Q. ফেরেলের সূত্র কি ? চিত্রসহ ফেরেলের সূত্র ব্যাখ্যা করো।
1859 খ্রিস্টাব্দে আমেরিকান আবহবিদ উইলিয়াম ফেরেল পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে চলমান বস্তুর গতি বিক্ষেপের দিক নির্ণয়ের যে সূত্র উদ্ভাবন করেন, তাকে ফেরেলের সূত্র বলে।
সূত্রের ব্যাখ্যা: পৃথিবীর অভিগত গোলকাকৃতি ও আবর্তন গতির প্রভাবে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে ভূপৃষ্ঠের নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্রস্রোত সমচাপ রেখার সমকোণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়।
সূত্রের সত্যতা: বায়ু উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু রূপে প্রবাহিত হয়।
Please do not share any spam link in the comment box