: সম্রাট।


৩৪২)ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার মোট কতগুলি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন?


Ans: 70টি।


৩৪৩) কোন কোন সংস্কৃতির সংমিশ্রণে হেলেনিস্টিক সংস্কৃতি বা আলেকজান্দ্রীয় সংস্কৃতির উদ্ভব ঘটেছিল?


Ans: গ্রিক ও প্রাচ্য সংস্কৃতির সংমিশ্রণে।


৩৪৪)ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?


Ans: দ্বিতীয় আলেকজান্ডার।


৩৪৫) বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাদের সিংহলে পাঠিয়েছিলেন?


Ans: নিজ পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা।


৩৪৬)বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাকে কাশ্মীরে পাঠিয়েছিলেন?


Ans: মধ্যন্তিককে।


৩৪৭)বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাকে মহীশূরে পাঠিয়েছিলেন?


Ans: মহাদেবকে।


৩৪৮)বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাকে সীমান্তবর্তী রাজ্যগুলিতে পাঠিয়েছিলেন?


Ans: ধর্মরক্ষিতকে।


৩৪৯)বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাকে গ্রীক দেশে পাঠিয়েছিলেন?


Ans: মহারক্ষিতকে।


৩৫০)বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাকে মহারাষ্ট্রে পাঠিয়েছিলেন?


Ans: মহাধর্মরক্ষিত।


৩৫১)“সব মুনিসে প্রজা মমা”-উক্তিটি কার?


Ans: মৌর্য সম্রাট অশোক।


৩৫২)মৌর্য যুগের প্রধান বাণিজ্য কেন্দ্রগুলির নাম কি কি?


Ans: চম্পা, পাটলিপুত্র, বারানসী, তক্ষশীলা, কৌশাম্বী প্রভৃতি।


৩৫৩)মৌর্য যুগের প্রধান সমুদ্র বন্দরগুলির নাম কি কি?


Ans: ভৃগুকচ্ছ, সোপারা, কল্যাণ, তাম্রলিপ্ত প্রভৃতি।


৩৫৪) মৌর্য সম্রাট অশোক এর উদ্যোগে ভারতের বাইরে কোন কোন দেশে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল?


Ans: সিংহল, চীন, সিরিয়া, মিশর, ম্যাসিডন, কাইরেনি, এপিরাস প্রভৃতি।


৩৫৫) সাঁচির স্তুপ কে নির্মাণ করেন?


Ans: মৌর্য সম্রাট অশোক।


৩৫৬)কুমার হারের বিখ্যাত হলঘর কোন যুগে নির্মিত হয়েছিল?


Ans: মৌর্য যুগ।


৩৫৭) নাগার্জুন গুহা, দশরথ গুহা ও সুদাম গুহা কোন যুগে নির্মিত হয়েছিল?


Ans: মৌর্য যুগ।


৩৫৮)মেগাস্থিনিস তাঁর কোন গ্রন্থে তৎকালীন ভারতের সাতটি জাতির অস্তিত্বের কথা উল্লেখ করেছেন?


Ans: ইন্ডিকা গ্রন্থ।


৩৫৯)মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ কোন কোন জাতির উল্লেখ আছে?


Ans: দার্শনিক, সৈনিক, পরিদর্শক, কৃষক, শিল্পী, সভা পন্ডিত ও পশুপালক।


৩৬০)মৌর্য যুগের কয়েকটি উচ্চ শিক্ষা কেন্দ্রের নাম লেখ।


Ans: তক্ষশীলা, উজ্জয়িনী, পাঞ্চাল ও বারানসী।


৩৬১) আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস কবে চন্দ্রগুপ্ত মৌর্যের হাত থেকে ভারতের গ্রীক সাম্রাজ্য পুনরুদ্ধার করার জন্য সিন্ধু অঞ্চলে উপস্থিত হন?


Ans: 305 খ্রীঃ।


৩৬২)মেগাস্থিনিস কোন সময় ভারত তথা পাটলিপুত্রে কাটিয়েছিলেন?


Ans: 304-299 খ্রীঃপূঃ।


৩৬৩) বিশিষ্ট টীকাকার কাত্যায়ন কোন যুগের মানুষ ছিলেন?


Ans: মৌর্য যুগ।


৩৬৪) বিশিষ্ট ধর্মসুত্রাকার গৌতম, বৌধায়ন ও বৈশিষ্ট্য কোন যুগের মানুষ ছিলেন?


Ans: মৌর্য যুগ।


৩৬৫) মৌর্য সম্রাট অশোকের কবে মৃত্যু হয়?


Ans: 232 খ্রীঃপূঃ।


৩৬৬)শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন?


Ans: বৃহদ্রথের মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ।


৩৬৭) কবে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে?


Ans: 187 মতান্তরে 185 খ্রীঃ।


৩৬৮)মৌর্য বংশের পতনের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল?


Ans: শুঙ্গ বংশ।


৩৬৯)মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


Ans: পুষ্যমিত্র শুঙ্গ।


৩৭০)গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট কে ছিলেন?


Ans: ঘটোৎকচ গুপ্ত।


৩৭১) গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?


Ans: প্রথম চন্দ্রগুপ্ত।


৩৭২)গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত কোন লিচ্ছবি রাজ কন্যাকে বিবাহ করেছিলেন?


Ans: কুমার দেবী।


৩৭৩)গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিলেন?


Ans: মহারাজাধিরাজ।


৩৭৪)সমুদ্রগুপ্ত উত্তর ভারতের মোট কতজন রাজাকে পরাজিত করেছিলেন?


Ans: 9 জন।


৩৭৫)সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের মোট কতজন রাজাকে পরাজিত করেছিলেন?


Ans: 12 জন।


৩৭৬)কোন গুপ্ত সম্রাট রাজ্য জয়ের ক্ষেত্রে “গ্রহণ পরিমোক্ষ নীতি” গ্রহণ করেছিলেন?


Ans: সমুদ্র গুপ্ত।


৩৭৭) সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কোন কোন রাজাকে পরাজিত করেছিলেন?


Ans: রুদ্রদেব, মতিল, নাগদত্ত, নাগসেন, চন্দ্রবর্মন, গণপতিনাগ, অচ্যুৎ, নন্দিন, বল বর্মন।


৩৭৮)সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কোন কোন রাজাকে পরাজিত করেছিলেন?


Ans: বিষ্ণুগোপ, হস্তীবর্মণ, নীলরাজ, উগ্রসেন, ধনঞ্জয়, কুবের, স্বামীদত্ত, দমন, মহেন্দ্রগিরি, মহেন্দ্র, ব্যাঘ্ররাজ এবং মন্তরাজ।


৩৭৯)সমুদ্রগুপ্ত কয়টি সীমান্তবর্তী রাজ্য জয় করেছিলেন?


Ans: 5টি।


৩৮০)সমুদ্রগুপ্ত কোন কোন সীমান্তবর্তী রাজ্য জয় করেছিলেন?


Ans: নেপাল, কামরূপ, সমতট, দাভক ও কর্তৃপুর।


৩৮১)গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি ছিল?


Ans: প্রভাবতী।


৩৮২)গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগ বংশীয় রাজকন্যাকে বিবাহ করেন?


Ans: কুবের নাগ।


৩৮৩)গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার মেয়ে প্রভাবতী সঙ্গে কোন বাকাটক রাজার বিবাহ দিয়েছিলেন?


Ans: দ্বিতীয় রুদ্রসেন।


৩৮৪)দিল্লির লৌহস্তম্ভ বা মেহেরৌলির লৌহস্তম্ভ কে নির্মাণ করেন?


Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


৩৮৫) “পূর্বমীমাংসা সূত্র” গ্রন্থটি কার লেখা?


Ans: জৈমিনি।


৩৮৬)গুপ্ত যুগে প্রচলিত ব্রাহ্মণ, পুরোহিত ও মন্দিরকে নিষ্কর জমি দান প্রথাকে কি বলা হত?


Ans: অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা।


৩৮৭)গুপ্ত যুগে প্রচলিত উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর বিবাহ প্রথাকে কি বলা হত?


Ans: অনুলোম বিবাহ।


৩৮৮)গুপ্ত যুগে প্রচলিত নিম্নবর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের নারীর বিবাহ প্রথাকে কি বলা হত?


Ans: প্রতিলোম বিবাহ।


৩৮৯)“মৃচ্ছকটিক" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: শূদ্রক।


৩৯০)“কিরাতার্জুনীয়ম" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ভারবি।


৩৯১)“ভট্টিকাব্য" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ভট্টি।


৩৯২)“দশকুমারচরিত” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: দন্ডী।


৩৯৩) গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন?


Ans: মহাকবি কালিদাস।


৩৯৪)মহাকবি কালিদাসের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখ।


Ans: অভিজ্ঞানশকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম্, ঋতুসংহার, কুমারসম্ভব, রঘুবংশম্ ইত্যাদি।


৩৯৫)“শব্দকোষ” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: অমরসিংহ।


৩৯৬)গুপ্তযুগের কয়েকটি স্থাপত্য নিদর্শন এর নাম লেখ?


Ans: মণিনাগের মন্দির, কোটেশ্বর মন্দির, তিগোয়ার বিষ্ণুমন্দির, ভূমারের শিব মন্দির, কুবীরের পার্বতী মন্দির, দেওঘরের দশাবতার মন্দির, সাঁচি ও বুদ্ধগয়ার স্তুপ।


৩৯৭) সারনাথের বৌদ্ধমূর্তিগুলি কোন যুগে নির্মিত হয়?


Ans: গুপ্ত যুগে।


৩৯৮)সারনাথের অবলোকিতেশ্বর মূর্তি কোন যুগে নির্মিত হয়?


Ans: গুপ্ত যুগে।


৩৯৯)সাঁচির বোধিসত্ত্ব মূর্তি কোন যুগে নির্মিত হয়?


Ans: গুপ্ত যুগে।


৪০০)মথুরার ব্রোঞ্জের বুদ্ধমূর্তি কোন যুগে নির্মিত হয়?


Ans: গুপ্ত যুগে।


৪০১)অজন্তা ও ইলোরার গুহাচিত্রগুলি কোন যুগে অঙ্কিত হয়েছিল?


Ans: গুপ্ত যুগে।


৪০২) বাঘ গুহাচিত্র কোন যুগের চিত্রশিল্পের নিদর্শন?


Ans: গুপ্ত যুগ।


৪০৩)“মাতা ও পুত্র”, “বোধিসত্ত্ব চক্রপাণি”, “হরিণ চতুষ্টয়”-চিত্রগুলি কোন যুগে অঙ্কিত হয়েছিল?


Ans: গুপ্ত যুগ।


৪০৪)“যা কিছু মহৎ, যা কিছু ক্ষুদ্র সবই অজন্তার কোলে আশ্রয় নিয়েছে”-অজন্তা গুহাচিত্র সম্পর্কে কে এই উক্তিটি করেছেন?


Ans: হিউয়েন সাং।


৪০৫) গুপ্ত যুগের শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?


Ans: ধন্বন্তরী।


৪০৬) মেহেরৌলির লৌহ স্তম্ভ কোন যুগের ধাতু শিল্পের বিস্ময়কর নিদর্শন?


Ans: গুপ্ত যুগ।


৪০৭) গুপ্ত যুগের কয়েকজন জ্যোতির্বিদের নাম লেখ।


Ans: আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত।


৪০৮) “সূর্যসিদ্ধান্ত" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: আর্যভট্ট।


৪০৯)“বৃহৎসংহিতা" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বরাহমিহির।


৪১০)“পঞ্চসিদ্ধান্তিকা” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বরাহমিহির।


৪১১)“ব্রম্ভসিদ্ধান্ত” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ব্রহ্মগুপ্ত


৪১২)কোন ঐতিহাসিক গুপ্তযুগকে “হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ” বলে চিহ্নিত করেছেন?


Ans: জার্মান ঐতিহাসিক ম্যাক্সমুলার।


৪১৩)গুপ্ত যুগের কয়েকজন বৌদ্ধ দার্শনিকের নাম লেখ।


Ans: বসুবন্ধু, নাগার্জুন, পরমার্থ, অসঙ্গ প্রমুখ।


৪১৪)গুপ্ত সম্রাটরা কোন ধর্মাবলম্বী ছিলেন?


Ans: ব্রাহ্মণ্য ধর্ম।


৪১৫)কোন যুদ্ধে পরাজিত হয়ে বাবর তার পৈতৃক রাজ্য ফারগানার সিংহাসন হারান?


Ans: 1503 খ্রীঃ, আর্চিয়ানের যুদ্ধ।


৪১৬) মোগল যুগে প্রধানমন্ত্রীকে কি বলা হত?


Ans: ভকিল।


৪১৭)মোগল যুগে রাজস্ব বিভাগের প্রধানকে কি বলা হত?


Ans: দেওয়ান বা উজির।


৪১৮)মোঘল যুগে সামরিক বিভাগের প্রধানকে কি বলা হত?


Ans: মিরবক্সী।


৪১৯)মোঘল যুগে রাজ কারখানার ভারপ্রাপ্ত প্রধানকে কি বলা হত?


Ans: মীর সামান।


৪২০) মোঘল যুগে প্রধান বিচারপতিকে কি বলা হত?


Ans: সদর-উস-সুদুর।


৪২১)মোগল যুগে সুবা বা প্রদেশের শাসনকর্তাকে কি বলা হত?


Ans: সুবাদার।


৪২২)মোগল যুগে পরগনার শাসনকর্তাকে কি বলা হত?


Ans: শিকদার।


৪২৩) মোগল যুগে গ্রামের শাসনকর্তাকে কি বলা হত?


Ans: মুখিয়া।


৪২৪)জাবতি প্রথা অনুযায়ী মোঘল যুগের জমি কে কয় ভাগে ভাগ করা হতো ও কি কি?


Ans: চার ভাগে, যথা-পোলাজ, পরৌতি, চাচর ও বানজার।


৪২৫) মোগল যুগে সারাবছর চাষযোগ্য জমিকে কি বলা হত?


Ans: পোলাজ।


৪২৬)মোগল যুগে কিছুকাল চাষের পর ফেলে রাখা জমি কে কি বলা হত?


Ans: পরৌতি।


৪২৭)মোগল যুগে কিছুকাল চাষের পর ৩-৪ বছরের জন্য ফেলে রাখা জমিকে কি বলা হত?


Ans: চাচর।


৪২৮)মোগল যুগে ৫ বছরের বেশি ফেলে রাখা জমিকে কি বলা হত?


Ans: বানজার।


৪২৯) নাসক প্রথা কী?


উমোগল যুগে যে প্রথার মাধ্যমে জমি জরিপ না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে রাজস্ব আদায় করা হতো, তাকে নাসক প্রথা বলা হত।


৪৩০) মোগল যুগে কোন কোন অঞ্চলে নাসক প্রথা প্রচলিত ছিল?


Ans: বাংলা প্রদেশ, গুজরাট ও কাথিয়াবাড় অঞ্চল।


৪৩১) মনসবদারি প্রথা কে কবে প্রবর্তন করেন?


Ans: মোগল সম্রাট আকবর, 1571 খ্রীঃ।


৪৩২)‘মনসব’ শব্দের অর্থ কি?


Ans: পদমর্যাদা।


৪৩৩)মোগল যুগে মনসবদার সর্বমোট কয়টি স্তর কার্যকর ছিল?


Ans: ৩৩টি।


৪৩৪)মোগল যুগে জায়গিরদার কাদের বলা হত?


মোগল যুগে যে সকল উচ্চপদস্থ কর্মচারীকে নগদ বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি বা মহল দান করা হতো, তাদের জায়গিরদার বলা হত।


৪৩৫)মোগল যুগে জায়গীরদারদের নিয়ন্ত্রণ করার জন্য কোন দপ্তর খোলা হয়েছিল?


Ans: সংবাদ-নবীশ।


৪৩৬) শেরশাহের সাম্রাজ্য কয়টি সরকারি বিভক্ত ছিল?


Ans: ৪৭ টি।


৪৩৭) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জি.টি রোড কে নির্মাণ করেন?


Ans: শেরশাহ।


৪৩৮)পানিপথের কাবুলবাগ মসজিদ কে নির্মাণ করেছিলেন?


Ans: বাবর।


৪৩৯)সম্বলের জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন?


Ans: বাবর।


৪৪০) দিল্লির পুরানা কিল্লা কে নির্মাণ করেন?


Ans: শেরশাহ।


৪৪১)দিল্লির পুরানা কিল্লার অভ্যন্তরে কিলা-ই-কোহনা মসজিদ কে নির্মাণ করেন?


Ans: শেরশাহ।


৪৪২) হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেন?


Ans: হাজী বেগম।


৪৪৩)ফতেপুর সিক্রিতে দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস কে নির্মাণ করেন?


Ans: আকবর।


৪৪৪) যোধাবাঈ মহল ও পাঁচ মহল কে নির্মাণ করেন?


Ans: আকবর।


৪৪৫) বুলন্দ দরওয়াজা কে কবে নির্মাণ করেন?


Ans: আকবর, 1575 খ্রীঃ।


৪৪৬) কোন ঘটনাকে স্মরণীয় রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন?


Ans: গুজরাট বিজয় (1573 খ্রীঃ)।


৪৪৭)ইতিমাদ-উদদৌলার সমাধি কোথায় নির্মাণ করেন?


Ans: নুরজাহান,আগ্রা।


৪৪৮)মোগল সম্রাট জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত?


Ans: লাহোর।


৪৪৯)মোগল সম্রাট শাহজাহানের কয়েকটি স্থাপত্য কীর্তির নাম লেখ।


Ans: তাজমহল, খাসমহল, শিশ মহল, লালকেল্লা, দেওয়ান-ই-আম, দেওয়ান-ই-খাস, আগ্রার জামে মসজিদ ও মতি মসজিদ, ময়ূর সিংহাসন ইত্যাদি।


৪৫০)মোগল সম্রাট হুমায়ুনের রাজত্বকালের দুজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখ।


Ans: মীর সৈয়দ আলী ও খাজা আব্দুস সামাদ।


৪৫১)মোগল সম্রাট আকবরের রাজত্বকালের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখ।


Ans: মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ, ফারুক বেগ, জগন্নাথ, যশোবন্ত, তারাচাঁদ, বসাবন, কেসু প্রমূখ।


৪৫২)কোন সম্রাটের রাজত্বকালে মোগল চিত্র শিল্প উন্নতির চরম শিখরে উঠেছিল?


Ans: জাহাঙ্গীর।


৪৫৩)মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখ।


Ans: ওস্তাদ মনসুর, মহম্মদ নাদির, আবুল হাসান, বিষেণ দাস, গোবর্ধন, কেশব, মনোহর, আখারিজা, তুলসী প্রমুখ।


৪৫৪)কোন দুজন মোগল সম্রাট আত্মজীবনী রচনা করেছিলেন?


Ans: বাবর ও জাহাঙ্গীর।


৪৫৫) মোগল সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কি?


Ans: তুজুক-ই-বাবরি বা বাবরনামা।


৪৫৬) হুমায়ুননামা গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বাবর কন্যা গুলবদন বেগম।


৪৫৭) মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি?


Ans: তুজুক-ই-জাহাঙ্গীরী।


৪৫৮)আইন-ই-আকবরী ও আকবরনামা গ্রন্থদুটি কে রচনা করেন?


Ans: আবুল ফজল।


৪৫৯)মুন্তাখাব-উল-তারিখ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বদাউনি।


৪৬০)পাদশাহনামা গ্রন্থটি কে রচনা করেন?


Ans: আব্দুল হামিদ লাহোরী।


৪৬১) কোন মোগল সম্রাটের রাজত্বকালে পাদশাহনামা গ্রন্থটি রচিত হয়?


Ans: শাহজাহান।


৪৬২) শাহজাহাননামা গ্রন্থটি কে রচনা করেন?


Ans: এনায়েত আলী খাঁ।


৪৬৩) আলমগীরনামা গ্রন্থটি কে রচনা করেন?


Ans: মির্জা মহম্মদ কাজিম।


৪৬৪) মুন্তাখাব-উল-লুবাব গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কাফি খাঁ।


৪৬৫)মোগল যুগে কে মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেন?


Ans: ফৈজী।


৪৬৬)মহাভারতের ফার্সি ভাষায় অনুবাদ গ্রন্থের নাম কি।


Ans: রাজমনামা।


৪৬৭)মোগল যুগে কে রামায়ণ ফার্সি ভাষায় অনুবাদ করেন


Ans: বদাউনি।


৪৬৮) সুরসাগর গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সুরদাস।


৪৬৯) পদ্মাবৎ কাব্য কে রচনা করেন?


Ans: মালিক মহম্মদ জায়সী।


৪৭০) চৈতন্যচরিতামৃত গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কৃষ্ণদাস কবিরাজ।


৪৭১) চৈতন্যভাগবত গ্রন্থটির রচনা করেন?


Ans: বৃন্দাবন দাস।


৪৭২) চৈতন্যমঙ্গল গ্রন্থটি কে রচনা করেন?


Ans: জয়ানন্দ ও ত্রিলোচন দাস।


৪৭৩) চন্ডীমঙ্গল গ্রন্থটি কে রচনা করেন?


Ans: মুকুন্দরাম চক্রবর্তী।


৪৭৪) অন্নদামঙ্গল গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রায়গুণাকর ভারতচন্দ্র।


৪৭৫) বিদ্যাসুন্দর কাব্য কে রচনা করেন?


Ans: রায়গুণাকর ভারতচন্দ্র।


৪৭৬)মোগল যুগে বাংলা ভাষায় কে মহাভারত অনুবাদ করেছিলেন?


Ans: কাশীরাম দাস।


৪৭৭) মোগল যুগের কয়েকজন বিখ্যাত সংগীত শিল্পীর নাম লেখ।


Ans: মিয়া তানসেন, রামদাস, সুরদাস, হীরাদাস, বাজবাহাদুর, বৈজু বাওরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.