অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


একাদশ শ্রেনীর ইতিহাস চেতনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024

একাদশ শ্রেনীর ইতিহাস চেতনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর PDF: প্রতিবছর একাদশ শ্রেণীর পরীক্ষায় একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Class 11 History Itihaser Chetona Question and Answer PDF.

নিচে একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Class 11 History Itihaser Chetona Question and Answer PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

একাদশ শ্রেনীর ইতিহাস চেতনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024

একাদশ শ্রেনীর ইতিহাস চেতনা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | একাদশ শ্রেণীর ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2024


1) "History" শব্দটি কোন দেশীয় শব্দ?


Ans: গ্রীস।


2)History" শব্দের অর্থ কি?


Ans: History" শব্দের অর্থ হল অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার বা সংবাদ।


3)"ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান-তার কিছুমাত্র বেশি বা কম নয়"-উক্তিটি কার?


Ans: ঐতিহাসিক বিউরি।


4) ইতিহাসের কাজ কি?


Ans: ইতিহাসের কাজ হল অনুসন্ধান বা গবেষণা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও সত্যানুসন্ধান।


5)"ইতিহাস হল ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা, যার অনেক টুকরো হারিয়ে গেছে"-উক্তিটি কার?


Ans: ঐতিহাসিক ই.এইচ.কার।


6) মানব সভ্যতার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: মানব সভ্যতার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা হয়। যথা-প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ।


7) আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম কি?


Ans: হোমো স্যাপিয়েন্স।


8) আজ থেকে কত বছর আগে পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল?


Ans: প্রায় 36 লক্ষ বছর আগে।


9) আজ থেকে কত বছর আগে ভারতে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়?


Ans: প্রায় 5 লক্ষ বছর আগে।


10) সভ্যতার আদিপর্বে মানুষ কীসের হাতিয়ার ব্যবহার করত?


Ans: পাথরের।


11) পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রাচীন যুগ কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?


Ans: তিন ভাগে, যথা-প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ।


12) প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বোঝো?


Ans: যে যুগের কোন লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায়নি, তাকে প্রাগৈতিহাসিক যুগ বলে। মানব সংস্কৃতির প্রারম্ভকাল থেকে শুরু করে লিখিত উপাদানের প্রাপ্তি কালের মধ্যবর্তী সময় কালকে প্রাগৈতিহাসিক যুগ বলে ধরা হয়।


13) প্রাক ইতিহাস"শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেন?


Ans: ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল, 1830 এর দশকে।


14) প্রাক ঐতিহাসিক যুগ শব্দগুলির ইংরেজি প্রতিশব্দ Pre-historic age প্রথম কে কবে ব্যবহার করেন?


Ans: ড্যানিয়েল উইলসন, 1851 খ্রিস্টাব্দে।


15)প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার উপাদানগুলি কি কি?


Ans: প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল-এই যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার, বাসস্থান, মৃৎশিল্প, গৃহস্থালির সরঞ্জাম ইত্যাদি।


16) প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা কোথায় বসবাস করত?


Ans: গুহায়।


17) প্রাগৈতিহাসিক যুগের একটি জন্তুর উদাহরণ দাও।


Ans: ডাইনোসর।


18) প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি?


Ans: তিন ভাগে, যথা-প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ।


19) প্রায় ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো?


Ans: যে যুগে লিপির ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু সেগুলির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি, সেই যুগকে প্রায় ঐতিহাসিক যুগ বলে।


20) ঐতিহাসিকরা কোন সময় কালকে ভারতের ক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগ হিসাবে চিহ্নিত করেছেন?


Ans: তাম্র-ব্রোঞ্জ যুগের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত সময়কালকে।


21) কোন কোন ধাতুর সংমিশ্রণে ব্রোঞ্জ গঠিত হয়?


Ans: তামা ও টিন।


22)প্রায় ঐতিহাসিক যুগের একটি লিপির নাম লেখ।


Ans: সিন্ধু লিপি।


23) ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো?


Ans: যে যুগের লিখন পদ্ধতির উদ্ভাবন ও লিখিত বিবরণের অস্তিত্ব পাওয়া যায়, তাকে ঐতিহাসিক যুগ বলে।


24) ভারতের প্রাচীনতম লিপির নাম কি?


Ans: সোহগড় তাম্রলিপি।


25) ভারতে পাঠোদ্ধার করা প্রাচীনতম লিপির নাম কি?


Ans: অশোকের শিলালিপি।


26) অশোকের শিলালিপির কে পাঠোদ্ধার করেন?


Ans: জেমস প্রিন্সেপ, 1837 খ্রিস্টাব্দে।


27) প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে জানার জন্য কোন কোন প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়?


Ans: জীবাশ্ম, গুহাচিত্র, প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ এবং প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি।


28) জীবাশ্ম কাকে বলে?


Ans: পাললিক শিলাস্তরের মধ্যে প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর প্রস্তরীভূত দেহাবশেষের ছাপকে জীবাশ্ম বলে।


29)আজ পর্যন্ত পৃথিবীতে কতবার হিমযুগ এসেছে? 


Ans: চারবার বা তার অধিক।


30)মানুষের বিভিন্ন পূর্বপুরুষের নাম লেখ।


Ans: রামাপিথেকাস,অস্ট্রালোপিথেকাস, জিনজেনথপাস, পিকিং মানব, হাইডেলবার্গ মানব, নিয়ান্ডারথাল মানব, রোডেশীয় মানব, ক্রো-ম্যাগনন মানব।


31) প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিসের হাতিয়ার ব্যবহার করত?


Ans: পাথরের হাতিয়ার।


32) প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান হাতিয়ার কি ছিল?


Ans: পাথরের তৈরি হাত কুঠার। এছাড়া পাথরের ছুরি, বর্শা, তীরের ফলা, কাঠ ও পাথর ফুটো করার যন্ত্র।


33) প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিভাবে হাতিয়ার তৈরি করত?


Ans: প্রাচীন প্রস্তর যুগের মানুষ এক টুকরো বড়ো পাথরকে ভেঙে তা মোটামুটি ব্যবহারের উপযুক্ত করে হাতিয়ার হিসাবে ব্যবহার করত।


34)প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ারগুলির বৈশিষ্ট্য কি ছিল?


Ans: প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ারগুলি ছিল বড় পাথরের তৈরি, ভোঁতা ও অমসৃণ।


35) প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা কোন কোন কাজে হাতিয়ার ব্যবহার করত?


Ans: শিকার করা, মাংস ও কাঠ কাটা এবং কাঠ ও পাথর ফুটো করার কাজে।


36) মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলির প্রধান বৈশিষ্ট্য কি ছিল?


Ans: মধ্য প্রস্তর যুগের হাতিয়ারগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব অর্থাৎ এই যুগের হাতিয়ারগুলি ছিল প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলির তুলনায় ছোট।


37) কোন যুগে কৃষিকাজ ও মৃৎ শিল্পের সূচনা হয়?


Ans: মধ্য প্রস্তর যুগে।


38)কোন যুগের মানুষ প্রথম স্থায়ী ভাবে বসতি গড়ে তুলেছিল?


Ans: নব্য প্রস্তর যুগের।


39) কোন যুগের মানুষ ফসল কাটার জন্য প্রথম কাস্তে তৈরি করেছিল?


Ans: নব্য প্রস্তর যুগ।


40) নব্য প্রস্তর যুগে মানুষের ব্যবহৃত কয়েকটি যন্ত্রের নাম লেখ?


Ans: কাস্তে, হামানদিস্তা, শিলনোড়া, যাঁতা ইত্যাদি।


41) মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল?


Ans: তামা।


42) কুমোরের চাকা কোন যুগে আবিষ্কার হয়?


Ans: নব্য প্রস্তর যুগ।


43)গুহাচিত্র কাকে বলে?


Ans: আদিম মানুষের বসবাসকারী গুহাগুলিতে যেসব চিত্র অঙ্কিত আছে সেগুলিকে গুহাচিত্র বলা হয়। গুহাগাত্রে রঙ ও রেখার সাহায্যে বিভিন্ন ধরনের পশু শিকারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। পশু শিকার ছাড়াও দলবদ্ধ নৃত্য ও আনন্দ উৎসবের ছবিও এই গুহাচিত্রগুলি তে দেখা যায়।


44) আদিম মানুষ কেন গুহা চিত্র অঙ্কন করত?


Ans: আদিম মানুষের গুহা চিত্র অঙ্কনের প্রধান উদ্দেশ্য ছিল ধর্মীয় বিশ্বাস বা যাদু বিশ্বাস। সম্ভবত গুহার গভীরে লোক চক্ষুর অন্তরালে কোন অদৃশ্য শক্তির উদ্দেশ্যে এই চিত্রগুলি অঙ্কিত হয়েছিল। আদিম মানুষ বিশ্বাস করত যে চিত্রে যা ঘটেছে বাস্তবেও তাই ঘটবে অর্থাৎ জঙ্গলের জীবজন্তু শিকারীর হাতিয়ারের আওতায় পড়বে।


45) আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত?


Ans: স্পেন।


46) স্পেনের কোথায় গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে?


Ans: আলতামিরা গুহা।


47)ভারতের কোথায় কোথায় গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে?


Ans: মধ্যপ্রদেশের ভীমবেটকা, বিহারের নওয়াদা জেলায় ও কাশ্মীরে।


48) মিশরের রাজধানীর নাম কি?


Ans: কায়রো।


49)মিশরের রাজা বা ফ্যারাওদের সমাধিকে কি বলা হয়?


Ans: পিরামিড।


50) সুমেরের নগর দেবতার মন্দিরকে কি বলা হয়?


Ans: জিগুরাট।


51)ইতিহাসের কয়েকটি লিখিত উপাদানের নাম লেখ।


Ans: লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ, সাহিত্য গ্রন্থ, বৈদেশিক বিবরণ, সরকারি দলিলপত্র ইত্যাদি।


52)লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়?


Ans: এপিগ্রাফী।


53) লিপির বিষয়বস্তু অধ্যায়নকে কি বলা হয়?


Ans: প্যালিওগ্রাফী।


54)কোন সভ্যতার লোকেরা প্রথম লিপির ব্যবহার শিখেছিল?


Ans: মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতার লোকেরা।


55)সুমেরীয় সভ্যতার লোকেরা কী ধরনের লিপি ব্যবহার করত?


Ans: চিত্রলিপি এবং কোণাক্ষর বা কিউনিফর্ম লিপি।


56)কিউনিফর্ম লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হয়?


Ans: প্রথমে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এবং পরে বাম দিক থেকে ডান দিকে।


57) কিউনিফর্ম লিপি কোথায় আবিষ্কৃত হয়েছে?


Ans: সুমেরের আক্কাদেও অঞ্চলে।


58)কোন গ্রামকে কেন্দ্র করে ব্যাবিলন রাজ্য গড়ে উঠেছিল?


Ans: প্রাচীন মেসোপটেমিয়ার ক্ষুদ্র গ্রাম বাবুলিকে কেন্দ্র করে।


59)কোন রাজার রাজত্বকালকে মেসোপটেমিয়ার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়?


Ans: হামুরাবি।


60) পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতার নাম কি?


Ans: হামুরাবির আইন সংহিতা।


61) হায়ারোগ্লিফিক লিপি কারা ব্যবহার করত?


Ans: মিশরীয়় সভ্যতার লোকেরা। 


62) কোন শব্দ থেকে পেপার শব্দের উৎপত্তি হয়েছে?


Ans: প্যাপিরাস।


63)কারা প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেন?


Ans: প্রাচীন মিশরীয়রা।


64)বাহিস্থান লিপি কোথায় আবিষ্কৃত হয়েছে?


Ans: পারস্যে।


65)বোঘাজকোই ও নকস-ই-রুস্তম লিপি কোথায় আবিষ্কৃত হয়েছে?


Ans: এশিয়া মাইনর।


66) মুদ্রার পঠন-পাঠন বিদ্যাকে কি বলে?


Ans: নিউমিসম্যাটিক্স।


67) সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি ছিল?


Ans: পোতিন।


68) চোলদের স্বর্ণ মুদ্রাকে কি বলা হত?


Ans: ক্যাশু।


69) পাল রাজাদের মুদ্রার নাম কি ছিল?


Ans: নারায়ণী।


70) ভারতের কয়েকটি ধর্ম গ্রন্থের নাম লেখ?


Ans: -বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত,, ত্রিপিটক, জাতক ইত্যাদি।


71) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?


Ans: ত্রিপিটক।


72) ত্রিপিটক কোন ভাষায় লেখা?


Ans: পালি।


73)কোন গ্রন্থে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী লিপিবদ্ধ আছে?


Ans: জাতক।


74) জৈনদের কয়েকটি ধর্মগ্রন্থের নাম লেখ।


Ans: দ্বাদশ অঙ্গ, ভগবতী সূত্র, আচারঙ্গ সূত্র, কল্পসূত্র ইত্যাদি।


75)"কল্পসূত্র" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: জৈন পন্ডিত ভদ্রবাহু।


76)জরথুস্ট্রীয় ধর্ম কে এবং কোথায় প্রবর্তন করেন?


Ans: জরথুস্ট্র, প্রাচীন ইরানে।


77)জরথুস্ট্রের উপদেশগুলি কোন গ্রন্থে সংকলিত আছে?


Ans: জেন্দাবেস্তা।


78)জরথুস্ট্রীয় ধর্মমত অনুযায়ী আলোর দেবতার নাম কি?


Ans: আহুর মাজদা।


79) প্রাচীন ইহুদিদের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়?


Ans: হিব্রু বাইবেল।


80)ভারতে মোট পুরাণের সংখ্যা কয়টি?


Ans: 18টি।


81)ভারতীয় পুরাণগুলি থেকে কোন কোন বিষয় জানা যায়?


Ans: ভারতীয় পুরাণগুলি থেকে প্রাচীন রাজাদের বংশ তালিকা, বিভিন্ন রাজবংশের উৎপত্তি, রাজাদের কার্যকলাপ, বিভিন্ন দেবদেবীর উৎপত্তি ও কার্যকলাপ, প্রাচীন পাহাড় পর্বত, নদ-নদী, প্রাচীন শহর ও তীর্থস্থানগুলির কথা জানা যায়।


82) চীনের পৌরাণিক কাহিনী অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষের নাম কি?


Ans: পান-কু।


83)চীনের পৌরাণিক কাহিনী অনুযায়ী কে আগুন আবিষ্কার করেন?


Ans: সম্রাট সুইজেন।


84)চীনের পৌরাণিক কাহিনী অনুযায়ী চীনে কে প্রথম শিকার ও পশুপালন প্রবর্তন করেন?


Ans: সম্রাট ফু সি।


85)চীনের পৌরাণিক কাহিনী অনুযায়ী কে কৃষিকাজ প্রবর্তন করেন?


Ans: শেন্- নুং।


86)চীনের পৌরাণিক কাহিনী অনুযায়ী কে খাল কেটে ও বাঁধ দিয়ে হোয়াংহো নদীর প্রবল বন্যার হাত থেকে দেশকে রক্ষা করেছিলেন?


Ans: সম্রাট য়ু।


87)কয়েকটি ভারতীয় পুরাণের নাম লেখ।


Ans: বিষ্ণুপুরাণ, বায়ুপুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্মপুরাণ, ভবিষ্য পুরাণ ইত্যাদি।


88)ভারতীয় পুরাণগুলি থেকে প্রাচীন ভারতের কোন কোন রাজবংশ সম্পর্কে জানা যায়?


Ans: হর্ষঙ্ক, শিশুনাগ, মৌর্য, শুঙ্গ, কান্ব, সাতবাহন, গুপ্ত বংশ প্রভৃতি।


89) গিলগামেশ কোথাকার মহাকাব্য?


Ans: সুমের।


90) প্রাচীন সুমেরের পোড়ামাটির টালির উপর লিখিত মহাকাব্যের নাম কি?


Ans: গিলগামেশ।


92) গিলগামেশ মহাকাব্য কোন ভাষায় লেখা?


Ans: সুমেরীয় ভাষায়।


93)গিলগামেশ মহাকাব্যে কোন কাহিনীর বিবরণ আছে?


Ans: জলপ্লাবন।


94) কোন ভারতীয় গ্রন্থে গিলগামেশ মহাকাব্যের উল্লেখ আছে?


Ans: শতপথ ব্রাহ্মণ।


96) গ্রিসের দুটি মহাকাব্যের নাম লেখ।


Ans: ইলিয়াড ও ওডিসি।


97) ইলিয়াড ও ওডিসি মহাকাব্য দুটি কে রচনা করেন?


Ans: মহাকবি হোমার।


98) ভারতের দুটি মহাকাব্যের নাম লেখ?


Ans: রামায়ণ ও মহাভারত।


99) রামায়ণ কে রচনা করেন?


Ans: বাল্মিকী।


100) মহাভারত কে রচনা করেন?


Ans: কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস।


101)ভারতীয় পুরাণগুলি থেকে কোন কোন বৈদেশিক জাতি সম্পর্কে জানা যায়?


Ans: শক, হুণ, যবন, আভীর ইত্যাদি।


102) ‘হর্ষচরিত’ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট।


102) ‘বিক্রমাঙ্কদেবচরিত’ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বিল্হন।


103)‘রামচরিত’ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সন্ধ্যাকর নন্দী।


104) ‘রামচরিত মানস’ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: তুলসীদাস।


105) ‘গৌড়বাহ’ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: বাকপতিরাজ।


106)"পৃথ্বীরাজচরিত" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: চাঁদ বরদৈ।


107) মহাকবি কালিদাসের লেখা কয়েকটি নাটকের নাম লেখ।


Ans: মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞানশকুন্তলম, রঘুবংশম্ ইত্যাদি।


108)কোন গ্রন্থ থেকে প্রাচীন কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায়?


Ans: রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে।


109) রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন?


Ans: কল্হন।


110) কোন কোন গ্রন্থ থেকে প্রাচীন গুজরাটের ইতিহাস জানা যায়?


Ans: রাসমালা, কীর্তিকৌমুদী, সুকৃতিসংকীর্তন, প্রবন্ধ চিন্তামণি।


111)"রাসমালা" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সোমেশ্বর।


112)"কীর্তিকৌমুদী" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: সোমেশ্বর।


113)"সুকৃতিসংকীর্তন" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: অরিসিংহ।


114)"প্রবন্ধ চিন্তামণি" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: মেরুতঙ্গ।


115)কোন বিদেশী লেখকের রচনায় সর্বপ্রথম ভারতের উল্লেখ পাওয়া যায়?


Ans: গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস। তাঁর রচনা থেকে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে পারসিক বিজয়ের কথা জানা যায়।


116) ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: হেরোডোটাস।


117)"ইন্ডিকা" গ্রন্থটি কে রচনা করে?


Ans: মেগাস্থিনিস।


118)"ইন্ডিকা" গ্রন্থ থেকে প্রাচীন ভারতের কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানা যায়?


Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।


119) মেগাস্থিনিস কে ছিলেন?


Ans: মেগাস্থিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রীক সম্রাট সেলুকাসের দূত।


120)"সাধারণ ইতিহাস" গ্রন্থটির রচয়িতা কে?


Ans: পলিবিয়াস।


121)"ভূগোল" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: টলেমি।


122)"প্রাকৃতিক ইতিহাস" গ্রন্থটির রচয়িতা কে?


Ans: প্লিনি।


123)"পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিক।


124)"ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: তিব্বতীয় পন্ডিত লামা তারানাথ।


125)"সি-ইউ-কি" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: হিউয়েন সাং।


126) চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?


Ans: হর্ষবর্ধন।


127)"ফো-কুয়ো-কি" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন।


128)চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কোন সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন?


Ans: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


129) চৈনিক ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: সু-মা-কিয়েন।


130) চৈনিক ঐতিহাসিক সু-মা-কিয়েন রচিত গ্রন্থটির নাম কি?


Ans: "ইতিহাস"।


131)বিভিন্ন সরকারি দলিল পত্র কোথায় সংরক্ষিত থাকে?


Ans: মহাফেজখানা।


132)ভারতে সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার সঙ্গে সম্পর্কিত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ।


Ans: ভিনসেন্ট স্মিথ, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ।


133)ভারতের দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিকের নাম লেখ।


Ans: রমেশচন্দ্র মজুমদার ও যদুনাথ সরকার।


134)"ইন্ডিয়া টুডে" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: রজনীপাম দত্ত।


134)ভারতের কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখ।


Ans: রজনীপাম দত্ত, রোমিলা থাপার, সুশোভন সরকার, সুমিত সরকার, রামশরণ শর্মা, ইরফান হাবিব প্রমুখ।


135)সাধারণ মানুষের ইতিহাস চর্চার সঙ্গে সম্পর্কিত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ?


Ans: ব্যারিংটন মুর, এরিখ হবসবম, জর্জ দুদে, লাদুরি প্রমুখ।


136)ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে সম্পর্কিত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ?


Ans: রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, জ্ঞান পান্ডে, গায়ত্রী চক্রবর্তী প্রমুখ।


137)ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?


Ans: রণজিৎ গুহ।


138)"সাবঅলর্টান স্টাডিজ" গ্রন্থটি কে কবে রচনা করেন?


Ans: রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে।


139)"ঐতিহাসিকের কাজ বিচার করা নয়, বোঝা"-মন্তব্যটি কার?


Ans: ঐতিহাসিক মার্ক ব্লখ।


140)"ইতিহাস মূলত বর্তমানের চোখ দিয়ে ও তারই নিরিখে অতীতকে দেখা। আর ঐতিহাসিকের আসল কাজ নথিকরণ নয়, বরং মূল্যায়ন"-মন্তব্যটি কার?


Ans: ঐতিহাসিক ই.এইচ.কার।


142)"পুরান" শব্দের অর্থ কি?


Ans: প্রাচীন।


143) কোন বেদে "ইতিহাস" শব্দের উল্লেখ আছে?


Ans: অথর্ববেদ।


144)কোন গ্রন্থে‌ "ইতিহাস-পুরাণ"কে পঞ্চম বেদ বলে অভিহিত করা হয়েছে?


Ans: ছান্দোগ্য উপনিষদ।


145) আরবরা কবে সিন্ধু দেশ জয় করেছিল?


Ans: 712 খ্রিস্টাব্দে।


146)আরবদের সিন্ধু বিজয়ের নেতা কে ছিলেন?


Ans: মহম্মদ বিন কাশেম।


148)আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু দেশের রাজা কে?


Ans: দাহির।


149)"অর্থশাস্ত্র" গ্রন্থটি কার লেখা?


Ans: কৌটিল্য।/চাণক্য।


150) কৌটিল্যের আসল নাম কি?


Ans: বিষ্ণুগুপ্ত।


151)পুরাণের লক্ষণ কয়টি ও কি কি?


Ans: পাঁচটি, যথা-সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত।


152) তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিল?


Ans: 1398 খ্রিস্টাব্দে।


153) মুসলিম ইতিহাস চর্চার যে ধারায় সমাজের উচ্চ স্তরের মানুষদের বিষয়ে আলোচনা করা হতো তাকে কি বলে?


Ans: মনাফির বা ফজাইল।


154)"তারিখ-ই-ফিরোজশাহী" গ্রন্থের রচয়িতা কে?


Ans: জিয়াউদ্দিন বরনী।


155)"কিরান-উস-সাদাইন" গ্রন্থের রচয়িতা কে?


Ans: আমির খসরু।


156) ভারতের তোতাপাখি কাকে বলা হয়?


Ans: আমির খসরু।


157) আমির খসরু কোন সুলতানের সভাকবি ছিলেন?


Ans: আলাউদ্দিন খলজী।


158) পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?


Ans: কনস্টান্টিনোপল।


159) কবে কনস্টান্টিনোপলের পতন ঘটে?


Ans: 1453 খ্রিস্টাব্দে।


160) কে কবে আমেরিকা আবিষ্কার করেন?


Ans: 1492 খ্রিস্টাব্দে, কলম্বাস।


170) ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?


উ1789 খ্রিস্টাব্দে।


171) রাশিয়ায় কবে ভূমিদাস প্রথার অবসান ঘটে?


Ans: 1861 খ্রিষ্টাব্দে।


172)কোন সময় কালকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়?


Ans: প্রায় 26 লক্ষ বছর আগে থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে।


173)কোন সময় কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়?


Ans: 3000 খ্রীষ্ট পূর্বাব্দের কিছু পূর্ববর্তী ও পরবর্তী সময়কালকে।


174)প্রাচীন প্রস্তর যুগের সময়কাল লেখ।


Ans: যিশুখ্রিস্টের জন্মের 26 লক্ষ বছর পূর্ব থেকে 15000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।


175) মধ্য প্রস্তর যুগের সময়কাল লেখ।


Ans: 15000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।


176) নব্য প্রস্তর যুগের সময়কাল লেখ।


Ans: 10000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।


177) তাম্র প্রস্তর যুগের সময়কাল লেখ।


Ans: 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।


178) ভারতের প্রাচীন যুগের সময়কাল লেখ।


Ans: প্রাগৈতিহাসিক যুগ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত।


179) ভারতে কোন সময় কালকে আদি মধ্যযুগ বলা হয়?


Ans: 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় কালকে।


180) ভারতে কোন সময়কালকে মধ্যযুগ বলা হয়?


Ans: 1206 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে।


181) ভারতে কবে আধুনিক যুগের সূচনা হয়?


Ans: 1707 খ্রিস্টাব্দে।


182) সুমেরীয় সভ্যতার সূচনা কবে হয়েছিল?


Ans: আনুমানিক 6000 খ্রিস্টপূর্বাব্দে।


183) মিশরীয় সভ্যতার সূচনা কবে হয়েছিল?


Ans: আনুমানিক 4000 খ্রিস্টপূর্বাব্দে।


184) কোন সময় কালকে মহাকাব্যের যুগ বলা হয়?


Ans: 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে।


185)কার নেতৃত্বে এবং কবে ভারতে সর্ব প্রথম সর্বভারতীয় সাম্রাজ্যের উত্থান ঘটে?


Ans: চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে, 324 খ্রিস্টপূর্বাব্দে।


186)ইংল্যান্ডের টিউডর বংশ কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1485 খ্রিস্টাব্দে।


187) ইংল্যান্ডে কবে অ্যাক্ট অফ সুপ্রেমেসি আইন পাস হয়েছিল?


Ans: 1534 খ্রিস্টাব্দে।


188) ইংল্যান্ডে কবে পিলগ্রিমেস অফ গ্রেস বিদ্রোহের সূচনা হয়েছিল?


Ans: 1536 খ্রিস্টাব্দে।


189) ভারতে মনসবদারি ব্যবস্থা কে কবে চালু করেন?


Ans: মোগল সম্রাট আকবর, 1577 খ্রিস্টাব্দে।


190) ইংল্যান্ডে অধিকারের সনদ (বিল অব রাইটস) কবে পাস হয়?


Ans: 1688 খ্রিস্টাব্দে।


191)ইংল্যান্ডে কবে গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল?


Ans: 1688 খ্রিস্টাব্দে।


192)"সামাজিক চুক্তি" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ফরাসি দার্শনিক রুশো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.