একাদশ শ্রেনীর ইতিহাস আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্নোত্তর | Class 11 History Adim Manob Question and Answer

একাদশ শ্রেনীর ইতিহাস আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্নোত্তর PDF: প্রতিবছর একাদশ শ্রেনীর পরীক্ষায় Class 11 History Adim Manob Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেনীর ইতিহাস আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্নোত্তর PDF.

নিচে Class 11 History Adim Manob Question and Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। একাদশ শ্রেনীর ইতিহাস আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

একাদশ শ্রেনীর ইতিহাস আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্নোত্তর | Class 11 History Adim Manob Question and Answer


একাদশ শ্রেনীর ইতিহাস আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ প্রশ্নোত্তর | Class 11 History Adim Manob Question and Answer


১)আজ থেকে কত বছর পূর্বে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়?


Ans: প্রায় 1500 কোটি বছর পূর্বে।


২)আজ থেকে কত বছর আগে পৃথিবীর জন্ম হয়?


Ans: প্রায় 500 কোটি বছর পূর্বে।


৩)আজ থেকে কত বছর পূর্বে পৃথিবীতে সর্ব প্রথম প্রাণের সৃষ্টি হয়?


Ans: প্রায় 125 কোটি বছর পূর্বে।


৪)পৃথিবীতে সর্বপ্রথম কোন যুগের সূচনা হয়?


Ans: আর্কিওজোয়িক যুগ।


৬)আর্কিওজোয়িক যুগের পর পৃথিবীতে কোন যুগ শুরু হয়েছিল?


Ans: প্রোটেরোজোয়িক যুগ।


৫)আজ থেকে কত বছর পূর্বে প্রোটেরোজোয়িক যুগ যুগের সূচনা হয়?


Ans: প্রায় 82 কোটি বছর পূর্বে।


৬)আজ থেকে কত বছর পূর্বে প্রোটেরোজোয়িক যুগ শেষ হয়?


Ans: প্রায় 50 কোটি বছর পূর্বে।


৭)প্রোটেরোজোয়িক যুগের পর পৃথিবীতে কোন যুগে এসেছিল?


Ans: প্যালিওজোয়িক যুগ বা পুরাজীবীয় যুগ।


৮)আজ থেকে কত বছর পূর্বে প্যালিওজোয়িক যুগের সূচনা হয়?


Ans: প্রায় 50 কোটি বছর পূর্বে।


৯)আজ থেকে কত বছর পূর্বে প্যালিওজোয়িক যুগ শেষ হয়?


Ans: প্রায় 20 কোটি বছর পূর্বে।


১০)প্যালিওজোয়িক যুগ বা পুরাজীবীয় যুগের পর পৃথিবীতে কোন যুগের সূচনা হয়?


Ans: মেসোজোয়িক যুগ বা মধ্যজীবীয়।


১১)আজ থেকে কত বছর পূর্বে মেসোজোয়িক যুগের সূচনা হয়?


Ans: প্রায় 20 কোটি বছর পূর্বে।


১২)আজ থেকে কত বছর পূর্বে মেসোজোয়িক যুগ শেষ হয়?


Ans: প্রায় 6 কোটি 50 লক্ষ বছর পূর্বে।


১৩)মেসোজোয়িক যুগের অবসানের পর পৃথিবীতে কোন যুগের সূচনা হয়?


Ans: সেনোজোয়িক যুগ বা নবজীবীয় যুগ।


১৪) আজ থেকে কত বছর পূর্বে সেনোজোয়িক যুগ বা নবজীবীয় যুগের সূচনা হয়?


Ans: প্রায় 6 কোটি 50 লক্ষ বছর পূর্বে।


১৫)সেনোজোয়িক যুগ বা নবজীবীয় যুগকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি?


Ans: দুই ভাগে-১) টার্শিয়ারি যুগ ও ২) কোয়াটারনারি যুগ।


১৬)আজ থেকে কত বছর পূর্বে টার্শিয়ারি যুগের সূচনা হয়


Ans: প্রায় 6 কোটি 50 লক্ষ বছর পূর্বে।


১৭)আজ থেকে কত বছর পূর্বে টার্শিয়ারি যুগ শেষ হয়?


Ans: প্রায় 20 লক্ষ বছর পূর্বে।


১৮)আজ থেকে কত বছর পূর্বে কোয়াটারনারি যুগের যুগের সূচনা হয়


Ans: প্রায় 20 লক্ষ বছর পূর্বে।


১৯)বর্তমান যুগ কোন ঐতিহাসিক যুগের অন্তর্গত?


Ans: কোয়াটারনার/সেনোজোয়িক/ হোলোসিন ।


২০)কোন যুগে স্থলভাগে সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা যায়?


Ans: প্যালিওজোয়িক যুগ বা পুরাজীবীয় যুগ।


২১)কোন যুগে সর্বপ্রথম মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয়?


Ans: টার্শিয়ারি যুগ (সেনোজোয়িক যুগ বা নবজীবীয় যুগ)।


২২)কোয়াটারনারি যুগকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: দুই ভাগে,যথা-১)প্লেইস্টোসিন যুগ ও ২)হোলোসিন যুগ।


২৩)আজ থেকে কত বছর পূর্বে প্লেইস্টোসিন যুগের সূচনা হয়েছিল?


Ans: প্রায় 20 লক্ষ বছর পূর্বে।


২৪)আজ থেকে কত বছর পূর্বে প্লেইস্টোসিন যুগ শেষ হয়েছিল?


Ans: প্রায় 10 হাজার বছর পূর্বে।


২৫)আজ থেকে কত বছর পূর্বে হোলোসিন যুগ শুরু হয়েছিল?


Ans: প্রায় 10 হাজার বছর পূর্বে।


২৬)কোন যুগে আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটেছিল?


Ans: প্লেইস্টোসিন যুগের শেষের দিকে।


২৭)কোন মহাদেশকে মানবজাতির জন্মস্থান বলা হয়?


Ans: আফ্রিকা মহাদেশ।


২৮)আজ থেকে কত বছর পূর্বে মানুষ কৃষি পদ্ধতি আবিষ্কার করেছিল?


Ans: প্রায় 10,000 বছর পূর্বে।


২৯) কোন যুগের মানুষ লাঙ্গল চালাতে শিখেছিল?


Ans: নব্য প্রস্তর যুগের মানুষ।


৩০)প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল?


Ans: খাদ্য সংগ্রহ, পশু শিকার ও মৎস্য শিকার।


৩১)কোন যুগে ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল?


Ans: মেসোজোয়িক যুগে।


৩২) কোন যুগে অস্ট্রালোপিথেকাস বা রামাপিথেকাসের উদ্ভব ঘটেছিল?


Ans: মায়োসিন যুগে।


৩৩) কোন যুগের মানুষ হাত কুঠার ব্যবহার করত?


Ans: প্রাচীন প্রস্তর যুগ।


৩৪)মানুষের কোন পূর্বপুরুষ সর্বপ্রথম পাথরের হাতিয়ারের ব্যবহার শুরু করেছিল?


Ans: অস্ট্রালোপিথেকাস।


৩৫)কোন যুগকে "ক্ষুদ্র প্রস্তর যুগ" (Microlithic Age) নামে অভিহিত করা হয়?


Ans: মধ্য প্রস্তর যুগ।


৩৬)মধ্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল?


Ans: পশু শিকার ও ফলমূল সংগ্রহ।


৩৭)ভারতের কোন কোন স্থানে মধ্য প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: পাঞ্জাব, রাজস্থান, গুজরাট।


৩৮)ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাজের পাল্লাভারমে।


৩৯)ভারতে কবে নব্য প্রস্তর যুগের সূচনা হয় বলে মনে করা হয়?


Ans: প্রায় 6000 খ্রীষ্টপূর্বাব্দে।


৪০)নব্য প্রস্তর যুগের মানুষ কোন কোন হাতিয়ার ব্যবহার করত?


Ans: কাস্তে, হামানদিস্তা, শিলনোড়া, হাতুড়ি, বাটালি, যাঁতা ইত্যাদি।


৪১)কোন যুগের মানুষ কৃষিকাজের কৌশল আবিষ্কার করেন?


Ans: নব্য প্রস্তর যুগ।


৪২)কোন যুগের মানুষ স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখেছিল?


Ans: নব্য প্রস্তর যুগ।


৪৩)কে নব্য প্রস্তর যুগের সংস্কৃতিকে নব্য প্রস্তর বিপ্লব(Neolithic Revolution) বলে অভিহিত করেছেন?


Ans: ঐতিহাসিক গর্ডন চাইল্ড।


৪৪)ভারতের কোন সভ্যতা নব্য প্রস্তর যুগের সভ্যতা?


Ans: মেহেরগড় সভ্যতা।


৪৫)ভারতের কোন কোন স্থানে নব্য প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: বিহার, উড়িষ্যা ও দাক্ষিণাত্যের বিভিন্ন স্থানে।


৪৬)নব্য প্রস্তর যুগের শেষ দিকের সংস্কৃতিকে কে "তাম্র প্রস্তর সংস্কৃতি" বলে অভিহিত করেছেন?


Ans: রেমন্ড অলচিন ও ব্রিজেৎ অলচিন।


৪৭)কোন সময়কালকে তাম্র প্রস্তর যুগ বলে অভিহিত করা হয়?


Ans: আনুমানিক 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে।


৪৮)কোন স্থানে সর্বপ্রথম খনিজ তামার ব্যবহার শুরু হয়েছিল?


Ans: সুমেরে।


৪৯)কোথায় প্রাচীনতম মানব নিদর্শনের সন্ধান মিলেছে?


Ans: আফ্রিকা মহাদেশের অন্তর্গত কেনিয়ার ওল্ডুভাই গিরিখাতে।


৫০)বর্তমানে কত ধরনের এপ পৃথিবীতে টিকে আছে এবং তাদের নাম কি?


Ans: চার ধরনের, যথা-শিম্পাঞ্জি, গোরিলা, ওরাং ওটাং ও গিবন।


৫১)কয়েকটি গ্রেট এপ -এর নাম লেখ।


Ans: শিম্পাঞ্জি, গোরিলা, ওরাং ওটাং


৫২) একটি লিটল এপ -এর নাম লেখ।


Ans: গিবন।


৫৩)ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম কে কবে আবিষ্কার করেন?


Ans: এলউইন সাইম, 1963 খ্রিস্টাব্দে।


৫৪)ভারতের কোথায় রামাপিথেকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে?


Ans: হিমালয় পর্বতের পশ্চিম ভাগ ও শিবালিক পার্বত্য অঞ্চল থেকে।


৫৫)মানব পরিবারের প্রথম সদস্য কাকে বলা হয়?


Ans: রামাপিথেকাস।


৫৬)আজ থেকে কত বছর আগে পৃথিবীতে রামাপিথেকাস বসবাস করত?


Ans: প্রায় 1 কোটি 40 লক্ষ বছর আগে।


৫৭)ইথিওপিয়ায় প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস শ্রেণীর শিশু কন্যার জীবাশ্মটির কি নাম দেওয়া হয়েছে?


Ans: লুসি।


৫৮) 'হোমো হাবিলিস' শব্দের অর্থ কি?


Ans: দক্ষ মানুষ।


৫৯)পৃথিবীতে কবে হোমো হাবিলিসেরর উদ্ভব ঘটেছিল?


Ans: আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে।


৬০)হোমো হাবিলিসের জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেন?


Ans: এল.এস.বি.লিকি ও তাঁর স্ত্রী মেরি লিকি এবং তাঁদের পুত্র জোনাথান।


৬১)"হোমো ইরেক্টাস" শব্দের অর্থ কি?


Ans: দণ্ডায়মান মানুষ।


৬২)আজ থেকে কত বছর আগে হোমো ইরেক্টাসদের উদ্ভব ঘটেছিল?


Ans: প্রায় 10 লক্ষ বছর আগে।


৬৩)হোমো ইরেক্টাসের জীবাশ্ম সর্বপ্রথম কে এবং কবে আবিষ্কার করেন?


Ans: ড.ইউজিন ডুবয়েস,1890-92খ্রীঃ।


৬৪)ড.ইউজিন ডুবয়েস কোথায় সর্বপ্রথম হোমো ইরেক্টাসের জীবাশ্ম আবিষ্কার করেন?


Ans: ইন্দোনেশিয়ার জাভা।


৬৫)ড.ইউজিন ডুবয়েস ইন্দোনেশিয়ার জাভায় প্রাপ্ত হোমো ইরেক্টাসের জীবাশ্মটির কি নামকরণ করেছিলেন?


Ans: পিথেকানথ্রোপাস ইরেক্টাস।


৬৬)হোমো ইরেক্টাসের অপর নাম কি?


Ans: জাভা মানব।


৬৭)"হোমো স্যাপিয়েন্স" শব্দের অর্থ কি?


Ans: বুদ্ধিমান মানুষ।


৬৮)প্রাচীন হোমো স্যাপিয়েন্সেরর প্রথম জীবাশ্মটি কবে কোথায় আবিষ্কৃত হয়?


Ans: 1856 খ্রিস্টাব্দে, জার্মানির নিয়ানডার উপত্যকা।


৬৯)বর্তমানকালের আধুনিক মানুষকে কোন নামে অভিহিত করা হয়?


Ans: হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স।


৭০)কোন যুগে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটেছিল?


Ans: প্লেইস্টোসিন যুগের শেষদিকে(আজ থেকে 30 থেকে 40 হাজার বছর পূর্বে)।


৭১)কোথায় রোডেশীয় মানবের জীবাশ্ম পাওয়া গেছে?


Ans: উত্তর রোডেশিয়া।


৭২)কোথায় ক্রো-ম্যাগনন মানবের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে?


Ans: ফ্রান্সের ক্রোমেনিয়ান অঞ্চলে পাহাড়ের গুহায় (1868 খ্রিস্টাব্দে)।


৭৩)আজ থেকে কত বছর আগে পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটেছিল?


Ans: আজ থেকে 70-40 হাজার বছর আগে।


৭৪)প্রাচীনকালে শিকারি মানুষদের নিয়ে গড়ে ওঠা দল বা সংগঠনকে কি বলা হয়?


Ans: ক্ল্যান।


৭৫)প্রাচীনকালে শিকারি মানুষদের নিয়ে গড়ে ওঠা কয়েকটি ক্ল্যানের সমষ্টিকে কি বলা হয়?


Ans: ট্রাইব।


৭৬)চীনের কোথায় একই সঙ্গে নারী, পুরুষ ও শিশুর দেহাবশেষ পাওয়া গেছে?


Ans: ঝাউ-কাউ-তিয়েন পাহাড়ের গুহায়।


৭৭)প্রাচীনকালের শিকারি মানুষদের পরিবার কেমন ছিল?


Ans: মাতৃতান্ত্রিক।


৭৮)আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়ে ছিল?


Ans: কুকুর।


৭৯)আধুনিক মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে?


Ans: আফ্রিকায়।


৮০)মানুষ ও অন্যান্য প্রাণীর এক মহাদেশীয় ভূখণ্ড থেকে ভিন্ন ভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে গমনকে কি বলে?


Ans: পরিযান বা পরিব্রাজন।


৮১)আদিম মানুষের পরিযান সম্পর্কে গবেষণার সর্বাধুনিক পদ্ধতির নাম কি?


Ans: ডিএনএ পরীক্ষা।


৮২)কোন প্রজাতির মানব গোষ্ঠী সর্বপ্রথম আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল?


Ans: হোমো ইরেক্টাস।


৮৩)হোমো ইরেক্টাসের পরিযানের পরবর্তীকালে কোন প্রজাতির মানুষ আফ্রিকা থেকে অন্য মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল?


Ans: হোমো স্যাপিয়েন্স।


৮৪)আফ্রিকা থেকে আদিম মানুষ সর্বপ্রথম কোন মহাদেশে পৌঁছেছিল?


Ans: ইউরোপ।


৮৫)ইউরোপ থেকে আদিম মানুষ কোন মহাদেশে পৌঁছেছিল?


Ans: এশিয়া।


৮৬)আদিম মানুষ কোন পথ ধরে ভারতে প্রবেশ করেছিল?


Ans: আদিম মানুষের একটি শাখা আরব হয়ে ইউরেশিয়ার পথ ধরে ভারতে প্রবেশ করেছিল।


৮৭)কোন প্রণালীর মধ্য দিয়ে আদিম মানুষ এশিয়া থেকে আমেরিকায় পৌঁছেছিল?


Ans: বেরিং প্রণালী।


৮৮)অ্যাজটেক সভ্যতার কে ধ্বংস করেছিলেন?


Ans: স্পেনীয় নাবিক কোর্টেস।


৮৯)আদিম মানুষের প্রধান জীবিকা কি ছিল?


Ans: পশু শিকার।


৯০)আদিম মানুষ কোন কোন পশু পালন করত?


Ans: গরু, ছাগল, ভেড়া, উট, শূকর, হরিণ ইত্যাদি।


৯১)পৃথিবীর কোথায় প্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া গেছে?


Ans: মেসোপটেমিয়া সভ্যতার (ইরাকের) জারমো অঞ্চলে।


৯২)পৃথিবীর প্রাচীনতম কাস্তের নিদর্শন কোথায় আবিষ্কৃত হয়েছে?


Ans: ফিলিস্তিনের ওয়াদি এল নাতুফ গুহায়।


৯৩)আদিম মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করেছিল?


Ans: যব।


৯৪)ভারতে আজ থেকে কত বছর আগে সর্বপ্রথম ধান চাষ শুরু হয়েছিল?


Ans: আনুমানিক 5 হাজার বছর পূর্বে।


৯৫)ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?


Ans: মেহেরগড় সভ্যতা।


৯৬)মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা?


Ans: তাম্র-প্রস্তর যুগ।


৯৭)মেহেরগড় সভ্যতা কি ধরনের সভ্যতা?


Ans: গ্রামীণ সভ্যতা।


৯৮) মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন?


Ans: ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ, 1974 খ্রীঃ।


৯৯)মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?


Ans: বালুচিস্থানের পশ্চিমে সিন্ধু উপত্যকার কাচ্চি সমভূমিতে বোলান গিরিপথের নিকটে।


১০০)মেহেরগড় সভ্যতা কোন সময় বিকাশ লাভ করেছিল?


Ans: আনুমানিক 7000 খ্রীঃপূঃ থেকে 2500 খ্রীঃপূঃ।


১০১)মেহেরগড় সভ্যতা কয়টি পর্যায়ে বিকাশ লাভ করেছিল?


Ans: 7টি।


১০২)মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কারের সময় পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কে ছিলেন?


Ans: রিচার্ড মেডো।


১০৩)কোন কোন স্থানে মেহেরগড় সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: মেহেরগড়, তরকাই কেল্লা, শেরিখান তরকাই, কাচ্চিবেগ, মুল্ডিগাক, পেরিয়ানো ঘুনডাই, রাণা ঘুনডাই, কিলেগুল মহম্মদ, নৌসেরা, আমরিনাল, নন্দুরা, কুল্লি, কোটদিজি, গাজিশাহী, থারো ইত্যাদি।


১০৪)মেহেরগড় সভ্যতার লোকেরা কোন কোন হাতিয়ার ব্যবহার করত?


Ans: পাথরের তৈরি কাস্তে, মৃৎপাত্র, শিলনোড়া, যাঁতা, হামানদিস্তা, নিড়ানি ইত্যাদি।


১০৫)মেহেরগড় সভ্যতায় আবিষ্কৃত প্রাচীনতম কৃষি যন্ত্রটির নাম কি?


Ans: বিটুমেন পাথরের তৈরি কাস্তে।


১০৬)মেহেরগড় সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কি ছিল?


Ans: কৃষিকাজ ও পশুপালন।


১০৭)মেহেরগড় সভ্যতার লোকেরা গৃহ নির্মাণের জন্য কোন কোন উপকরণ ব্যবহার করত?


Ans: রোদে পড়ানো সমান মাপের ইঁট, মাটি ও পাথর।


১০৮)C-14 পদ্ধতি কে আবিষ্কার করেন?


Ans: উইলার্ড লিবি।


১০৯)মেহেরগড় সভ্যতায় কোন কৃষিজ ফসল চাষের প্রাচীনতম নিদর্শন আছে?


Ans: কার্পাস।


১১০)মেহেরগড় সভ্যতার লোকেরা কোন কোন পশুকে পোষ মানিয়েছিল?


Ans: ছাগল, কুঁজওয়ালা ষাঁড়, ভেড়া, মহিষ ইত্যাদি।


১১১)প্রাচীন কোন সভ্যতায় স্বস্তিকা চিহ্নের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: মেহেরগড় সভ্যতা।


১১২)মেহেরগড় সভ্যতার পতন কবে ঘটেছিল?


Ans: আনুমানিক 2500 খ্রীঃপূঃ।


১১৩)ভারতের প্রাচীনতম নগরকেন্দ্রিক সভ্যতার নাম কি?


Ans: হরপ্পা সভ্যতা/সিন্ধু সভ্যতা।


১১৪)হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন?


Ans: চার্লস ম্যাসন।


১১৫)হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?


Ans: রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি।


১১৬) হরপ্পা কে কবে আবিষ্কার করেন?


Ans: দয়ারাম সাহানি, 1921 খ্রীঃ।


১১৭) হরপ্পা শব্দের অর্থ কি?


Ans: পশুপতির খাদ্য।


১১৮) হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?


Ans: পাঞ্জাবের রাভী বা ইরাবতী নদীর তীরে।


১১৯) সিন্ধু সভ্যতার কেন্দ্র হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত?


Ans: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়।


১২০) মহেঞ্জোদারো কে কবে আবিষ্কার করেন?


Ans: রাখালদাস বন্দ্যোপাধ্যায়, 1922 খ্রীঃ।


১২১) মহেঞ্জোদারো শব্দের অর্থ কি?


Ans: মৃতের স্তূপ।


১২২)হরপ্পা সভ্যতার কেন্দ্র মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?


Ans: সিন্ধু নদের তীরে।


১২৩)হরপ্পা সভ্যতার কেন্দ্র মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত?


Ans: পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।


১২৪) সিন্ধু সভ্যতার কেন্দ্র কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত?


Ans: ঘর্ঘরা নদী।


১২৫) কালিবঙ্গান শব্দের অর্থ কি?


Ans: কৃষ্ণ কঙ্কন।


১২৬)হরপ্পা সভ্যতার কেন্দ্র রুপার কোন নদীর তীরে অবস্থিত?


Ans: পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে।


১২৭)হরপ্পা সভ্যতার বন্দর নগরীর নাম কি?


Ans: লোথাল।


১২৮)হরপ্পা সভ্যতার কেন্দ্র লোথাল কোন নদীর তীরে অবস্থিত?


Ans: গুজরাটের ভোগাবর নদীর তীরে।


১২৯) হরপ্পা সভ্যতার কেন্দ্র সুতকাজেনদার কোথায় অবস্থিত?


Ans: বালুচিস্তান।


১৩০)হরপ্পা সভ্যতার কেন্দ্র চানহুদারো কোথায় অবস্থিত?


Ans: পাকিস্তানের সিন্ধু প্রদেশে।


১৩১)হরপ্পা সভ্যতার কেন্দ্র রাখিগাড়ি কোথায় অবস্থিত?


Ans: পূর্ব পাঞ্জাব।


১৩২)হরপ্পা সভ্যতার কেন্দ্র দাবরকোট কোথায় অবস্থিত?


Ans: বালুচিস্তান।


১৩৩)হরপ্পা সভ্যতার কেন্দ্র কোটদিজি কোথায় অবস্থিত?


Ans: সিন্ধুপ্রদেশে।


১৩৪)হরপ্পা সভ্যতার কেন্দ্র বানওয়ালি কোথায় অবস্থিত?


Ans: হরিয়ানা।


১৩৫) হরপ্পা সভ্যতার কেন্দ্র রোজদি কোথায় অবস্থিত?


Ans: গুজরাট।


১৩৬)হরপ্পা সভ্যতার কেন্দ্র রংপুর কোথায় অবস্থিত?


Ans: গুজরাট।


১৩৭))হরপ্পা সভ্যতার কেন্দ্র রংপুর কোথায় অবস্থিত?


Ans: গুজরাট।


১৩৮))হরপ্পা সভ্যতার কেন্দ্র আলমগীরপুর কোথায় অবস্থিত?


Ans: উত্তরপ্রদেশ।


১৩৮)হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান আবিষ্কৃত হয়েছে?


Ans: মহেঞ্জোদারো।


১৪০)কোন সময় হরপ্পা সভ্যতার বিকাশ লাভ করেছিল?


Ans: আনুমানিক 2500 খ্রীঃ পূর্বাব্দে থেকে 1750 খ্রীঃপূর্বাব্দ।


১৪১)হরপ্পা সভ্যতার আয়তন কত ছিল?


Ans: প্রায় সাড়ে 12 লক্ষ বর্গ কিলোমিটার।


১৪২)হরপ্পা সভ্যতার সমসাময়িক কয়েকটি সভ্যতার নাম লেখ।


Ans: সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও আক্কাদীয় সভ্যতা।


১৪৩) হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্রের নাম কি?


Ans: জম্মু ও কাশ্মীরের মান্ডা।


১৪৪)হরপ্পা সভ্যতা দক্ষিণ দিকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল?


Ans: ডিমাবাদ।


১৪৫)হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্র ডিমাবাদ কোন নদীর তীরে অবস্থিত?


Ans: গোদাবরী।


১৪৬) হরপ্পা সভ্যতা পূর্ব দিকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল?


Ans: আলমগীরপুর।


১৪৭)হরপ্পা সভ্যতা পশ্চিম দিকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল?


Ans: সুতকাজেনডার।


১৪৮)সিনানথ্রোপাস বা পিকিং মানবের জীবাশ্ম কে কবে আবিষ্কার করেন?


Ans: পেই ওয়েন চুং, 1929 খ্রিস্টাব্দে। (চাউখাউ তিয়েন অঞ্চল থেকে)।


১৪৯) হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা?


Ans: প্রাগৈতিহাসিক যুগের ও তাম্র প্রস্তর যুগের সভ্যতা।


১৫০) হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?


Ans: নগর পরিকল্পনা।


১৫১)হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছে?


Ans: মহেঞ্জোদারো।


১৫২)হরপ্পা সভ্যতার কোথায় বৃহত্তম শস্যাগারের সন্ধান পাওয়া গেছে?


Ans: মহেঞ্জোদারো।


১৫৩)হরপ্পায় প্রাপ্ত বিশাল শস্যাগারটিকে কে বর্তমানকালের রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন?


Ans: ঐতিহাসিক এ.এল.ব্যাসাম।


১৫৪)কোন ঐতিহাসিক হরপ্পা সভ্যতায় পুরোহিত রাজার শাসন প্রতিষ্ঠিত ছিল বলে মনে করেন?


Ans: ঐতিহাসিক মার্টিমার হুইলার।


১৫৫)সিন্ধু সভ্যতার কোথায় পুরোহিত রাজার মূর্তি আবিষ্কৃত হয়েছে?


Ans: মহেঞ্জোদারো।


১৫৬)হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য কি ছিল?


Ans: গম ও যব।


১৫৭)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন কোন পশুকে পোষ মানিয়েছিল?


Ans: গরু, ভেড়া, ছাগল, মহিষ, উট, শূকর ইত্যাদি।


১৫৮)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না?


Ans: ঘোড়া।


১৫৯)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না?


Ans: লোহা।


১৬০)হরপ্পা সভ্যতায় প্রচলিত লিপির নাম কি?


Ans: সিন্ধু লিপি।


১৬১) সিন্ধু লিপির কতগুলি অক্ষর আবিষ্কৃত হয়েছে?


Ans: 270টি।


১৬২)হরপ্পা সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: লোথাল ও রংপুর।


১৬৩)হরপ্পা সভ্যতার কোথায় লাঙ্গল ব্যবহারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে?


Ans: কালিবঙ্গান।


১৬৪) হরপ্পা সভ্যতার বণিকদের কি বলা হত?


Ans: পণি।


১৬৫)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন কোন দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য চালাত?


Ans: মেসোপটেমিয়া, সুমের, ব্যাবিলন, পারস্য, মিশর, বালুচিস্তান, আফগানিস্থান।


১৬৬)হরপ্পা সভ্যতায় ব্যবসা-বাণিজ্যের মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হতো?


Ans: সিলমোহর।


১৬৭)হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি নির্মাণে কোন উপাদান ব্যবহার করা হতো?


Ans: স্টিটাইট।


১৬৮)ভারতের বাইরে কোথায় হরপ্পা সভ্যতার সিলমোহর আবিষ্কৃত হয়েছে?


Ans: মেসোপটেমিয়া ও সুসা।


১৬৯)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন স্থান থেকে লাপিস লাজুলি আমদানি করতো?


Ans: আফগানিস্তান।


১৭০)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন স্থান থেকে সোনা আমদানি করতো?


Ans: মহীশূর।


১৭১)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন স্থান থেকে তামা, সিসা ও চুনাপাথর আমদানি করতো?


Ans: রাজস্থানের ক্ষেত্রী।


১৭২)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন স্থান থেকে রুপো আমদানি করতো?


Ans: পারস্য ও সুমের।


১৭৩)হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন স্থান থেকে জেড পাথর আমদানি করতো?


Ans: মধ্য এশিয়া।


১৭৪)ভারতের বাইরে কোথায় সিন্ধু সভ্যতার সীলমোহর যুক্ত কাপড়ের গাঁট আবিষ্কৃত হয়েছে?


Ans: মেসোপটেমিয়ার উম্মায়।


১৭৫) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেবতার পূজা করতো?


Ans: পশুপতি।


১৭৬)কবে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়?


Ans: আনুমানিক 4000 খ্রীঃপূঃ।


১৭৭)কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল?


Ans: নীলনদ।


১৭৮)কে মিশরকে নীলনদের দান বলে অভিহিত করেছেন?


Ans: গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।


১৭৯)প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেরা কোন কোন পশু পালন করত?


Ans: ছাগল, গরু, ভেড়া, শূকর, গাধা প্রভৃতি।


১৮০)প্রাচীন মিশরের নগররাষ্ট্র কে কি বলা হত?


Ans: লোম।


১৮১)প্রাচীন মিশরের শাসকদের কি বলা হত?


Ans: ফ্যারাও।


১৮২) ফ্যারাও শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে?


Ans: মিশরীয় শব্দ 'পেরো' থেকে ফ্যারাও শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো বড়ো বাড়ি বা রাজপ্রাসাদ।


১৮৩) প্রাচীন মিশরের প্রথম ফ্যারাও কে ছিলেন?


Ans: মেনিস।


১৮৪)প্রাচীন মিশরের প্রথম ফ্যারাও মেনিসের রাজধানীর নাম কি ছিল?


Ans: মেনসিফ।


১৮৫) প্রাচীন মিশরের কয়েকজন ফ্যারাও এর নাম লেখ?


Ans: জোসার, খুফু, টুটেনখামেন, দ্বিতীয় রামেসিস প্রমুখ।


১৮৬)মিশরীয় সমাজ ব্যবস্থা কেমন ছিল?


Ans: মাতৃতান্ত্রিক।


১৮৭) পৃথিবীর প্রথম মহিলা শাসক কে ছিলেন?


Ans: মিশরের হাটাসু।


১৮৮)প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কি ছিল?


Ans: কৃষিকাজ।


১৮৯)প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেরা কোন কোন ফসল চাষ করত?


Ans: গম, যব, ভুট্টা, জোয়ার, তিসি, শাকসব্জি, শণ ইত্যাদি।


১৯০)প্রাচীন মিশরীয় সভ্যতায় কোন কোন শিল্পের বিকাশ ঘটেছিল?


Ans: বস্ত্র শিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, অলঙ্কার শিল্প ইত্যাদি।


১৯১)প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেরা কোন কোন অঞ্চলের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চালাত?


Ans: মেসোপটেমিয়া, সিরিয়া, প্যালেস্টাইন, ক্রীট, আরব, সিন্ধু প্রভৃতি।


১৯২)প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেরা বিদেশ থেকে কোন কোন দ্রব্য আমদানি করতো?


Ans: সোনা, তামা,কাঠ, হাতির দাঁত, মসলা, সুগন্ধি তেল, বিভিন্ন বিলাস সামগ্রী ইত্যাদি।


১৯৩)প্রাচীন মিশরীয় সভ্যতায় কোন কোন দ্রব্য বিদেশে রপ্তানি করা হতো?


Ans: বস্ত্র, মৃৎশিল্পজাত দ্রব্য, কাচের সামগ্রী, চামড়ার সামগ্রী, খাদ্যশস্য ইত্যাদি।


১৯৪)প্রাচীন মিশরীয় সভ্যতায় ব্যবহৃত লিপির নাম কি?


Ans: হায়ারোগ্লিফিক লিপি।


১৯৫) হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি?


Ans: গ্রিক ভাষায় হায়ারোগ্লিফিকের অর্থ পবিত্র লিপি এবং মিশরীয় ভাষায় হায়ারোগ্লিফিকের অর্থ দেবলিপি।


১৯৬)কে এবং কবে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন?


Ans: ফরাসি পন্ডিত শাঁ পোলিয়েঁ, 1920 খ্রীঃ।


১৯৭)কোন ফ্যারাও এর রাজত্বকাল থেকে মিশরের চিত্রশিল্পের উৎকর্ষতা লক্ষ্য করা যায়?


Ans: মিশরের প্রথম ফ্যারাও মেনিসের রাজত্বকাল থেকে।


১৯৮)মিশরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি?


Ans: পিরামিড।


১৯৯)মিশরের দুটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শনের নাম লেখ।


Ans: আবু সিম্বেলের মন্দির ও স্ফিংস এর মূর্তি।


২০০)পৃথিবীর বৃহত্তম মূর্তির নাম কি?


Ans: স্ফিংস এর মূর্তি।


২০১)প্রাচীন কোন সভ্যতায় পাটিগনিত ও জ্যামিতির উদ্ভব ঘটেছিল বলে মনে করা হয়?


Ans: মিশরীয় সভ্যতায়।


২০২)প্রাচীন মিশরীয় সভ্যতায় কারা বর্ষপঞ্জি তৈরি করত?


Ans: পুরোহিতরা।


২০৩)পৃথিবীর প্রথম সৌর পঞ্জিকা কোথায় আবিষ্কৃত হয়?


Ans: মিশরে।


২০৪)প্রাচীন মিশরীয় সভ্যতায় প্রধান দেবতা কে ছিলেন?


Ans: সূর্যের দেবতা "রা"।


২০৫)প্রাচীন মিশরীয় সভ্যতায় প্রধান যুদ্ধের দেবতা কে ছিলেন?


Ans: সূর্যের দেবতা "রা"।


২০৬)প্রাচীন মিশরীয় সভ্যতায় বাস্তু দেবতা কে ছিলেন?


Ans: আমন।


২০৭)প্রাচীন মিশরীয় সভ্যতায় উর্বরতার দেবতা কে ছিলেন?


Ans: আসিরিস।


২০৮)প্রাচীন মিশরীয় সভ্যতায় আকাশের দেবতা কে ছিলেন?


Ans: হোরাস।


২০৯))প্রাচীন মিশরীয় সভ্যতায় পাপপূণ্য বিচারের দেবী কে ছিলেন?


Ans: আইসিস।


২১০)প্রাচীন মিশরে ওষুধ মাখানো ও কাপড় জড়ানো সংরক্ষিত মৃতদেহকে কি বলা হয়?


Ans: মমি।


২১১)কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়?


Ans: মিশর।


২১২)মিশরের ফ্যারাও পরিবার বা রাজ পরিবারের সদস্যদের সমাধিস্থলকে কি বলা হত?


Ans: নেক্রোপলিস বা মৃত্যুপুরী।


২১৩)কোন নগরীতে মিশরের ফ্যারাও পরিবারের সদস্যদের সমাধিস্থল গড়ে উঠেছিল?


Ans: থিবস নগরী।


২১৪)মিশরের রাজাদের সমাধিস্থল কে কি বলা হয়?


Ans: ভ্যালি অফ কিংস।


২১৫) মিশরের রানীদের সমাধিস্থল কে কি বলা হয়?


Ans: ভ্যালি অফ কুইন্স।


২১৬)ভ্যালি অফ কিংসে মোট কতগুলি সমাধি আবিষ্কৃত হয়েছে?


Ans: 62টি।


২১৭) পিরামিড শব্দের অর্থ কি?


Ans: গ্রিক শব্দ 'পিরামিড' এর অর্থ হল 'সুউচ্চ'।


২১৮)মিশরে কে প্রথম পিরামিড তৈরীর কৌশল আবিষ্কার করেন?


Ans: ইমহোটেপ নামে বিখ্যাত স্থপতি।


২১৯)কোন ফ্যারাও এর রাজত্বকালে মিশরে সর্বপ্রথম পিরামিড নির্মিত হয়েছিল?


Ans: জোস এর রাজত্বকালে।


২২০) প্রাচীন মিশরীয় সভ্যতার রাজধানী কোথায় ছিল?


Ans: মেমফিস এ।


২২১)মিশরের প্রথম পিরামিডটি কোথায় নির্মিত হয়েছিল?


Ans: মেমফিস এ।


২২১)কোন ফ্যারাও এর সমাধির ওপর মিশরের প্রথম পিরামিড নির্মিত হয়েছিল?


Ans: ফ্যারাও জোস।


২২২)মিশরের অধিকাংশ পিরামিড কোন সময় নির্মিত হয়েছিল?


Ans: আনুমানিক 2800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দে মধ্যে।


২২৩)মিশরের কয়েকটি পিরামিডের নাম লেখ।


Ans: মেনেসের পিরামিড, খুফুর পিরামিড, তুতেনখামেনের পিরামিড, দ্বিতীয় রামেসিসের পিরামিড, নেফরার পিরামিড, মেনকাউরার পিরামিড, তৃতীয় থুটমোসের পিরামিড ইত্যাদি।


২২৪) মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি?


Ans: খুফুর পিরামিড।


২২৫)খুফুর পিরামিড কবে এবং কোথায় নির্মিত হয়?


Ans: আনুমানিক 2800 খ্রিস্টপূর্বাব্দে, কায়রোতে।


২২৬)খুফুর পিরামিডের উচ্চতা ও পরিধি কত?


Ans: উচ্চতা 450 ফুট এবং পরিধি 700ফুট।


২২৭)খুফুর পিরামিড তৈরি হতে কত বছর সময় লেগেছিল?


Ans: প্রায় কুড়ি বছর।


২২৮)মিশরের শেষ শক্তিশালী ফ্যারাও কে ছিলেন?


Ans: তৃতীয় রামেসিস।


২২৯)গ্রীক বীর আলেকজান্ডার কবে মিশর জয় করেছিলেন?


Ans: 332 খ্রিস্টপূর্বাব্দ।


২৩০) মেসোপটেমিয়া শব্দের অর্থ কি?


Ans: গ্রীক ভাষায় মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো 'দুই নদীর মধ্যবর্তী দেশ'।


২৩১)বর্তমান কালের কোন দেশ প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল?


Ans: ইরাক।


২৩২)কোন কোন নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল?


Ans: টাইগ্রিস ও ইউফ্রেটিস।


২৩৩) মেসোপটেমিয়া সভ্যতার উত্তরাংশের নাম কি?


Ans: আসিরিয়া।


২৩৪) মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণাংশের নাম কি?


Ans: ব্যাবিলনিয়া।


২৩৫)ব্যাবিলনিয়ার উত্তরাংশের উচ্চ অংশের নাম কি?


Ans: আক্কাদ।


২৩৬)ব্যাবিলনিয়ার উত্তরাংশের নিম্ন অংশের নাম কি?


Ans: সুমের।


২৩৭)মেসোপটেমিয়া সভ্যতাকে আর কি নামে অভিহিত করা হয়?


Ans: সুমেরীয় সভ্যতা।


২৩৮)কোন সময় মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটেছিল?


Ans: আনুমানিক 4000 খ্রীষ্টপূর্বাব্দে।


২৩৯)মেসোপটেমীয় সভ্যতায় কী ধরনের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল?


Ans: যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা।


২৪০)মেসোপটেমীয় সভ্যতা বা সুমেরীয় সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?


Ans: কৃষিকাজ।


২৪১)মেসোপটেমীয় সভ্যতার অধিবাসীদের প্রধান উৎপাদিত ফসল কী ছিলো?


Ans: গম ও যব।


২৪২) মেসোপটেমীয় সভ্যতার লোকেরা কোন গাছকে 'জীবন বৃক্ষ' বলতো?


Ans: খেজুর গাছ।


২৪৩) মেসোপটেমিয়া সভ্যতার অধিবাসীরা কোন কোন পশুপালন করত?


Ans: গরু, ছাগল, ভেড়া ইত্যাদি।


২৪৪)মেসোপটেমিয়া সভ্যতার কয়েকটি অন্তর্দেশীয় বাণিজ্য কেন্দ্রের নাম লেখ।


Ans: ঊর, ঊরক, কিশ, লাগাস, আক্কাদ, ব্যাবিলন, এরিডু ইত্যাদি।


২৪৫)কোন কোন অঞ্চলের সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত?


Ans: সিন্ধু, মিশর, পারস্য, আফগানিস্তান, আনাতোলিয়া, সিরিয়া ইত্যাদি।


২৪৫)মেসোপটেমীয় সভ্যতার অধিবাসীরা কোন কোন দ্রব্য বিদেশে রপ্তানী করতেন?


Ans: গম, যব, ফল, পশম বস্ত্র, কার্পেট, অলংকার ইত্যাদি।


২৪৬)মেসোপটেমীয় সভ্যতার অধিবাসীরা কোন কোন দ্রব্য বিদেশ থেকে আমদানি করতেন?


Ans: সোনা, রুপো, কাঠ, দামি পাথর ইত্যাদি।


২৪৭)সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা ঘরবাড়ি নির্মাণের জন্য কোন উপকরণ ব্যবহার করত?


Ans: পোড়া ইট বা রোদে শুকানো ইট।


২৪৮) সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমীয় সভ্যতায় নগর দেবতার মন্দিরগুলিকে কি বলা হয়?


Ans: জিগুরাট।


২৪৯) জিগুরাট শব্দের অর্থ কি?


Ans: স্বর্গের পাহাড়।


২৫০)সুমেরীয় সভ্যতায় প্রচলিত সমুদ্রের ও মাতৃদেবীর নাম কি?


Ans: নাম্মা।


২৫১)সুমেরীয় সভ্যতায় প্রচলিত আকাশের দেবতার নাম কি?


Ans: আন বা আনু।


২৫২)সুমেরীয় সভ্যতায় প্রচলিত পৃথিবী দেবীর নাম কি?


Ans: "কি"।


২৫৩)সুমেরীয় সভ্যতায় প্রচলিত জলের দেবতার নাম কি?


Ans: এনকি।


২৫৪)সুমেরীয় সভ্যতায় প্রচলিত বাতাসের দেবতার নাম কি?


Ans: এনলিস।


২৫৫)কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল?


Ans: সুমেরীয় সভ্যতার লোকেরা।


২৫৬)লিখন পদ্ধতি প্রচলনের ভিত্তিতে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম কি?


Ans: সুমেরীয় সভ্যতা।


২৫৭)সুমেরীয় সভ্যতা কি ধরনের লিপি প্রচলিত ছিল?


Ans: চিত্রলিপি ও কিউনিফর্ম লিপি।


২৫৮)সুমেরীয় সভ্যতায় প্রচলিত কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার কে করেন?


Ans: স্যার হেনরি ক্রেসউইক রোলিনসন (1827খ্রীঃ)।


২৫৯) সুমেরীয় সভ্যতায় প্রচলিত মহাকাব্যের নাম কি?


Ans: গিলগামেশ।


২৬০)গিলগামেশ মহাকাব্যের বিষয়বস্তু কি?


Ans: সুমেরীয় রাজা গিলগামেশের বীরত্ব, আন্তরিকতা ও ব্যর্থতার কাহিনী।


২৬১)কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম চাকা ব্যবহার করে গাড়ি ও রথের প্রচলন করেছিলেন?


Ans: সুমেরীয় সভ্যতা।


২৬২)কোন সভ্যতার লোকেরা বর্গমূল ও ঘনমূল এর গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেন?


Ans: সুমেরীয় সভ্যতা।


২৬৩)কোন সভ্যতার লোকেরা চাঁদের আবর্তনের ভিত্তিতে চান্দ্রমাসের প্রচলন করেছিলেন?


Ans: সুমেরীয় সভ্যতা।


২৬৪)সুমেরীয় সমাজে ভূস্বামীদের কি বলা হত?


Ans: লুগাস।


২৬৫)কবে এবং কাদের আক্রমণে সুমেরীয় সভ্যতার পতনের সূচনা হয়?


Ans: আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এলামীয় সম্প্রদায়ের মানুষের আক্রমণে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.