বার্খান কি? বার্খান বলতে কী বোঝ? বার্খান ও শিফ বালিয়াড়ি (দশম শ্রেণি)
বার্খান কি ? এটি কোথায় দেখা যায়?: মরু অঞ্চলে বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়ি ভাবে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি সৃষ্টি হয়, তাকে বার্খান বলে।
অবস্থান: যে সকল মরু অঞ্চলে বায়ু সারাবছর একদিক থেকে প্রবাহিত হয়,সেখানে বার্খান সৃষ্টি হয়।
গঠন ও প্রকৃতি: বার্খানের সম্মুখভাগ উত্তল ও পশ্চাৎভাগ অবতল বা খাড়া ঢালযুক্ত হয়।
উচ্চতা: বার্খানের উচ্চতা সাধারণত ১৫-৩০ মিটার পর্যন্ত হয়।
দৈর্ঘ্য ও প্রস্থ: বার্খানের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান; গড়ে ২০-২০০ মিটার পর্যন্ত হতে পারে।
বিশেষ বৈশিষ্ট্য: বার্খানের দুই প্রান্তে অর্ধচন্দ্রাকারে দুটি শিং এর মতো শিরা অবস্থান করে।
নামকরণ: বার্খান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মরু পর্যটক হ্যাডিন।
উদাহরণ: ভারতের থর মরুভূমিতে বার্খান দেখতে পাওয়া যায়।
Please do not share any spam link in the comment box