ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে?

What Are Anabatic And Katabatic Winds
 

Q. ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে?

ক্যাটাবেটিক বায়ু: পার্বত্য অঞ্চলে রাত্রিবেলা আকাশ মেঘমুক্ত থাকলে শীতল পার্বত্য ঢালের উপরি অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয়ে পড়ে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা পর্বতের ঢালে বরাবর উপত্যকায় নেমে আসে। পার্বত্য অঞ্চলের এইরূপ রাত্রিকালীন নিম্নমুখী শীতল বায়ু প্রবাহকে ক্যাটাবেটিক বায়ু বলে।

অ্যানাবেটিক বায়ু: উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলায় সূর্যকিরণে পার্বত্য উপত্যকা উত্তপ্ত হওয়ার ফলে বায়ু উষ্ণ ও হালকা হয়ে পরিচলন পদ্ধতিতে পর্বতের ঢালে বরাবর উপরের দিকে উঠতে থাকে। এইরূপ ঊর্ধ্বগামী উষ্ণ ও হালকা বায়ুকে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলে।

উদাহরণ: হিমাচল প্রদেশের কুলু উপত্যাকায় ধরনের বায়ু প্রবাহিত হয়।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.