অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


সম্পদের কার্যকারিতা বলতে কী বোঝো? | What Is The Function Of The Resource?

সম্পদের কার্যকারিতা বলতে কী বোঝো? | What Is The Function Of The Resource?
 

Q. সম্পদের কার্যকারিতা বলতে কী বোঝো? | What Is The Function Of The Resource?

কার্যকারিতা বলতে কোন বস্তু বা পদার্থের মধ্যে অন্তর্নিহিত কার্যকরী ক্ষমতা বা কাজ করার ক্ষমতাকে বোঝায়। কোন বস্তু বা উপকরণকে তখনই সম্পদ হিসাবে গণ্য করা হয় যখন তার নির্দিষ্ট কার্যকরী ক্ষমতা বা কার্যকারিতা থাকে।

উদাহরণ: জমি যখন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তখন তা মানুষের কোন কাজে লাগে না। তাই পতিত জমি সম্পদ নয়। কিন্তু মানুষ যখন তার বিদ্যা বুদ্ধি ও প্রয়োগ কৌশলের সাহায্যে অব্যবহৃত পতিত জমিকে কর্ষণ করে চাষযোগ্য জমিতে পরিণত করে, তখন ওই জমি সম্পদে পরিণত হয়। অর্থাৎ জমির কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে তাকে সম্পদ রূপে গড়ে তোলা যায়। তাই বলা যায় কার্যকারিতা হল কোন বস্তু বা পদার্থের একটি বিশেষ গুণ, যা সাধারণ বস্তু বা পদার্থকে সম্পদে উন্নত করে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.